টাটকা খবর |
রাষ্ট্রপতির কাছে পাঁচ দফা দাবি পেশ মোর্চা-প্রধানের
শঙ্খদীপ দাস • দার্জিলিং |
রাজ্য সরকারের অধীনতা এড়াতে এ বার দার্জিলিং সফরে আসা রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের কাছে একেবারে আনকোরা একটি দাবি তুললেন গোর্খা জনমুক্তি নেতা বিমল গুরুঙ্গ। রাষ্ট্রপতিকে দেওয়া স্মারকলিপিতে জিটিএ (গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন)-কে কেন্দ্রীয় উত্তর-পূর্ব বিষয়ক মন্ত্রকের আওতায় নিয়ে আসার আর্জি জানিয়েছেন গুরুঙ্গ। রাজভবন সূত্রে খবর, পাহাড়ে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচেষ্টায় সহযোগিতা করার জন্য মোর্চা নেতাকে পরামর্শ দিয়েছেন রাষ্ট্রপতি। জিটিএ-র চিফ এগজিকিউটিভের দায়িত্বও ফিরিয়ে নেওয়ার জন্য রাষ্ট্রপতি গুরুঙ্গকে অনুরোধ করেছেন। এ মাসের তৃতীয় সপ্তাহেই দার্জিলিং নিয়ে ত্রিপাক্ষিক বৈঠক বসতে পারে। তার আগে, রাষ্ট্রপতির প্রথম দার্জিলিং সফরের শুরুতেই আজ তাঁর সঙ্গে একান্ত বৈঠক করলেন মোর্চা-প্রধান গুরুঙ্গ। গ্রেফতার মোর্চা নেতাদের দ্রুত মুক্তির দাবি-সহ পাঁচ দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি প্রণববাবুর কাছে পেশ করে এ ব্যাপারে কেন্দ্রের হস্তক্ষেপের আর্জিও জানিয়েছেন মোর্চা-প্রধান। তবে পৃথক গোর্খাল্যান্ডের দাবি এই স্মারকলিপিতে অনুচ্চারিতই ছিল। আজ দিল্লি থেকে রাজ্যপাল এম কে নারায়ণনকে সঙ্গে নিয়ে আজ দার্জিলিং এসে পৌঁছন রাষ্ট্রপতি। পাহাড়ের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিমানেই দু’জনের দীর্ঘ আলোচনা হয়। আগেই সেখানে অপেক্ষায় ছিলেন গুরুঙ্গ। রাষ্ট্রপতি সচিবালয় সূত্রে খবর, রাজভবনে মধ্যাহ্নভোজের আগে গুরুঙ্গের সঙ্গে একান্তে প্রায় ১৫ মিনিট কথা হয় রাষ্ট্রপতির। |
|
সেন্ট জোশেফ স্কুলের ১২৫ বছর পূর্তি অনুষ্ঠানে রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। ছবি: রবিন রাই। |
কিন্তু কী আলোচনা হল উভয়ের?
