টাটকা খবর |
পুর-যুদ্ধ শুরু |
কড়া নিরাপত্তার মধ্যে শুক্রবার শান্তিপূর্ণ ভাবেই শুরু হয় রাজ্যের ৫টি পুরসভার ১৪৪টি ওয়ার্ডে ভোটগ্রহণ। কিন্তু বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে বিভিন্ন জায়গা থেকে বিক্ষিপ্ত গণ্ডগোলের খবর আসতে শুরু করে। এর মধ্যে হাওড়ার মেয়রকে লক্ষ্য করে বোমা ছোড়া ও তাঁকে নিগৃহীত করার অভিযোগ ওঠে। হাওড়ার অন্যান্য জায়গা থেকেও বুথ দখল ও মারধরের খবর পাওয়া যায়। পাশাপাশি, বাইক বাহিনীর তাণ্ডব ঘিরে অশান্তি ছড়ায় বিধাননগরের ১৩ নম্বর ওয়ার্ডে। বিক্ষিপ্ত গণ্ডগোলের খবর পাওয়া যায় কৃষ্ণনগর থেকেও।
রাজ্যের যে পাঁচটি পুরসভায় শুক্রবার ভোটগ্রহণ হয় সেগুলি হল
হাওড়া, বহরমপুর, মেদিনীপুর, ঝাড়গ্রাম ও কৃষ্ণনগর। এ ছাড়া কলকাতা পুরসভা-সহ ২৩টি পুরসভার ২৯টি ওয়ার্ডেও উপনির্বাচন ছিল এ দিন। |
হাওড়া |
• ১৩ নম্বর ওয়ার্ডে মেয়র মমতা জয়সবালের গাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। পাশাপাশি অভিযোগ উঠেছে পাশের একটি বুথে তাঁকে মারধরও করা হয়। জখম অবস্থায় তাঁকে হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করা হয়। পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে পৌঁছয় র্যাফ ও বিশাল পুলিশবাহিনী।
• কমিশন সূত্রে জানা গিয়েছে, হাওড়ার ২৬ নম্বর ওয়ার্ডের তিন নম্বর বুথে বৈদ্যুতিন ভোটযন্ত্র (ইভিএম) বিভ্রাটে ভোটগ্রহণ স্থগিত রাখা হয়।
• ইভিএম বিভ্রাটে ভোটগ্রহণ ব্যাহত হয় হাওড়ার আরও ৪টি বুথে। কমিশন সূত্রে জানা গিয়েছে হাওড়ার বিভিন্ন জায়গায় ইভিএম বিভ্রাটের কারণে সকাল থেকে অধিকাংশ বুথই ফাঁকা ছিল।
• উত্তর হাওড়ায় তৃণমূলের বিরুদ্ধে রিগিং-এর অভিযোগ আনে সিপিএম। হাওড়ার ৫০ নম্বর ওয়ার্ডে সিপিএমের একটি ক্যাম্প অফিস পুড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে।
• ৪৬ নম্বর ওয়ার্ডে ১৮টি বোমা-সহ ধৃত ১।
• ৪৭ নম্বর ওয়ার্ডে বোমাবাজির অভিযোগ। |
উত্তপ্ত হাওড়া... |
|
|
অসুস্থ হয়ে পড়লেন মমতা জয়সবাল। ডান দিকে,
বোমার টুকরো সংগ্রহ করছে পুলিশ। ছবি: দীপঙ্কর মজুমদার। |
|
বিধাননগর |
• এফ ডি ব্লকের কাছে রিগিংয়ের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ তৃণমূলের। ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল পুলিশ বাহিনী।
