আরও এক বার! এক মঞ্চে অমিতাভ বচ্চন-শাহরুখ খান তো থাকছেনই, সঙ্গে এ বার কমল হাসনও। হোতা সেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং উপলক্ষ সেই কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব।
আজ, রবিবার ১৯তম চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান। অমিতাভ-শাহরুখের পাশাপাশি দক্ষিণের দাপুটে অভিনেতা কমল হাসন এ বছরের উৎসবে বিশেষ চমক। অভিমাভের সঙ্গে আসছেন জয়া বচ্চনও। এ বারও মানুষের উন্মাদনা অটুট। টিকিটের চাহিদাও যথেষ্ট।
২০১১-এ ক্ষমতায় আসার পরেই চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানকে নন্দনের ঘেরাটোপ থেকে বাইরে নিয়ে আসেন মমতা। আমজনতার কাছে অনুষ্ঠানটি উপভোগ্য করে তুলতে হয়েছিল বিশেষ পরিকল্পনা। এ বারও সেই ধারা মেনে উৎসবের উদ্বোধন হবে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। ২০১১-এ উদ্বোধনী অনুষ্ঠানে আনা হয়েছিল শর্মিলা ঠাকুর এবং শাহরুখ খানকে। যার পরেই বাংলার ব্র্যান্ড অ্যম্বাসাডর হন কিং খান। ২০১২-এ শাহরুখের পাশাপাশি উপস্থিত ছিলেন অমিতাভ। |
এ দিনের অনুষ্ঠানে থালি গার্ল হচ্ছেন শুভশ্রী। মুখ্যমন্ত্রীর পরিকল্পনা মেনে গোটা অনুষ্ঠানে টলিউডের নবীন-প্রবীণ অভিনেতাদের যুক্ত করা হয়েছে। অতিথিদের উত্তরীয় পরিয়ে, ফুল দিয়ে অভ্যর্থনা জানানোর তালিকায় যেমন আছেন দেব- কোয়েল-শ্রাবন্তী-সোহমরা, তেমনই আছেন ইন্দ্রাণী হালদারের মতো পুরনো মুখ। জয়া বচ্চনের পাশাপাশি সম্মানীয় অতিথি হিসেবে অনুষ্ঠানে থাকার কথা মিঠুন চক্রবর্তীরও।
প্রয়াত পরিচালক ঋতুপর্ণ ঘোষের স্মৃতিতে উদ্বোধনী অনুষ্ঠানে বিকেল পাঁচটা থেকে ১৫ মিনিটের একটি ছোট উপস্থাপনা থাকছে। যার নাম ‘ডাউন মেমরি লেন।’ আনুষ্ঠানিক উদ্বোধন পর্বের শেষে সন্ধ্যা সওয়া ছ’টা থেকে দেখানো হবে ঋতুপর্ণর ছবি ‘তাকঝাঁক।’
অন্যান্য বারের মতো এ বছরও নন্দন, পূর্বাঞ্চলীয় সাংস্কৃতিক কেন্দ্র-সহ শহরের বিভিন্ন হলে দেখানো হবে উৎসবের ছবিগুলি। চলচ্চিত্র পরিচালক আদুর গোপালকৃষ্ণনের বেশ কয়েকটি ছবি থাকছে এ বার। উৎসব চলবে ১৭ নভেম্বর পর্যন্ত। মুখ্যমন্ত্রীর পরিকল্পনা মতোই ওই দিন সমাপ্তি অনুষ্ঠান হবে সায়েন্স সিটিতে। বাৎসরিক এই উৎসবের সঙ্গে সাধারণ মানুষের যোগাযোগ বাড়াতেই এই আয়োজন। |