রাজভবন সূত্রে বলা হয়েছে, পাঁচটি বিষয়ে কেন্দ্রের হস্তক্ষেপ দাবি করেছেন গুরুঙ্গ।
এক, গ্রেফতার হওয়া মোর্চা নেতাদের অবিলম্বে মুক্তি। তাঁর অভিযোগ, এ ব্যাপারে রাজ্য সরকার আশ্বাস দিলেও ঢিলেমি করছে।
দুই, কেন্দ্রীয় উত্তর-পূর্ব বিষয়ক মন্ত্রকের আওতায় জিটিএ-কে সামিল করা।
তিন, পাহাড়ে একটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় গড়া।
চার, বনাঞ্চলের জমিকে জিটিএ-এর আওতায় আনা এবং
পাঁচ, তফসিলি জাতিভুক্ত গোর্খাদের বাদ দিয়ে বাকি সকলকে তফসিলি উপজাতিভুক্ত করা।
রাষ্ট্রপতির সচিবালয় সূত্রে অবশ্য বলা হচ্ছে, এই সব দাবি-দাওয়া নিয়ে গুরুঙ্গকে কোনও আশ্বাসই দেননি প্রণববাবু। শুধু বলেছেন, তিনি কেন্দ্রের সঙ্গে এ ব্যাপারে আলোচনা করবেন।
দার্জিলিংয়ে আজ মাত্র আড়াই ঘন্টা ছিলেন রাষ্ট্রপতি। বিমল গুরুঙ্গয়ের সঙ্গে বৈঠকের পর সেন্ট জোশেফ স্কুলের ১২৫ বছর পূর্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি। তবে সেখানে তাঁর বক্তৃতায় পরোক্ষে রাজ্যের অখণ্ডতা নিয়েই জোরালো সওয়াল করেন তিনি। পাহাড়ের যুব সম্প্রদায়কে বার্তা দিয়ে তিনি বলেন, “আমাদের দেশের যুব সম্প্রদায় মেধার নিরিখে কারও থেকে পিছিয়ে নেই। যা চাই তা হল, আঞ্চলিকতাবাদ বা প্রাদেশিকতাবাদের প্রভাব মুক্ত উদার মনোভাব।” তাঁর কথায়, “আমাদের কথা ও কাজ আমাদের পরিবেশকে কীভাবে প্রভাবিত করছে সে ব্যাপারে আরও সচেতন হতে হবে।”
|
(সহ-প্রতিবেদন: রেজা প্রধান)
|
কলকাতায় ১৯তম চলচ্চিত্র উত্সবের উদ্বোধন
|
|
চলচ্চিত্র উত্সবের উদ্বোধনে অমিতাভ বচ্চন। ছবি: সুদীপ আচার্য। |
শুরু হল ১৯তম চলচ্চিত্র উত্সব! নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আজ সন্ধেয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে উত্সবের সূচনা করেন অমিতাভ বচ্চন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টলিউড-বলিউড-সহ ও বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা চলচ্চিত্র শিল্পের সঙ্গে জড়িত বহু বিশিষ্টরা। বিশেষ অতিথি কমল হাসন-সহ বক্তৃতায় আসর জমালেন শাহরুখ-জয়া বচ্চনরাও। তবে উত্সবের আসল মেজাজ বাঁধলেন অমিতাভ বচ্চনই। তিনি যে চলচ্চিত্র ইতিহাসের মনোযোগী পড়ুয়া, তাঁর বক্তৃতার মাধ্যমে তা প্রমাণ করলেন ফের এক বার।
|
|
সিপিএমের ইন্ধনে ট্রাক আটক ওড়িশায়, অভিযোগ শুভেন্দুর
সুব্রত গুহ • জলেশ্বর (ওড়িশা) |
ওড়িশা সীমানায় পশ্চিমবঙ্গমুখী ট্রাক আটকে বিক্ষোভ নিয়ে এ বার শুরু হল রাজনৈতিক চাপানউতোর।