• ১৩ নম্বর ওয়ার্ডে ১৫টি বাইক বাজেয়াপ্ত করে পুলিশ, বিধিভঙ্গের অভিযোগে অন্তত ১০ জনকে গ্রেফতার করা হয়। বাজেয়াপ্ত বাইকগুলির মধ্যে একটি বাইক তৃণমূলের এক শ্রমিক নেতার বলে অভিযোগ সিপিএমের। অভিযোগ খতিয়ে দেখছে পুলিশ। ভোটার কার্ড না থাকায় কেএমডিএ-র প্রাক্তন সিইও বিবেক সহায় ভোট দিতে পারেননি।
• একটি বুথ দখলের অভিযোগ
ওঠে তৃণমূলের বিরুদ্ধে। |
রাজারহাট-গোপালপুর
|
• রাজারহাট-গোপালপুর পুরসভার ২৩ নম্বর ওয়ার্ডের উপনির্বাচনে বুথ জ্যাম করে ব্যাপক রিগিংয়ের অভিযোগ উঠেছে। এ দিন ২৩ নম্বর ওয়ার্ডের হিন্দু বিদ্যাপীঠ স্কুল, জনকল্যাণ সমিতির ক্লাব ও জ্যাংড়া আদর্শ বিদ্যালয়ের আটটি বুথে ভোট হয়েছে। তৃণমূল ও সিপিএম, উভয়েই ভোটকেন্দ্রের সামনে এজেন্টদের পোলিং বুথ ভাঙচুরের অভিযোগ করে। সিপিএম এর অভিযোগ, জ্যাংড়া হাইস্কুলের সামনের সিপিএমের পোলিং এজেন্টদের বসার জায়গা ভেঙে দেয় তৃণমূল। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। তৃণমূলের পাল্টা অভিযোগ, সিপিএম সর্মকেরা প্রথমে তাদের পোলিং এজেন্টদের বুথ ভাঙচুর করে। এ ক্ষেত্রেও অভিযোগ অস্বীকার করেছে সিপিএম।
•
বারাসতের মহকুমাশাসক মৃণালকান্তি রানো বলেন, “জ্যাংড়া হাইস্কুলের একটি বুথে ভোটা দিতে আসেন ৩৩৪ জন। কিন্তু সেখানে ভোট পড়েছে ৫৮০টি। তা ছাড়া আরও দু’টি বুথে একই অভিযোগ উঠেছে। সে সব খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনে সেখানে পুনর্নিবাচন হতে পারে।” রাজারহাট-গোপালপুর পুরসভার চেয়ারম্যান তাপস চট্টোপাধ্যায় ২৩ নম্বর ওয়ার্ডের সমস্ত ভোটকেন্দ্রে ফের ভোটের আবেদন করেছেন। যদিও রাজ্যের শ্রমমন্ত্রী তথা স্থানীয় বিধায়ক পূর্ণেন্দু বসু বলেন, “রিগিংয়ের অভিযোগ ভিত্তিহীন। সব জায়গাতে ভালই ভোট হয়েছে।” ২৩ নম্বর ওয়ার্ডে ৬৫ শতাংশের মতো ভোট পড়েছে বলে জানা গিয়েছে। |
বহরমপুর |
|
ভোট দিচ্ছেন অধীর চৌধুরী। ছবি: গৌতম প্রামাণিক। |
• বিকেল ৪টে পর্যন্ত বহরমপুরে ভোট গ্রহণকে ঘিরে কোনও অশান্তির খবর পাওয়া যায়নি। |
কৃষ্ণনগর |
|
ঘূর্ণি স্বর্ণময়ী বিদ্যালয়ে ভোটের লাইন। ছবি: সুদীপ ভট্টাচার্য। |
• নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, কৃষ্ণনগরের ২০ নম্বর ওয়ার্ডে আরএসপি ও সিপিএম প্রার্থীদের ব্যানার ছেঁড়া নিয়ে গতকাল রাত থেকেই অশান্তি শুরু হয়েছে।
• ২১ নম্বর ওয়ার্ডে
১২১ ও ১২৪ নম্বর বুথে সিপিএম প্রার্থীকে মারধরের অভিযোগ।
• ৩ নম্বর ওয়ার্ডের ১৭ নম্বর বুথে ছাপ্পা ভোটের অভিযোগ। এ ছাড়া সিপিএম ও কংগ্রেসের বেশ কিছু প্রার্থীকে মারধর করা হয়েছে বলে অভিযোগ। |
