টুকরো খবর |
নীতীশ উদ্ধত, বললেন মোদী
সংবাদ সংস্থা • জগদলপুর |
ছত্তীসগঢ়ের একটি নির্বাচনী প্রচার সভায় নীতীশকুমারকে সরাসরি বিঁধলেন নরেন্দ্র মোদী। এ দিনের বক্তৃতায় তিনি বলেন, পটনা বিস্ফোরণ কাণ্ডের পর নীতীশের শরীরী ভাষায় দুঃখের সামান্যতম আভাসটুকুও ছিল না। বিস্ফোরণ নিয়ে নানা প্রশ্নের জবাব তিনি যে ভাবে দিচ্ছিলেন তাতে তাঁর ঔদ্ধত্য স্পষ্ট। এমনকী নিহতদের পরিবারের সঙ্গে দেখাটুকুও করতে যাননি তিনি। এক জন মুখ্যমন্ত্রী কী ভাবে এমন দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিতে পারেন, তা নিয়েও বিস্ময়প্রকাশ করেন মোদী।
|
ভূকম্পনে স্কুল ভাঙায় ক্ষুব্ধ আসু
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
ভূমিকম্পে রাজ্যজুড়ে ২৪টি স্কুল ক্ষতিগ্রস্ত হওয়ায় জেরে এ নিয়ে তদন্তের দাবি তুলল ‘সারা অসম ছাত্র সংস্থা’ (আসু)। আসুর বক্তব্য, মাঝারি মাপের ভূমিকম্পে (রিখটার স্কেলে ভূকম্পনের মাত্রা ছিল ৫.৫) দেওয়াল ভেঙে বা ফেটে যাওয়ার কথা নয়। এই ঘটনায় বোঝা যাচ্ছে, সরকারি টাকা নয়ছয় করে ঠিকাদারেরা নিম্নমানের মালমশলায় স্কুলবাড়ি তৈরি করেছে। ছাত্রছাত্রীদের জীবন তাতে বিপন্ন। আসুর দাবি, বিষয়টি নিয়ে সরকারকে দ্রুত তদন্ত করাতে হবে। দুর্বল স্কুলবাড়িগুলি ফের গড়তে হবে।
|
নাইজেরীয় বিতর্কে পিঠ বাঁচাতে মরিয়া পারিক্কর |
গোয়ায় নাইজেরীয়দের নিয়ে গোলমালের জেরে কিছুটা ধাক্কা খেয়েছে রাজ্যের ভাবমূর্তি। তাই পরিস্থিতি সামাল দিতে আসরে নামলেন মুখ্যমন্ত্রী মনোহর পারিক্কর। সেই সঙ্গে এই ঘটনা নিয়ে বাড়াবাড়ির দায় কেন্দ্র ও নাইজেরিয়ার কূটনীতিকদের উপরে চাপাতে চেয়েছেন তিনি। গোয়ায় সম্প্রতি এক নাইজেরীয় খুন হন। ওই ঘটনার জেরে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন গোয়ায় বসবাসকারী প্রায় ২০০ জন নাইজেরীয়। ফলে উপযুক্ত নথিপত্র না থাকলে বিদেশিদের উৎখাত করা শুরু করে পারিক্কর সরকার। নাইজেরীয়রা দাবি করেন, তাঁদেরই বেছে বেছে নিশানা করা হচ্ছে। গোয়া সফরে এসে তাঁদের সমর্থন করেন নাইজেরীয় কূটনীতিক জ্যাকব এনওয়াদাদিয়া।
পুরনো খবর: নাইজেরীয় খুনে গোয়ায় ধৃত ১
|
গুজরাত মডেল সেরা নয়: যশবন্ত |