সিপিএমের উস্কানিতেই এই ঘটনা ঘটেছে বলে রবিবার অভিযোগ করেছেন তৃণমূল সাংসদ শুভেন্দু অধিকারী। শুভেন্দুবাবুর দাবি, “শনিবারের ওই ঘটনার পিছনে সিপিএমের ষড়যন্ত্র রয়েছে। ওড়িশার মানুষ কোনও বিক্ষোভ করেননি। এ রাজ্যে হালে পানি না পাওয়া সিপিএম কোনও রাজনৈতিক ইস্যু না পেয়ে ওড়িশা সিপিএমকে কাজে লাগিয়ে কৌশলে বিক্ষোভ তৈরি করেছে। এ জন্য সিপিএমকে রাজ্যবাসীর কাছে জবাবদিহি করতে হবে।”
শুভেন্দুবাবুর অভিযোগ অবশ্য উড়িয়ে দিয়েছেন বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র। তাঁর রসিকতা, “ওড়িশায় সিপিএম এত শক্তিশালী, তা-ই জানতাম না! শুনলাম ওঁর কাছ থেকে!” সেই সঙ্গে সূর্যবাবুর মন্তব্য, “এক রাজ্যের পণ্য অন্য রাজ্যে যাওয়া আটকে দেওয়া সমাধানের কোনও পথ নয়। এ রাজ্যের সরকার একটা নির্দেশ দিয়েছিল। দুর্ভাগ্যজনক ভাবে, বাংলা-ওড়িশা সীমান্তে গাড়ি আটকে তার বদলা হয়েছে। এটা কোনও পথ নয়। কোনও পক্ষের দিক থেকেই নয়।” ‘আলু দাও, পেঁয়াজ নাও’ এই স্লোগান তুলে শনিবার ওড়িশা সীমানার জলেশ্বরে পশ্চিমবঙ্গমুখী শতাধিক ট্রাক আটকে দিয়েছিলেন সেখানকার ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা। সকাল ৯টা থেকে ১১টা পাক্কা দু’ঘণ্টা ৬০ নম্বর জাতীয় সড়কে লক্ষ্মণনাথ চেকপোস্ট গেটের কাছে এই ‘চাক্কা জ্যাম’ চলে। আটকে পড়ে মাছ, ডিম, পেঁয়াজ বোঝাই প্রায় দেড়শো ট্রাক। শুধু লক্ষ্মণনাথ চেকপোস্ট গেট নয়, রাজঘাট ও সরো এলাকাতেও পশ্চিমবঙ্গমুখী ট্রাক আটকে দেওয়া হয়। পরে পুলিশ এসে বুঝিয়ে অবরোধ তুলে দিলেও বিক্ষোভকারীরা সাফ জানিয়ে দেন, তাঁরা ১২ নভেম্বর পর্যন্ত দেখবেন। এর পরেও পশ্চিমবঙ্গ থেকে ওড়িশায় আলু না ঢুকলে ওড়িশা সীমানা দিয়ে এ রাজ্যে কোনও ধরনের পণ্যবাহী গাড়িই তাঁরা ঢুকতে দেবেন না। প্রসঙ্গত, পশ্চিমবঙ্গে আলুর দামের বাড়বাড়ন্ত নিয়ে আমজনতা যাতে সঙ্কটে না পড়েন সে জন্য কেজি প্রতি ১৩ টাকায় আলুর দাম বেঁধে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে তাঁর নির্দেশ, ভিন্ রাজ্যে আলু পাঠানো যাবে না। এই সিদ্ধান্তের জেরেই সপ্তাহখানেক হল ওড়িশার বাজারে আলু অগ্নিমূল্য হয়ে ওঠে বলে সেখানকার ব্যবসায়ীদের অভিযোগ। ১০ টাকা কেজি আলুর দাম চড়তে চড়তে ৪০ টাকায় গিয়ে পৌঁছয়। সাধারণ মানের জ্যোতি আলুর দামও দাঁড়ায় কেজি প্রতি ৩০ টাকা। গত শুক্রবার সঙ্কট চূড়ান্ত আকার নেয়। ওড়িশার প্রায় সব বাজার আলু-শূন্য হয়ে পড়ে। বেশি টাকা দিয়েও আলু পাওয়া দুষ্কর হয়ে ওঠে। ওড়িশায় আলুর উৎপাদন এমনিতেই কম। স্থানীয় সূত্রের খবর, পশ্চিবঙ্গের এই পড়শি রাজ্যে বছরে ১০ লক্ষ টন আলুর চাহিদা রয়েছে। তার মধ্যে মাত্র ২ লক্ষ টন ওড়িশায় উৎপন্ন হয়। সাম্প্রতিক ঘূর্ণিঝড় ‘পিলিন’-এর দাপটে সেই চাষও ক্ষতিগ্রস্ত হয়েছে। মাছ-ডিম-পেঁয়াজ বোঝাই ট্রাক শনিবারই ওড়িশা সীমানা পেরিয়ে পশ্চিমবঙ্গে ঢুকেছে। এখন আলুর ট্রাক কবে এ রাজ্য থেকে ওড়িশা পৌঁছয়, সেটাই দেখার।
