বিজ্ঞানের টুকরো খবর

মঙ্গলযানের চোখে হেলেন
প্রথম ছবি: মঙ্গলযানের তোলা ছবিতে হেলেন। ইসরোর সৌজন্যে।
পৃথিবীর কক্ষপথে চক্কর কাটতে কাটতেই প্রথম ছবি পাঠাল মঙ্গলযান। তাতে ধরা দিয়েছে ভারতের পূর্ব উপকূলের ঘূর্ণিঝড় হেলেন-ও! দিল্লির মৌসম ভবন জানাচ্ছে, বৃহস্পতিবার স্থলভূমির দিকে এগোতে এগোতে কিছুটা গতি কমিয়েছে হেলেন। তবে বেড়েছে তার শক্তি। অন্ধ্র উপকূল থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে দাঁড়িয়ে হেলেন এখন শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে বলে আবহবিদেরা জানান। কী ভাবে হেলেনের ছবি পেল মঙ্গলযান? ইসরো জানায়, বেঙ্গালুরুর কন্ট্রোল রুমে মঙ্গলযানে বসানো রঙিন ক্যামেরা পরীক্ষা করছিলেন বিজ্ঞানীরা। সেটির সুইচ চালু করা মাত্রই ভারত-সহ এশিয়া এবং আফ্রিকা মহাদেশের ছবি উঠে গিয়েছে। সেখানেই পূর্ব উপকূলের কাছে হেলেন-কে দেখা যাচ্ছে। এ দিন বেলা দেড়টা নাগাদ ছবিটি তোলা হয়। ভূপৃষ্ঠের প্রায় ৭০ হাজার কিলোমিটার উপর থেকে তোলা ছবিটি রাতেই সোশ্যাল নেটওয়ার্কিং সাইট, ফেসবুকেও ‘আপলোড’ করে ইসরো। মঙ্গলযানের ক্যামেরায় হেলেন ধরা পড়লেও মৌসম ভবন অবশ্য হেলেন-কে দেখছে ‘ইনস্যাট’ ও ‘কল্পনা’ উপগ্রহের চোখ দিয়েই। ওই দু’টি উপগ্রহের চিত্র বিশ্লেষণ করে আবহবিদেরা জানান, বুধবার গভীর রাত থেকে হেলেনের গতি কমে গিয়েছে। বৃহস্পতিবার রাত পর্যন্ত অন্ধ্র উপকূল থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে রয়েছে সে। আজ, শুক্রবার বিকেলে অন্ধ্র্রপ্রদেশের মছলিপত্তনম হয়ে হেলেন স্থলভূমিতে ঢুকবে বলে বিজ্ঞানীরা জানান। এর আগে আবহবিজ্ঞানীরা অনুমান করেছিলেন, বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকালের মধ্যে অন্ধ্র-তামিলনাড়ু উপকূলে আছড়ে পড়তে পারে হেলেন। তবে এ দিন তার গতিবিধি দেখে মৌসম ভবন জানায়, অন্ধ্র-তামিলনাড়ু উপকূলের বদলে শুধু অন্ধ্র উপকূলেই আছড়ে পড়বে এই শক্তিশালী ঘূর্ণিঝড়। উপকূলে হেলেন আছড়ে পড়ার সময় সংলগ্ন এলাকায় ঘণ্টায় ১০০-১২০ কিলোমিটার বেগে ঝড় বইবে। হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিও।

মহাকাশে পড়ুয়াদের উপগ্রহ, নাসার রেকর্ড
এই প্রথম স্কুল পড়ুয়াদের বানানো কৃত্রিম উপগ্রহ পাড়ি জমাল মহাকাশে। নাম ‘টিজে-স্যাট’। গত সাত বছর ধরে আলেকজান্দ্রিয়ার টমাস জেফারসন হাই স্কুলের ৫০ জন ছাত্রছাত্রী মিলে তৈরি করেছিল সেটি। আর পাঁচটা কৃত্রিম উপগ্রহের তুলনায় আকারে অনেক ছোট। তাই একে ন্যানোস্যাটেলাইটও বলা হয়। টিজে-স্যাটের ওজন যেমন মাত্র ২ পাউন্ড। নাসার ওয়ালপস ফ্লাইট ফেসিলিটি থেকে মঙ্গলবার রাত ৮টা বেজে ১৫ মিনিট নাগাদ ‘মিনোটর ১’ রকেটে চেপে রওনা হল সে। রকেটের যাত্রী ছিল ‘এয়ার ফোর্সেস স্পেস টেস্ট প্রোগ্রাম স্যাটেলাইট-৩’ এবং ২৮টি খুদে কৃত্রিম উপগ্রহ। টিজে-স্যাটের তাদের মধ্যেই অন্যতম। উল্লেখ্য, এই প্রথম একটি মাত্র রকেটে করে পৃথিবীর কক্ষপথে পাঠানো হল একসঙ্গে ২৯টি কৃত্রিম উপগ্রহকে।

সমস্যায় কাবু কিউরিওসিটি
বৈদ্যুতিন সমস্যায় কাবু হয়ে পড়ল নাসার মিস কৌতূহল ‘কিউরিওসিটি রোভার’। বিজ্ঞানীরা তাই ছ’পা রোভারের গবেষণামূলক কাজকর্ম সাময়িক ভাবে বন্ধ রেখেছেন। যন্ত্রের সমস্যাটা বোঝার চেষ্টাও করছেন তাঁরা। নাসার জেট প্রোপালসন ল্যাবের প্রোজেক্ট ম্যানেজার জিম এরিকসন বলেন, “আমাদের মঙ্গল-যান ভালই আছে। ওর এখনও যা অবস্থা, তাতে দিব্যি কাজ করে যেতে পারে। আমরা শুধু আগাম সতর্কতা নিয়ে কাজ বন্ধ রেখেছি।”

মহাকাশে ৫০
রকেট উৎক্ষেপণে ৫০ বছরে পা দিল ভারত। ১৯৬৩’র ২১ নভেম্বর থুম্বা থেকে প্রথম একটি মার্কিন রকেট উৎক্ষেপণ করে ভারত। শুরু হয় ইসরো-র মহাকাশ অভিযান। উৎক্ষেপণ কেন্দ্রটি প্রাথমিক ভাবে ‘থুম্বা ইকোয়টোরিয়াল লঞ্চ স্টেশন’ নামে পরিচিতি পেলেও পরে তার নাম রাখা হয় ‘বিক্রম সারাভাই স্পেস সেন্টার।’




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.