নরেন্দ্র মোদীর গুজরাত মডেলকে সেরা বলে মানতে রাজি নন বিজেপিতে তাঁর বিরোধী গোষ্ঠীর নেতা হিসেবে পরিচিত যশবন্ত সিন্হা। কলকাতায় বণিকসভার অনুষ্ঠানে আসেন যশবন্ত সিন্হা। তাঁকে প্রশ্ন করা হয়, দেশ চালানোর জন্য কোন মডেল বেশি কার্যকর নীতীশ কুমার সরকারের মডেল, না গুজরাতের মোদী সরকারের? উত্তরে এনডিএ সরকারের প্রাক্তন এই অর্থমন্ত্রী বলেন, দেশ শাসনের জন্য কোনও রাজ্যের মডেলই আদর্শ নয়। এমন কি গুজরাত মডেলও না। কারণ ব্যাঙ্কিং বা শেয়ার বাজারের মতো গুরুত্বপূর্ণ বিষয় কোনও রাজ্যকেই সামলাতে হয় না।
|
সাংসদ-পত্নীর বিরুদ্ধে বয়ান |
মাত্র এক বছর কাজ করেছেন সাংসদের বাড়িতে। তাতেই এখনও শিউরে উঠছেন পশ্চিমবঙ্গ থেকে দিল্লিতে কাজ করতে আসা বছর ৩৭-এর পরিচারিকা মীনা। উত্তরপ্রদেশের সাংসদ ধনঞ্জয় সিংহ আর তার স্ত্রী জাগৃতির অত্যাচারে আপাতত হাসপাতালে চিকিৎসাধীন মীনা। সেখানে শুয়েই তিনি জানান, কী ভাবে নির্যাতন করা হত তাঁকে। উত্তর ২৪ পরগনা জেলা থেকে সাংসদের বাংলোয় পরিচারিকার কাজ করতে এসেছিলেন তিনি। ওই বাংলোরই পরিচারিকা রাখি ভদ্রকে খুন করে সাংসদ দম্পতি, যার জেরে তারা পুলিশ হেফাজতে। রাখির মৃত্যুর পর ব্যাপারটা লুকোতে নিজের এক আত্মীয়র বাড়িতে মীনাকে রেখে আসে ধনঞ্জয়। মীনার অভিযোগ, তাঁকেও রাখির মতো মারা হত। হামাগুড়ি দিয়ে খাবার খেতে বাধ্য করা হত। মালকিনের নির্দেশ ছিল, হাত দিয়ে খাওয়া যাবে না। মীনার ব্যাপারে পুলিশ জানে বাড়িরই আর এক কর্মীর কাছ থেকে।
পুরনো খবর: সাংসদ দম্পতির ৫ দিন হেফাজত
|
সমীক্ষা-বিতর্ক |
প্রাক ভোট জনমত সমীক্ষায় নিষেধাজ্ঞার দাবি জানিয়ে সাঁড়াশি আক্রমণের মুখে পড়েছে কংগ্রেস। একদিকে সংবাদমাধ্যমে সমালোচনা হচ্ছে, অন্যদিকে এ ব্যাপারে কংগ্রেসের বিরুদ্ধে সরব বিজেপি। তা সত্ত্বেও নিজের অবস্থানে অনড় কংগ্রেস। দলের মুখপাত্রদের জনমত সমীক্ষা নিয়ে টিভি বিতর্কে অংশ নিতে নিষেধ করল হাইকম্যান্ড। কংগ্রেসের মিডিয়া- প্রধান অজয় মাকেন দলের কেন্দ্রীয় ও রাজ্যস্তরের মুখপাত্রদের একটি লিখিত বার্তা পাঠিয়ে বলেছেন, জনমত সমীক্ষা নিয়ে আলোচনায় যেন তাঁরা যোগ না দেন।
|
আত্মঘাতী নেতা |
বিধানসভা ভোটের প্রার্থী করা হয়নি বলে বিষ খেয়ে আত্মহত্যা করলেন কংগ্রেস নেতা নরসিংহ মালব্য। দু’দশক ধরে পঞ্চায়েত সদস্য ছিলেন মালব্য। এ বারের ভোটে অগর বিধানসভা কেন্দ্রের টিকিট পাওয়ার ব্যাপারে আশাবাদী ছিলেন মালব্য। কিন্তু দল টিকিট দেয় মধু গহলৌতকে।