ঝাড়গ্রাম |
|
ঝাড়গ্রামে ১৬ নম্বর ওয়ার্ডে বেনাগেড়িয়ায়। ছবি: দেবরাজ ঘোষ। |
• ঝাড়গ্রামে সকাল থেকে শান্তিপূর্ণ ভাবেই ভোটগ্রহণ শুরু হয়েছে। পুলিশ জানিয়েছে, ঝাড়গ্রামের ১৭ নম্বর ওয়ার্ডে একটি বুথে ইভিএম খারাপ হয়ে যাওয়ায় ভোটগ্রহণ দেরিতে শুরু হয়। |
মেদিনীপুর |
|
মেদিনীপুর বিদ্যাসাগর বিদ্যাপীঠ (বালিকা)-এ ভোটের লাইন। ছবি: সৌমেশ্বর মণ্ডল। |
• দুপুর ৩টে পর্যন্ত ভোটগ্রহণ শান্তিপূর্ণ।
• অন্য দিকে, ১৪ নম্বর ওয়ার্ডের একটি বুথে ইভিএম বিভ্রাটে নাকাল হন ভোটাররা। |
কোচবিহার |
• কোচবিহার পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডে ভোটগ্রহণ শান্তিপূর্ণ। তবে একটি ভোটগ্রহণ কেন্দ্রে ইভিএম বিভ্রাটের খবর পাওয়া গিয়েছে। |
দিনহাটা |
• পুরসভার ৫ নম্বর ওয়ার্ডে ভোটগ্রহণ শান্তিপূর্ণ। |
|
ভোটের হার |
|
|
সকাল ৯টা পর্যন্ত |
দুপুর ১২টা পর্যন্ত |
দুপুর ৩টে পর্যন্ত |
কেন্দ্র |
গড় ভোট (শতাংশ) |
গড় ভোট (শতাংশ) |
গড় ভোট (শতাংশ) |
হাওড়া |
১৮.৪৭ |
৪৫ |
৭০ |
বহরমপুর |
২১.২৪ |
৬০ |
৭৯.৪৮ |
কৃষ্ণনগর |
২১.৫৪ |
৪৪ |
৯৭.৮৬ |
ঝাড়গ্রাম |
২১.০৮ |
৪৫.০৩ |
৮০ |
মেদিনীপুর |
২০.০৬ |
৪৫ |
৮০.১৮
|
কোচবিহার |
২০ |
৪০ |
৭৩.৫০ |
বিধাননগর |
১৭.১৩ |
৪০ |
৪৯.০৫ |
|
গ্রেফতার হতে পারেন, আশঙ্কা কুণালের
নিজস্ব সংবাদদাতা |
কান্নায় ভেঙে পড়লেন কুণাল। ছবি: শুভাশিস ভট্টাচার্য। |
তাঁর আশঙ্কা আগামী কাল, শনিবারেই সারদা-কাণ্ডে গ্রেফতার করা হতে পারে তাঁকে। রাজ্য ও জাতীয় মিডিয়াকে ডেকে এ কথা জানিয়ে শুক্রবার নিজের বাড়িতে ক্যামেরার সামনে কান্নায় ভেঙে পড়লেন তৃণমূল সাংসদ কুণাল ঘোষ।
গ্রেফতার হওয়ার আগে শনিবারেই প্রধানমন্ত্রীকে চিঠি লিখে সারদা-কাণ্ডের তদন্তের ভার সিবিআই-কে দেওয়ার আর্জি জানাবেন তিনি। সারদা-কাণ্ডে যে সব বড় বড় মাথা জড়িত বলে এত দিন তিনি অভিযোগ করে এসেছেন, গ্রেফতারের পরে তাঁদের সবার নাম লিখিত ভাবে পুলিশকে জানাবেন। আর সেই সব নাম পৌঁছে দেবেন সংবাদমাধ্যমের কাছেও। আর যদি গ্রেফতার না হন? তা হলেও সেই সব নাম শনিবার তিনি প্রকাশ করে দেবেন বলে এ দিন জানিয়েছেন। তাঁর অভিযোগ, সারদা গোষ্ঠীর কাছ থেকে যাঁরা দিনের পর দিন সুবিধা ভোগ করেছেন, তাঁরা আজ বাংলার ঘরে ঘরে ঈশ্বর হিসেবে পূজিত। |
হাড্ডাহাড্ডি লড়াই নেপালি কংগ্রেস এবং সিপিএন-ইউএমএল জোটের মধ্যে |
