এনআরএস-এ শিশুমৃত্যুর অভিযোগ, তদন্ত কমিটি রাজ্যের |
রাজ্যে ফের গাফিলতিতে শিশুমৃত্যুর অভিযোগ। শুক্রবার সকালে এনআরএস হাসপাতালে ভর্তি হন ট্যাংরার বাসিন্দা ২৭ বছরের শতাব্দী ঘোষ। রাত দু’টো নাগাদ প্রসব বেদনা ওঠায় তাঁকে লেবার রুমে যেতে বলা হয়। অভিযোগ, এই সময়ে শতাব্দীদেবী ট্রলির জন্য কর্তব্যরত আয়াদের কাছে অনুরোধ জানালেও তা দেওয়া হয়নি। লেবার রুম পর্যন্ত তাঁকে হেঁটে যেতে বাধ্য করা হয় বলে দাবি তাঁর পরিবারের। অভিযোগ সেই সময়েই লেবার রুমের দরজার সামনেই প্রসব করেন তিনি। সেখানে পড়ে গিয়ে মারা যায় শিশুটি। রোগীর পরিবারের পক্ষ থেকে সুপার শাশ্বতী মজুমদারের কাছে অভিযোগ জানানো হয়। অভিযোগ দায়ের করা হয়় এন্টালি থানায়। ঘটনায় তদন্তের নির্দেশ দিয়ে একটি পাঁচ সদস্যের কমিটি গঠন করেন সুপার।
এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই রাজ্যের শিশুমৃত্যু বিযয়ক কমিটির চেয়ারম্যান ত্রিদিব বন্দ্যোপাধ্যায় ও বিধায়ক শশী পাঁজাকে এনআরএস-এ পাঠান মুখ্যমন্ত্রী। এর পরই স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা সুশান্ত বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্য দফতরের বিশেষ সচিব পার্থজিত্ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেন। ৪৮ ঘণ্টার মধ্যে রিপোর্ট দিতে নির্দেশ দেওয়া হয়েছে কমিটিকে। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে বলেও জানিয়েছেন কমিটির সদস্যেরা।
|
সিবিআই নিয়ে রায়ে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের |
সিবিআই নিয়ে গৌহাটি হাইকোর্টের রায়ের উপর শনিবার স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। সিবিআইয়ের তদন্ত চালানো, গ্রেফতার করা, চার্জশিট দেওয়ার কোনও অধিকার নেই বলেই রায় দিয়েছিল গৌহাটি হাইকোর্টের বিচারপতি ইকবাল আহমেদ আনসারি ও বিচারপতি ইন্দিরা শাহের বেঞ্চ। এই রায়ের পরিপ্রেক্ষিতে শীর্ষ আদালতের দ্বারস্থ হয় কেন্দ্র। পরবর্তী শুনানি আগামী ৬ ডিসেম্বর।
|
বরাহনগরে বধূহত্যার অভিযোগ, ধৃত ৩ |
গৃহবধূকে পুড়িয়ে মারার অভিযোগে শনিবার বরাহনগরে তিন জনকে গ্রেফতার করে পুলিশ। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে বরাহনগরের গোপাললাল ঠাকুর রোডে। পুলিশ সূত্রে খবর, বছর তিরিশের ওই মহিলার নাম জয়ন্তী মণ্ডল। চার বছর আগে বরাহনগরের বাসিন্দা হারান মণ্ডলের সঙ্গে তাঁর বিয়ে হয়। পণ-সহ নানা কারণে বিয়ের পর থেকেই জয়ন্তীদেবীর উপর শারীরিক ও মানসিক অত্যাচার চলত বলে পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন মৃতার আত্মীয়েরা। পুলিশ জানায়, ওই দিন রাতে পারিবারিক বিবাদ চরমে উঠলে শ্বশুরবাড়ির লোকজন জয়ন্তীদেবীর গায়ে আগুন লাগিয়ে দেন বলে বরাহনগর থানায় অভিযোগ দায়ের করেন মৃতার পরিবারের লোকজন। ঘটনায় জড়িত অভিযোগ মৃতার শাশুড়ি, খুড়তুতো দেওর ও দেওরের স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। যদিও তাঁর স্বামীর বিরুদ্ধে অভিযোগ না থাকায় তাঁকে গ্রেফতার করা হয়নি বলে পুলিশ জানায়।
|
মহিষাদল নার্সিংহোমে ভাঙচুর |
মহিলার মৃত্যু ঘিরে শনিবার সকাল থেকেই উত্তাল হয়ে ওঠে পূর্ব মেদিনীপুরের মহিষাদল। চিকিত্সায় গাফিলতির অভিযোগ এনে সেখানকার একটি নার্সিংহোমে ভাঙচুর চালান মৃতার আত্মীয় ও স্থানীয় বাসিন্দারা। পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার ওই নার্সিংহোমে ভর্তি হন প্রভাতী দলুই নামে এক মহিলা। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে সিজার করে প্রসব করানোর পর থেকেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে । শুক্রবার রাতে তাঁর মৃত্যু হয়। চিকিত্সকদের গাফিলতিতেই প্রভাতীদেবীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ জানান তাঁর স্বামী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠি চালায় পুলিশ। ভাঙচুরের ঘটনায় মৃতার স্বামী ও দু’ভাই-সহ পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে।
|
অন্ডালে বাস দুর্ঘটনায় আহত ১৫ |
দুর্গাপুরের অন্ডালে বাস দুর্ঘটনায় আহত হয়েছেন ১৫ জন যাত্রী। পুলিশ সূত্রে খবর, শনিবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ অন্ডালের কাজোড়া মোড়ে ২ নম্বর জাতীয় সড়কের উপর নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মারে একটি বাস। বাসটি দুর্গাপুর থেকে বরাকরের দিকে যাচ্ছিল। পুলিশ জানিয়েছে হঠাত্ই ব্রেক ফেল করায় এই বিপত্তি ঘটে। আহতদের দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
|