|
অরুণাচলে শুরু অ্যাডভেঞ্চার উৎসব |
চিন সীমান্তের কাছে বরফ ঢাকা অঞ্চলটির নামের বাংলা অর্থ করলে দাঁড়ায় তুষার, জল আর ওষুধের প্রদেশ। স্থানীয় নাম মেচুকা। সেই মেচুকায় বরফ ঢাকা শৃঙ্গকে ঘিরে শুরু হল প্রথম অরুণাচল প্রদেশ অ্যাডভেঞ্চার উৎসব। পশ্চিম সিয়াং জেলায় সর্পিল সীমান্ত সড়ক পার হয়ে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর মেচুকায় পৌঁছতে হয়। পর্যটন দফতরের পরিষদীয় সচিব পি ডি সোনা বলেন, “মেচুকায় অ্যাডভেঞ্চার উৎসবের প্রধান অঙ্গ হল প্যারা-গ্লাইডিং, মাইক্রো লাইট গ্লাইডিং, এয়ারো মডেলিং, ট্র্যাপ শুটিং, মাউন্টেন বাইকিং, র্যাপলিং, রিভার ক্রসিং, র্যাফটিং আর ট্রেকিং। সেই সঙ্গে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানও থাকছে।” উৎসব প্রাঙ্গনে থাকছে স্থানীয় খাবারদাবার, হস্তশিল্প ও পোশাকের পসরাও। পর্যটনমন্ত্রী পেমা খাণ্ডু মেচুকায় ১৮টি কক্ষ বিশিষ্ট একটি টুরিস্ট লজ, প্রয়াত মুখ্যমন্ত্রী দোর্জি খাণ্ডুর স্মৃতিতে একটি চো-তেন ও ইয়ারলুং থেকে পাসাং সোনাম সো সরোবর অবধি ট্রেকিং পথের উদ্ধোধন করেন।
|
আফ্রিকার সংবাদ সংস্থার বিরুদ্ধে মামলা অসমের |
অসমে ‘ধর্ষণ উৎসব’ হতে চলেছেএমনই ভুল ও ব্যঙ্গাত্মক খবর ছাপায় আফ্রিকার দু’টি সংবাদসংস্থার বিরুদ্ধে মামলা রুজু করল সিআইডি। বুধবার পূর্ব আফ্রিকার ‘নিউজ উগো’ এবং ‘ন্যাশনাল রিপোর্ট’ নামে দু’টি সংবাদসংস্থার ওয়েবসাইটে ওই খবর প্রকাশিত হয়। প্যাট্রিসিয়া কাহিল নামে এক সাংবাদিক সেটি লিখেছিলেন। মধুবন অহলুওয়ালিয়া নামে এক ব্যক্তিকে উদ্ধৃত করে সংবাদে লেখা হয়, অসমে প্রতি বছর মহা সমারোহে ‘ধর্ষণ উৎসব’ পালন করা হয়। খবরের সঙ্গে কুম্ভ মেলায় নাগা সন্ন্যাসীদের স্নানের ছবি ছাপা হয়েছিল। ছবির নীচে লেখা ছিল, ‘গত বছর উৎসব শুরুর ছবি।’ ভুয়ো ওই সংবাদে জানানো হয়, অসমে ৪৩ খ্রিস্টপূর্ব সময় থেকে এই উৎসব চলছে।
|
অসমে দুর্ঘটনায় মৃত্যু ছয় জনের |
দু’টি পৃথক দুর্ঘটনায় অসমে ছ’জনের মৃত্যু হল। জখম হলেন ২ জন। প্রথম ঘটনাটি ঘটে রঙিয়ার তিনিয়ালি এলাকায়। গত রাতে একটি ডাম্পার তিন ব্যক্তিকে চাপা দিলে দু’জনের মৃত্যু হয়। একজন জখম হন। উত্তেজিত জনতা ডাম্পারটি জ্বালিয়ে দেয়। পথ অবরোধ করা হয়। অন্য একটি ঘটনায়, শোণিতপুরের চতিয়ায় দু’টি গাড়ির মুখোমুখি সংঘর্ষে চারজনের মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, কাছারিগাঁওয়ের কাছে, ৫২ নম্বর জাতীয় সড়কে ইটানগর থেকে গুয়াহাটির দিকে আসা একটি গাড়ির সঙ্গে উল্টোদিক থেকে আসা অন্য একটি গাড়ির মুখোমুখি