সিপিএন-ইউএমএল প্রার্থী মাধবকুমার নেপালের বিজয় মিছিল। ছবি: এএফপি। |
নেপালের গণপরিষদ নির্বাচন জিতে কোনও দল একক ভাবে ক্ষমতা দখল করবে, না গঠিত হবে ত্রিশঙ্কু সরকার তা নিয়ে চলছে জোর জল্পনা। সিপিএন-ইউএমএল ও নেপালি কংগ্রেসের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই এর কারণ। শুক্রবার দুপুর পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী সিপিএন-ইউএমএল জোট ৪২টি আসনে জয়ী ঘোষিত হয়েছে, এগিয়ে রয়েছে ৫৫টি আসনে। অন্য দিকে, নেপালি কংগ্রেসের দখলে এসেছে ৩৮টি আসন, এগিয়ে রয়েছে ৬৬টি আসনে। ৩০টি আসনে জয়ী হয়ে বেশ খানিকটা পিছিয়ে পড়েছে মাওবাদীরা (ইউসিপিএন)। মাত্র ১৩টি আসনে এগিয়ে রয়েছে তারা। শহরের মানুষ ভরসা রেখেছেন নেপালি কংগ্রেসের প্রতি। কাঠমান্ডু শহরের দশটি আসনের মধ্যে ৭টি তেই জয়ী হয়েছেন নেপালি কংগ্রেস প্রার্থীরা। তিনটি জিতেছেন সিপিএন-ইউএমএল। কাঠমান্ডুতে বিভিন্ন জয়ী প্রার্থীরা বিজয় মিছিলও বার করেন। |
অ্যাসেজের দ্বিতীয় দিনে বেকায়দায় ইংল্যান্ড |
গাব্বায় প্রথম টেস্টের দ্বিতীয় দিনের শেষে বেকায়দায় ইংল্যান্ড। বৃহস্পতিবারের স্কোরের সঙ্গে মাত্র ২৩ রান যোগ করে ২৯৫ রানে শেষ হয়ে যায় অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস। মাত্র ছয় রানের জন্য শতরান পেলেন না ব্র্যাড হ্যাডিন। ব্যক্তিগত ৯৪ রানে রান আউট হন তিনি। ছ’টি উইকেট নেন স্টুয়ার্ট ব্রড। জবাবে ব্যাট করতে নেমে গাব্বায় ব্যাটিং বিপর্যয়ের সামনে পড়ে ইংল্যান্ড। হ্যারিস-জনসন-লিয়ঁর সামনে ভেঙে পড়ে তারা। একমাত্র ওপেনার ক্যারবেরি(৪০) ছাড়া ইংল্যান্ডের টপ অর্ডারের সবাই ব্যর্থ। কুক(১৩), ট্টট(১০), পিটারসেন(১৮) ছাড়া দুই অঙ্কের রান পাননি আর কেউই। ৮২/২ থেকে নয় রানের মধ্যে ছ’টি উইকেট হারায় ইংল্যান্ড। |
|
আউট পিটারসেন। উল্লসিত অস্ট্রেলীয় শিবির। ছবি: রয়টার্স। |
চা বিরতির আগে ৯৪ রানের মধ্যেই আট উইকেট পড়ে যায় তাঁদের। শেষ পর্যন্ত ১৩৬ রানে অল আউট হয় তাঁরা। মিচেল জনসন চারটি, রায়ান হ্যারিস তিনটি ও লিয়ঁ দু’টি উইকেট নেন। স্টুয়ার্ট ব্রড ৩২ রান করেন। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ভাল শুরু করে অস্ট্রেলিয়া। দিনের শেষে কোনও উইকেট না হারিয়ে তাঁদের সংগ্রহ ৬৫। ওয়ার্নার ৪৫ ও রজার্স ১৫ রানে অপরাজিত রয়েছেন। দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়া এগিয়ে ২২৪ রানে। |
|