|
হাসপাতাল থেকে ছাড়া পেলেন কামদুনি প্রতিবাদী মঞ্চের সম্পাদক
নিজস্ব সংবাদদাতা
|
বাগুইআটি দেশবন্ধুনগর হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর শারীরিক পরীক্ষা করে ছেড়ে দেওয়া হল কামদুনি প্রতিবাদী মঞ্চের সম্পাদক ভাস্কর মণ্ডলকে। অভিযোগ, শনিবার রাতে তাঁকে মারধর করেছেন স্থানীয় শান্তিরক্ষা কমিটির সম্পাদক-সহ তৃণমূল নেতারা। রবিবার দুপুরে তাঁকে কামদুনি থেকে বাগুইআটির হাসপাতালে আনা হয়। হাসপাতালের সুপার উৎপল গোস্বামী বলেন, ভাস্করবাবুর মাথায়, পাঁজরে, হাতে ও মুখে চোট রয়েছে। এক্স-রে ও সিটি স্ক্যান করা হয়েছে। |
|
বাগুইআটির হাসপাতালে ভাস্কর মণ্ডলের ছবি তুলেছেন শুভাশিস ভট্টাচার্য। |
হাসপাতালে শুয়ে ভাস্কর জানান, শনিবার রাত সাড়ে ন’টা নাগাদ কামদুনি শান্তিরক্ষা কমিটির সনাতন ঘোষ, গৌতম নস্কর ও অবিনাশ মণ্ডল তাঁর সঙ্গে কথা বলতে আসেন। তাঁর অভিযোগ, সেই সময় তাঁকে বেধড়ক মারতে থাকেন তাঁরা। ঘটনাস্থলে ভাস্কর অজ্ঞান হয়ে গেলে তাঁকে উদ্ধার করে স্থানীয় শাহিবেরিয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। শনিবার রাতের ঘটনাকে কেন্দ্র করে রবিবার সকাল থেকেই উত্তপ্ত ছিল কামদুনি। গ্রামের অধিকাংশ মহিলার অভিযোগ, যেখানে মারধরের ঘটনা ঘটেছে সেখান থেকে ঢিল ছোড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি। কিন্তু পুলিশ জানতে পেরেও এগিয়ে আসেনি। এই ঘটনায় অভিযুক্ত কামদুনির বাসিন্দা সনাতন, গৌতম ও অবিনাশের বিরুদ্ধে ভাস্কর এবং তাঁর বাড়ির লোকেরা শাসন থানায় খুনের চেষ্টার অভিযোগ দায়ের করেছেন। অন্য দিকে, ঘটনায় অভিযুক্ত গৌতম নস্করের দিদি গঙ্গা নস্কর, ভাস্কর ও কয়েক জনের বিরুদ্ধে ওই দিন রাতে মারধর ও শ্লীলতাহানির পাল্টা অভিযোগ করেছেন।
|
কলকাতায় বড়বাজারে গুদামে আগুন
নিজস্ব সংবাদদাতা
|
বড়বাজারে রবিবার সকালে একটি গুদামে আগুন লাগে। দমকল জানিয়েছে, এই এলাকার জ্যাকসন লেনে একটি বহুতলের দোতলায় কাগজ ও প্লাস্টিকের গুদাম রয়েছে। এ দিন গুদামটি বন্ধই ছিল। আচমকা ভিতর থেকে ধোঁয়া বেরতে দেখে স্থানীয়েরা দমকলে খবর দেন। দমকলের পাঁচটি ইঞ্জিন ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিক ভাবে দমকলের অনুমান, শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছিল। ক্ষয়ক্ষতির হিসাব মেলেনি।
