জিয়াভরালি নদীর ধারে, অসমের জাতীয় উদ্যানে স্ত্রী কিরণ রাওয়ের জন্মদিন পালন করলেন আমির খান। স্ত্রী, বাবা-মা, কর্ণ জোহর-সহ প্রায় তিরিশজনের দল নিয়ে আমির এসেছেন অসমের তেজপুরে। ৫ দিনের সফরে তিনি কাজিরাঙা, তাওয়াং ভ্রমণ করবেন বলে জানা গিয়েছে। আমির মুম্বই থেকে সোজা তেজপুরের শালনিবাড়ি বিমানবন্দরে আসেন। সেখানে তাঁকে ফুলাম গামোসায় স্বাগত জানান জেলাশাসক ললিত গগৈ। এই সফরকে ব্যক্তিগত সফর বলে জানিয়ে সংবাদমাধ্যম থেকে দূরে থাকছেন তিনি। আমিরের সঙ্গে এসেছেন সঙ্গীত পরিচালক সেলিম ও চিত্র পরিচালক-প্রযোজক কর্ণ জোহর। তাঁরা বালিপাড়ার ওয়াইল্ড মাসির রিসর্টে উঠেছেন। আজ নামেরি জাতীয় উদ্যানে আমির ও তাঁর সঙ্গীরা আমিরের স্ত্রী কিরণ রাওয়ের ৪০ তম জন্মদিন পালন করেন। |
তিনি সাংবাদিকদের বলেন, “অসম আসার ইচ্ছা অনেকদিন থেকেই ছিল। কিরণ ও বন্ধুদের সঙ্গে ওর জন্মদিনটা বৃহস্পতিবার অসমে কাটাতে পেরে খুব ভাল লাগছে।”
গন্ডার সংরক্ষণ নিয়ে আমিরকে সরব হওয়ার আবেদন জানান পরিবেশপ্রেমীরা। তাঁর ‘সত্যমেব জয়তে’ অনুষ্ঠানে লাগাতার গন্ডার নিধনের ঘটনাকে তুলে ধরার অনুরোধ করেন তাঁরা। আমির জানান, সংরক্ষণ নিয়ে কেবল অসম নয়, গোটা ভারতেই আন্দোলন চলছে। তিনি নিজের মতো করে সংরক্ষণ প্রচেষ্টার অংশীদার হবেন। আগামী কাল তাঁরা কাজিরাঙায় ঘুরবেন। তাঁদের জন্য তাই ৬টি জিপসি বরাদ্দ করা হয়েছে বলে জানান কাজিরাঙা জিপ অ্যাসোসিয়েশনের সভাপতি তুলসি বরদলৈ। |