|
নজরবন্দি মেদিনীপুর |
|
জেলার সদর শহরে পুর-পরিষেবার হাল ঠিক কী? পানীয় জল নিয়মিত মেলে? রাস্তার দশাই বা কেমন?
পুরভোটের আগে তারই ওয়ার্ড ভিত্তিক খতিয়ান। সঙ্গে অন্যতম প্রধান ভোটপ্রার্থীদের এক ঝলক। |
ওয়ার্ড নম্বর ১১ |
• পানীয় জল: গ্রীষ্মে জলের সমস্যা বাড়ে। কিছু এলাকায় জল সরবরাহ পর্যাপ্ত নয়। অনেক ট্যাপকলের মুখ না থাকায় জল অপচয় হয়।
• নিকাশি: সিংহপাড়া-সহ কয়েকটি বস্তিতে নিকাশি বেহাল। নালায় জল জমায় মশার উপদ্রব হয়। অতিবৃষ্টিতে জল রাস্তায় উঠে আসে।
• রাস্তাঘাট: কসাইপাড়া-সহ কিছু এলাকায় রাস্তা নিয়মিত সংস্কার হয় না। ফলে রাস্তায় খানাখন্দ তৈরি হয়।
• জঞ্জাল সাফাই: অলিগঞ্জ, ছোটবাজার-সহ কিছু এলাকায় নিয়মিত ভ্যাট সাফাই হয় না। আবর্জনার দুর্গন্ধে দূষণ ছড়ায়।
• পথবাতি: বড় রাস্তার মোড়ে বাতিস্তম্ভ থাকলেও গলিপথে পর্যাপ্ত পথবাতি নেই। ফলে পথচলতি মানুষ সমস্যায় পড়েন। |
অলিগঞ্জে রাস্তায় জমে আবর্জনার স্তূপ |
যুযুধান |
নিবেদিতা পাল
তৃণমূল |
আজাম আলি
কংগ্রেস |
নাজিম আহমেদ বাম সমর্থিত বিকাশ পরিষদ |
|
|
|
পুরভোটের লড়াইয়ে এই
নিয়ে
দ্বিতীয়বার। মহিলা তৃণমূলের
কর্মী হিসেবে পরিচিত। |
পুরভোটের আঙিনায় নতুন
মুখ। দলের সমর্থক হিসেবেই
তিনি পরিচিত। |
প্রাক্তন পুরপ্রধান।
১৯৮১ সালে তিনি
প্রথম ভোটে দাঁড়ান। |
|
ওয়ার্ড নম্বর ১২ |
• পানীয় জল: বেহাড়াপাড়া-সহ কয়েকটি এলাকায় জলের সমস্যা রয়েছে। কয়েকটি এলাকায় আরও ট্যাপকল দরকার।
• নিকাশি: বস্তিতে নিকাশি ব্যবস্থা সেভাবে গড়ে ওঠেনি। সংস্কারের অভাবে কিছু নালা মজে যাওয়ায় টানা বৃষ্টিতে জল জমে।
• রাস্তাঘাট: হর্ষনদিঘি, গির্জাবস্তির কয়েকটি রাস্তা বেহাল। অন্যত্রও কিছু রাস্তায় সংস্কারের অভাবে খানাখন্দ তৈরি হয়েছে।
• জঞ্জাল সাফাই: রাস্তার পাশের ভ্যাট নিয়মিত সাফাই হয় না। ফলে ভ্যাটের আবর্জনা রাস্তায় নেমে আসে।
• পথবাতি: হোমিওপ্যাথি কলেজ রোডের মতো এলাকায় গলিপথে পর্যাপ্ত পথবাতি নেই। ফলে মানুষ সমস্যায় পড়েন। |
পৌরসভা নির্মিত শৌচাগারের জীর্ণদশা |
যুযুধান |
টোটন সাসপিল্লী
তৃণমূল |
পিন্টু মুখী
কংগ্রেস |
পরমা বেহারা সিপিএম |
|
|
|
পুরভোটের আঙিনায় নতুন
মুখ। দলের সক্রিয় কর্মী
হিসেবে পরিচিত। |
পুরভোটের লড়াইয়ে
প্রথমবার।
হাসপাতালের চুক্তিকর্মী।
দলের সক্রিয় কর্মী। |
পুরভোটে প্রথম। গৃহবধূ।
ছাত্রাবস্থায় এসএফআই কর্মী
হিসেবে পরিচিত ছিলেন। |
|
|