চার দিনের নাট্যোৎসবে মেতেছে কান্দি
নিজস্ব সংবাদদাতা • কান্দি |
শীতের শুরুতেই নাটকে মজেছে কান্দি। শহরের পুরসভা সংলগ্ন হ্যালিফক্স মাঠে চারদিন ব্যাপী এই নাট্যোৎসবের উদ্বোধন হল বৃহস্পতিবার। এ দিন সন্ধ্যায় উৎসবের উদ্বোধন করেন নাট্য অভিনেতা গৌতম মুখোপাধ্যায়। এলাকার ‘রাখালিয়া’ নাট্যগোষ্ঠীর উদ্যোগে আয়োজিত এই উৎসব শেষ হবে রবিবার।
গোষ্ঠীর সদস্যরা জানান, প্রতিদিন বিকেল পাঁচটা থেকে নাটক শুরু হবে। তিনটি করে নাটক মঞ্চস্থ হবে। শেষের দিন দু’টি নাটক মঞ্চস্থ হবে। প্রথম দিন কান্দি ‘কোরাস’ নাট্যগোষ্ঠীর অভিনীত ‘খোলা চিঠি’, কলকাতার দক্ষিণেশ্বর শৌভিক সাংস্কৃতিক চক্রের ‘সে তো তোমার আলো’ ও বহরমপুরের ‘প্রান্তিক’ গোষ্ঠীর ‘দরজায় কেউ নেই’ নাটক অভিনীত হয়। শুক্রবার, ‘রাখালিয়া’ গোষ্ঠীর ‘গ্রন্থি’, হুগলির ‘রিষড়া রবিবাসরীয়’ গোষ্ঠীর ‘সত্যম্ শিবম্ সুন্দরম্’ ও উত্তর ২৪ পরগনার ‘ফিনিক্স’ গোষ্ঠীর ‘সে আমার ছোট বোন’ নাটক হয়। শনিবার, বর্ধমানের ‘প্রয়াস’ নাট্যগোষ্ঠীর ‘কাল বা পরশু’ ও ‘এবং সীমান্ত’ ও আগরপাড়ার ‘কালপুরুষ’ গোষ্ঠীর ‘ফিরিয়ে দিও না মোরে’ নাটক হবে। রবিবার ‘গয়েসপুর মঞ্চসেনা’ গোষ্ঠীর ‘শূর্পনখা’ ও একটি পূর্ণাঙ্গ নাটক মঞ্চস্থ হবে। মালদহের ‘মালদহ মালঞ্চ’ গোষ্ঠীর ‘গম্ভীরা গম্ভীরা’ নাটক হয়ে শেষ হবে উৎসব। ‘রাখালিয়া’ নাট্যগোষ্ঠীর সম্পাদক প্রবীর সিংহ বলেন, “বর্তমান প্রজন্ম নাট্যজগৎ থেকে দূরে থাকতে চাইছে। সমাজের সুরক্ষা ও চেতনা বাড়াতে নাটকের ভূমিকা জানাতেই এই উৎসবের আয়োজন।” |
ত্বকে ক্যানসার
সংবাদ সংস্থা • ওয়াশিংটন |
নাকে ব্যান্ডেজ বাঁধা ছবি দেওয়া রয়েছে ইনস্টাগ্রামে। তলায় লেখা “আমার মতো বোকামো কোরো না। ঠিক সময়ে চিকিৎসক দেখাও। আর মনে করে সানস্ক্রিন লাগাও।” হিউ জ্যাকম্যানের এই বক্তব্যে শুরু হয় কৌতূহল। পরে বৃহস্পতিবার রাতে হিউ টুইট করেন, ত্বকে ক্যানসার ধরা পড়েছে তাঁর। |
কমলহাসন-কন্যা শ্রুতি হাসনের বাড়িতে হামলাকারীর ছবি মিলল সিসিটিভি ফুটেজে। মুম্বই পুলিশ জানিয়েছে, গত ১৯ নভেম্বর সকালে এক ব্যক্তি জোর করে ২৭ বছরের অভিনেত্রী শ্রুতির বাড়িতে ঢোকার চেষ্টা করে। খবর জানাজানির পর চাঞ্চল্য ছড়ায়। বুধবার রাতেই অভিনেত্রী টুইটারে লিখেছিলেন, “হামলাকারী কোনও ক্ষতি করেনি। এখন সব কিছু ঠিক আছে।” |
হিন্দি ছবির খ্যাতনামা নায়ক হলেও খুব বেশি বলিউডের ছবি দেখতে পছন্দ করেন না ছোট নবাব। নতুন ছবি ‘গোরি তেরে প্যায়ার মে’-র প্রচারে দিল্লিতে এসে এমনটাই জানালেন স্ত্রী করিনা কপূর। তিনি আরও বলেন, “সঈফ বই পড়তে খুব ভালবাসে। আমি বেশি বই পড়ি না। তাই রোজ ওর কাছে নতুন কিছু শিখি।” |
সিমা গ্যালারিতে শুরু হল ‘আর্ট মেলা’। পছন্দের জিনিস কিনতে
উৎসাহীদের ভিড়। শুক্রবার। ছবি: দেশকল্যাণ চৌধুরী।
|
এক অনুষ্ঠানের মহড়ায় লাতিন আমেরিকান শিল্পী সোরায়া
ফ্রাঙ্কোর সঙ্গে ‘দোহার’-এর কালিকাপ্রসাদ ও রাজীব। শুক্রবার। —নিজস্ব চিত্র। |