সচিনকে ভারতরত্ন: স্বাগত সব মহলের |
ফেসবুকে ভারতরত্ন পাওয়ার জন্য সচিনকে অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার তিনি একটি পোস্টে লিখেছেন, ‘ভারতরত্ন হিসাবে সচিন ভীষণই যোগ্য’। গত কয়েক বছর ধরে সচিনকে ভারতরত্ন দেওয়ার জন্য তিনি সোচ্চার ছিলেন, এ কথা জানিয়ে মমতা লিখেছেন, “অভিনন্দন সচিন, এগিয়ে চলো। আমি তোমার দীর্ঘ জীবন ও উজ্জ্বল ভবিষ্যত্ কামনা করি। তোমার জন্য আমরা গর্বিত।” পাশাপাশি তিনি জানিয়েছেন, “সচিন তেন্ডুলকর ভারতীয় এবং বিশ্ব ক্রিকেটের এক আইকন। কিংবদন্তীরা এক ক্ষেত্র থেকে অন্য ক্ষেত্রে স্থানান্তরিত হওয়ার মাঝে পিছনে রেখে যান তাঁদের অসাধারণত্বের অবিস্মরণীয় চিহ্ন।” মমতা লিখেছেন, “সচিনের খেলোয়াড় সুলভ গুণ, প্রতিভা, নিখুঁত পারফেকশন এবং খেলার প্রতি নিষ্টা ও ভালবাসা শুধু ক্রীড়া জগতেই নয়, অন্যান্য ক্ষেত্রেও এ বার প্রতিভাত হবে।” |
|
|
• সচিনকে যোগ্য সম্মান। চুনি গোস্বামী |
• খেলাধুলোয় তরুণ প্রজন্মকে উত্সাহিত করবে।
শর্মিষ্ঠা মুখোপাধ্যায় (রাষ্ট্রপতি কন্যা) |
• সচিনকে অনেক শুভেচ্ছা।
লতা মঙ্গেশকর |
• ক্রীড়াবিদ হিসাবে আমি গর্বিত।
জয়দীপ কর্মকার (শ্যুটার) |
• সচিনকে অভিনন্দন জানাই। মিলখা সিংহ |
• ভারতের উজ্জ্বল নক্ষত্রকে সম্মান।
দিব্যেন্দু বড়ুয়া |
• ক্রীড়াবিদদের জন্য সুখবর।
সুব্রত ভট্টাচার্য |
• যোগ্য ব্যাক্তিই পাচ্ছেন ভারতরত্ন।
অনিল কপূর |
• সচিন ভারতরত্ন। শ্রদ্ধা... অভিবাদন... সাদর অভ্যর্থনা... ভালবাসা কর্ণ জোহর |
• ভারতের কোহিনূরকেই ভারতরত্ন দেওয়া হচ্ছে। কিরণ বেদী |
• খুশির খবর। আমি স্বাগত জানাচ্ছি।
নীতীশ কুমার |
• জয় হো।
অনুপম খের |
• সর্ব কালের সেরা হয়েও তুমি এতই নম্র ও বিনয়ী, সচিন তোমায় অভিনন্দন।
প্রসেনজিত্ চট্টোপাধ্যায় |
• সচিন ভারতরত্নের যোগ্য। প্রধানমন্ত্রী ও ভারত সরকারকে ধন্যবাদ। রাজীব শুক্ল |
• তুমি আমাদের যা দিয়েছ কোনও শব্দই যথেষ্ট নয়।
মনোজ তিওয়ারি |