লবণহ্রদে মায়ের আগমন
ভোর কিংবা রাতে হিমেল হাওয়ায় হেমন্তে মজে আছে আপামর বাঙালি। সল্টলেক-সহ পূর্ব কলকাতার পরিবেশই বদলে যায় এই মরসুমে। তার সঙ্গে বাড়তি সংযোজন জগদ্ধাত্রী পুজো। হাতে গোনা কয়েকটি পুজো হলেও কয়েক দিনের জন্য পূর্ব কলকাতার বাসিন্দাদের কাছে তা বিশেষ আকর্ষণের। পুজোকে ঘিরে মেলা, আলোকসজ্জার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের ছড়াছড়ি।
মহিষবাথান তরুণ সঙ্ঘ
পিছিয়ে পড়া এই এলাকায় সন্ধে হতেই ট্রেনের হুইসলে চমকে উঠছেন সকলে। বিশাল এক ট্রেন আওয়াজ করতে করতে চলেছে। জগদ্ধাত্রী পুজোকে কেন্দ্র করে আলোকসজ্জায় এ ভাবেই চমক তৈরি করেছেন সল্টলেকের মহিষবাথান তরুণ সঙ্ঘের সদস্যরা। তাঁদের পুজো এ বার উনিশে পা দিল। ডাকের সাজে মাতৃপ্রতিমা, মন্দিরের আদলে ৫০ ফুটের মণ্ডপও নজর কাড়ছে মানুষের। এলাকা জুড়ে চন্দননগরের আলোকসজ্জা। পাশাপাশি বস্ত্রবিতরণ, মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পরীক্ষায় কৃতীদের সম্মান প্রদান, যাত্রা-বিচিত্রানুষ্ঠানের মতো সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছেন উদ্যোক্তার।

সল্টলেকের পাশেই রাজারহাট চণ্ডীবেড়িয়া আদর্শ তরুণ সঙ্ঘের পুজো এ বার ২৪-এ পা দিল। পিছিয়ে পড়া এই এলাকা কিন্তু ভাবনায় নজর কেড়েছেন। মূল মণ্ডপটি একটি সাংস্কৃতিক মঞ্চের আদলে তৈরি। প্রয়াত সঙ্গীতশিল্পী মান্না দে ও চিত্রপরিচালক ঋতুপর্ণ ঘোষের স্মরণে মূল মণ্ডপে তাঁদের কর্মকাণ্ডও তুলে ধরা হয়েছে। পাশাপাশি অবসর নিতে চলা ক্রিকেটার সচিন রমেশ তেন্ডুলকরের সম্মানার্থে একটি বিশেষ প্যাভিলিয়ন তৈরি করা হয়েছে। প্রতিমা সাবেকি। রকমারি আলোকসজ্জার সঙ্গে স্বল্প আয়োজনে একটি মেলাও চলছে।
মূল সল্টলেকে জগদ্ধাত্রী পুজো বলতেই লোকমুখে ফেরে কেবি ও কেসি ব্লকের পুজোর কথা। এ বার কেবি ব্লক আবাসিকবৃন্দের পুজো ২৬ বছরে পা দিল। সাবেকি প্রতিমা ও মণ্ডপ। রকমারি আলোকসজ্জায় সাজানো হয়েছে গোটা এলাকা। তবে মূল আকর্ষণ কেবি মাঠের মেলা। পরিকল্পিত উপনগরীতে শীত জাঁকিয়ে বসার আগে এমন মেলা ঘিরে মানুষের উপস্থিতি নজরকাড়ার মতো।

অন্য দিকে কেসি ব্লক আবাসিকবৃন্দ কুড়িতম বর্ষে মাদুরাইয়ের একটি মন্দিরের আদলে মণ্ডপ তৈরি করেছে। কৃষ্ণনগরের সাবেকি প্রতিমা। বনগাঁর শিল্পীদের আলোকসজ্জায় ঢেকেছে এলাকা। এখানেও সাত দিন ব্যাপী মেলাকে ঘিরে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি পার্শ্বস্থ এলাকার মানুষও জড়ো হন। এ ছাড়া রয়েছে পঙক্তিভোজন।

সল্টলেকের অপর প্রান্তে এএ ব্লক পুজোর কমিটির পুজো তিন বছরে পা দিল। মন্দিরের আদলে মণ্ডপ ও সাবেকি প্রতিমা। তবে প্রতিমার অলঙ্করণ মানুষের নজর কাড়বে বলেই দাবি উদ্যোক্তাদের। পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান, ভোগ বিতরণ করা হবে বলে জানান উদ্যোক্তারা।
কেবি ব্লক আবাসিকবৃন্দের পুজো এএ ব্লকের পুজো
ছবি: শৌভিক দে।
 



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.