|
ভবানীপুরে আইনজীবীর বাড়িতে ডাকাতি
নিজস্ব সংবাদদাতা |
আইনজীবীর বাড়িতে লক্ষাধিক টাকার সোনার গয়না চুরির অভিযোগ উঠল। শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে ভবানীপুর থানা এলাকার হরিশ মুখার্জি রোডে। এই ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। পুলিশ সূত্রের খবর, পেশায় আইনজীবী প্রদীপ কুমার সাউ স্ত্রীর সঙ্গে এই এলাকার একটি ফ্ল্যাটে থাকেন। শনিবার সকালে কাজের জন্য তিনি বাড়ি থেকে বেরিয়ে যান। এর কিছুক্ষণ পর বেলা ১২ টা নাগাদ তাঁর স্ত্রীও বেরিয়ে গিয়েছিলেন। পুলিশের কাছে প্রদীপবাবু জানিয়েছেন, স্ত্রী দুপুরে বাড়ি ফিরে দেখেন যে দরজার তালা ভাঙা। ঘর লণ্ডভণ্ড হয়ে পড়ে রয়েছে। ঘর থেকে বেশ কিছু নগদ টাকা ও লক্ষাধিক টাকার সোনার গয়না চুরি গিয়েছে বলে প্রদীপবাবু থানায় অভিযোগ দায়ের করেছেন।
|
যাত্রী সুরক্ষায় নয়া প্রযুক্তি রেলে
সংবাদ সংস্থা |
এ বার আর ওয়াকিটকি নয়! যাত্রীর নিরাপত্তার স্বার্থে চালক ও গ্রাউন্ড স্টাফদের মধ্যে যোগাযোগের জন্য দূরপাল্লার ট্রেনগুলিতে আরও উন্নত প্রযুক্তির ব্যবহারে নামছে রেল। এই প্রযুক্তির নাম মোবাইল ট্রেন রেডিও কমিউনিকেশন সিস্টেম (এমটিআরসি)। রেলের এক উচ্চপদস্থ আধিকারিকের কথায়, দূরপাল্লার ও দ্রুতগামী ট্রেনগুলিতে কন্টোল রুমের সঙ্গে চালকদের ওয়াকিটকির মাধ্যমে অনেক সমযে়ই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ট্রেন বাঁক নেওয়ার পথে ওয়াকিটকিতে চালকদের কথা অস্পষ্ট শোনায়। এই নতুন প্রযুক্তি ট্রেনের গতিবিধির উপর নজর রাখতে অনেকটাই সাহায্য করবে। আবার কোনও চালক সিগন্যাল ভেঙে বেরোলে এই প্রযুক্তি দ্রুত সতর্কবার্তা পাঠাবে কন্ট্রোল রুমকে। তিনি জানান, এই প্রযুক্তি অনেক বেশি নির্ভরযোগ্য। |
|
ইতিমধ্যে দিল্লি-লুধিয়ানা, হাওড়া-মোগলসরাই এবং কলকাতা মেট্রো বিভাগ মিলিয়ে মোট ২২৬৪ কিলোমিটার পথে এই প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। ২০১৪-র মার্চের মধ্যে নয়াদিল্লি-হাওড়া ও নয়াদিল্লি-জম্মু রুটে এই প্রযুক্তি ব্যবহার হবে। অন্য দিকে, ‘ডেডিকেটেড ফ্রেট করিডর’ (ডিএফসি)-এর ১৪৬৫ কিলোমিটার পথে এমটিআরসি-র প্রয়োগ করা হবে। এর মধ্যে রয়েছে পশ্চিম রেলের জেএন পোর্ট ট্রাস্ট-দাদরা ও পূর্ব রেলের লুধিয়ানা-মোগলসরাই। কারণ পণ্যবাহী ট্রেনগুলিকেও দ্রুতগতিতে চালানোর চেষ্টা করা হচ্ছে। এই প্রযুক্তি ব্যবহারে প্রতি কিলোমিটারে আট লক্ষ টাকা খরচ হবে বলে জানিয়েছে রেল।