সংঘর্ষ হয়।
|
ধর্ষিতা তরুণী, গ্রেফতার এক |
উড়ালপুলের নীচে এক তরুণীর শ্লীলতাহানির সময় হাতেনাতে ধরা পড়ল এক ব্যক্তি। দুই সঙ্গী অবশ্য পালিয়েছে। গুয়াহাটি শহরের মালিগাঁও এলাকার ঘটনা। দিল্লির দামিনী কাণ্ডের পরে গুয়াহাটির পথে মোতায়েন করা হয়েছে অসম পুলিশের ‘বীরাঙ্গনা বাহিনী’। বুধবার রাতের ঘটনা দেখিয়ে দিল, কড়া নজরদারির ফাঁক গলে ফের একলা মেয়েকে দেখে ঝাঁপিয়ে পড়ল দুষ্কৃতীর এক দল। আইনের ভয় না পেয়ে সেতুর তলায় দুষ্কর্ম শুরু করতেও ভয় পায়নি তারা। পুলিশ জানিয়েছে, এক তরুণী রাতে একাই বাড়ি ফিরছিলেন। তিন দুষ্কৃতী তাঁর পিছু নেয়। রাত ১০টা নাগাদ মালিগাঁও উড়ালপুলের নীচে মেয়েটিকে জাপটে ধরে অন্ধকারে টেনে নিয়ে যায়। মেয়েটির চীৎকার শুনে মানুষ জড়ো হয়। তাঁদের দেখে দুই দুষ্কৃতী পালালেও সোতেলাল বাসফর নামে একজনকে স্থানীয় জনতা ধরে ফেলে। তাকে মারধর করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ অন্য দুই অভিযুক্তর সন্ধান চালাচ্ছে।
|
বিস্ফোরণে হত ১ |
ভিন রাজ্য থেকে আসা মানুষদের নিশানা করে ফের বিস্ফোরণ ঘটালো মণিপুরের জঙ্গিরা। চলতি মাসে দ্বিতীয়বার, ও সাম্প্রতিক কালে চতুর্থবার এমন ঘটনা ঘটল। পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে থৌবাল জেলার পাল্লেল এলাকায় একটি নির্মাণস্থলে জঙ্গিরা দুটি আইইডি বিস্ফোরণ ঘটায়। বিস্ফোরণে এক হিন্দিভাষী শ্রমিকের মৃত্যু হয় ও ছয় শ্রমিক জখম হন। জখমদের রিম্স হাসপাতালে ভর্তি করা হয়েছে।
|
হত দুই জওয়ান |
জঙ্গি হানায় নিহত হলেন দুই সিআরপি জওয়ান। বৃহস্পতিবার শ্রীনগর থেকে ৩০ কিলোমিটার দূরে অবন্তীপোরার ঘটনা। সড়কে টহলরত অবস্থায় ওই দুই জওয়ানকে একদম সামনে থেকে গুলি করে পালায় জঙ্গিরা। এখনও এর দায় কোনও গোষ্ঠী স্বীকার করেনি।
|
উদ্ধার তিন দেহ |
গত সপ্তাহে গাড়ি নিয়ে যেন উধাও হয়ে যান বিজ্ঞাপন সংস্থার চার কর্মী। বুধবারই এক জনের দেহ উদ্ধার হয়েছিল। বৃহস্পতিবার নদী থেকে উদ্ধার হল গাড়িটিও। সেখান থেকেই মিলল বাকিদের দেহ। |
|