|
উদ্ধার ৫৮ কেজি সোনার বিস্কুট
নিজস্ব সংবাদদাতা |
৫৮ কিলো ৯০ গ্রাম সোনা উদ্ধার করল কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দফতর (বহরমপুর শাখা)। শনিবার সকালে বহরমপুরের ফতেপুরের কাছে ৩৪ নম্বর জাতীয় সড়কের এই ঘটনায় দীপক সরকার ও জগদীশ শর্মা নামে দু’জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের রবিবার সিজেএম আদালতে হাজির করানো হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দফতরের আইনজীবী কাঞ্চনলাল মুখোপাধ্যায় বলেন, “প্রাথমিক তদন্তে জানা গিয়েছে উত্তরবঙ্গ থেকে ওই সোনা কলকাতায় পাচারের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। বর্তমান ওই সোনার বাজার দর প্রায় ১৮ কোটি টাকা।” জানা গিয়েছে, গাড়ির সিটের নীচে স্টিলের পাত কেটে বাক্স তৈরি করে ৫০৪টি সোনার বিস্কুট রায়গঞ্জের গঙ্গারামপুর থেকে কলকাতা নিয়ে যাওয়া হচ্ছিল পাচারের জন্য। আগাম খবর পেয়ে কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দফতরের কলকাতা ও বহরমপুর শাখা দুটি পৃথক দল তৈরি করে তদন্তে নামে। শনিবার সকালে ভাগীরথীর পশ্চিমপাড় লাগোয়া খাগড়াঘাট রেলগেটের কাছে ৩৪ নম্বর জাতীয় সড়কে সোনা-সহ দুই পাচারকারীকে গ্রেফতার করা হয়। রাজস্ব দফতর সূত্রে জানা গিয়েছে, সোনার ওই বিস্কুটের গায়ে সুইজারল্যান্ডে তৈরির উল্লেখ রয়েছে।
|
হাইয়ান-তাণ্ডব: ফিলিপিন্সে মৃতের সংখ্যা ছাড়াতে পারে দশ হাজার
সংবাদ সংস্থা
|
সুপার টাইফুন হাইয়ান-এর তাণ্ডবে মৃতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। লেইতে মৃতের সংখ্যা ১০ হাজারেরও বেশি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছে স্থানীয় প্রশাসন। লেইতের মুখ্য পুলিশ আধিকারিক জানিয়েছেন, মৃতের সংখ্যা নির্ধারণে শনিবার রাতে গভর্নরের সঙ্গে বৈঠকে বসে প্রশাসন। উদ্ধারকাজ যাতে দ্রুত হয় তার চেষ্টাও চালানো হচ্ছে। সবরকম সহযোগিতার আশ্বাস দিয়েছে আমেরিকা। ক্ষতিগ্রস্ত এলাকাগুলির পরিস্থিতি খতিয়ে দেখতে ম্যানিলার মার্কিন দূতাবাসের সঙ্গেও যোগাযাগ রাখা হচ্ছে বলে মার্কিন প্রশাসন সূত্রে খবর।
এ দিকে, ফিলিপিন্সে তাণ্ডবের পর শনিবার সন্ধেয় চিনে প্রবেশ করেছে হাইয়ান। ফিলিপিন্সের মতো পরিস্থিতি এড়াতে উপকূলীয় অঞ্চলে ‘অরেঞ্জ অ্যালার্ট’ জারি করেছে প্রশাসন। হাইনান, গুয়াংডোং ও গুয়াংঝি ঝুয়াং প্রদেশকে হাইয়ান-এর গতিবিধির উপর কড়া নজর রাখতে নির্দেশ দিয়েছে স্টেট ফুড কন্ট্রোল অ্যান্ড ড্রট রিলিফ হেডকোয়ার্টার।
|
|