অশোকনগরে বাজি ফাটানো নিয়ে বচসায় খুন |
উত্তর ২৪ পরগনার অশোকনগরে বাজি ফাটানোকে কেন্দ্র করে খুন হলেন পিন্টু বিশ্বাস (৪২) নামে এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে শনিবার রাত সাড়ে বারোটা নাগাদ। খুনের সন্দেহে জড়িত গৌতম বল্লভ ও সমিত বিশ্বাস নামে দু’জনকে পুলিশ গ্রেফতার করেছে। বাকি চার অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। নিহত পিন্টুবাবুর স্ত্রী-র অভিযোগ, বেশি রাতে শব্দবাজি ফাটানোর প্রতিবাদ করায় অভিযুক্তদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন পিন্টুবাবু। এর পর তাঁর স্বামীকে শাবল দিয়ে পিটিয়ে খুন করা হয়।
পুলিশের দাবি, পিন্টু বিশ্বাস এর আগে অপরাধমূলক কাজকর্মে জড়িত ছিলেন। জেলার অতিরিক্ত পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায় বলেন, পুরনো বিবাদের জেরেই খুন হয়েছেন পিন্টুবাবু।
|
ডাকাতি রুখল পুলিশ, অভিযানের সময় হৃদরোগে মৃত্যু এসআই-এর |
কল্যাণীতে এক কারখানায় ডাকাতি রুখতে এসে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল সুজিত ভৌমিক (৫০) নামে এক সাব ইন্সপেক্টরের। রবিবার রাত সাড়ে তিনটে নাগাদ কল্যাণী ইন্ডাস্ট্রিয়াল জোনের ওই কারখানায় ডাকাতির সময় টহলরত পুলিশ এসে ডাকাত দলকে ঘিরে ফেললে উভয়পক্ষের মধ্যে গুলি বিনিময় হয়। ওই অভিযান চলাকালীন মৃত্যু হয় সুজিতবাবুর।
পুলিশ জানিয়েছে, ডাকাতির উদ্দেশ্যে প্রায় জনা দশ-কুড়ি দুষ্কৃতী ওই কারখানায় জড়ো হয়েছিল। টহলদারী ভ্যানে পুলিশকর্মী কম থাকায় সুজিতবাবু-সহ আরও কয়েক জন পুলিশকর্মী ওই কারখানায় যান। ওই সময় দুষ্কৃতীরা ডাকাতি বন্ধ করে কারখানা থেকে চম্পট দেয়।
নদিয়ার পুলিশ সুপার সব্যসাচীরমণ মিশ্র জানিয়েছেন, পরিস্থিতি সামাল দিতেই এসআই সুজিত ভৌমিক ঘটনাস্থলে যান। তাঁর দাবি, ঘটনার সময় তিনি অসুস্থ ছিলেন। |
কড়েয়ায় বোমাবাজিতে মৃত ১ |
কড়েয়া থানা এলাকার তিলজলা রোডে শনিবার কালীপুজোর রাতে বোমাবাজিতে মৃত্যু হল মহম্মদ ইয়াসিন নামে এক ব্যক্তির। ওই ঘটনায় গুরুতর আহত হয়েছেন মহম্মদ আক্রম নামের এলাকার আরও এক জন। তাঁকে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, এলাকা দখলের লড়াইতে বলি হয়েছেন রাস্তায় শুয়ে থাকা ইয়াসিন। এই ঘটনায় ধৃত সাবির ও আমিন নামে দু’জনের বিরুদ্ধে খুন ও বিস্ফোরক আইনের অধীনে মামলা রুজু করেছে কড়েয়া থানার পুলিশ।
|
শহরের কালীপুজোয় গ্রেফতার ৭৭১ জন |
দীপাবলীর উত্সবের মধ্যেই শব্দবিধি-সহ বিভিন্ন আইন ভাঙার অভিযোগে শহরের ৭৭১ জনকে গ্রেফতার করল কলকাতা পুলিশ। এর মধ্যে ৪০০ জনকে গ্রেফতার করা হয়েছে শব্দবিধি ভাঙার জন্য। বাকি ৩৭১ জনকে আইন না মানার কারণে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে কলকাতা পুলিশ কর্তৃপক্ষ।
|
প্রয়াত লোকসঙ্গীত শিল্পী রেশমা |
জীবনাবসান হল পাকিস্তানের কিংবদন্তী লোকসঙ্গীত শিল্পী রেশমার। দীর্ঘদিন গলার ক্যান্সারে ভোগার পর আজ সকালে লাহৌরের এক হাসপাতালে মারা যান তিনি। হাসপাতাল সূত্রের খবর, জীবনের শেষ এক মাস কোমায় ছিলেন তিনি।
১৯৪৭ সাল নাগাদ অবিভক্ত ভারতের রাজস্থানের বিকানেরে এক বানজারা পরিবারে জন্মগ্রহণ করেন রেশমা। দেশভাগের পর তাঁর পরিবার আশ্রয় নেয় পাকিস্তানের করাচিতে। সঙ্গীতের প্রথাগত তালিম না থাকলেও পাক সিন্ধু প্রদেশের দরগায় সুফি গানের মাধ্যমে মাত্র ১২ বছর বয়সে তাঁর সঙ্গীত জীবনের শুরু। পড়শি দেশের জনপ্রিয় এই শিল্পীর গায়কির জাদুতে মাতোয়ারা এ দেশেরও বহু সঙ্গীতপ্রেমী। মূলত লোকসঙ্গীতের ধারায় নিজের ছাপ রাখলেও আশির দশকে বলিউডের জনপ্রিয় ছবি ‘হিরো’র গান ‘লম্বি জুদাই’ অথবা রাজ কপূরের ’৭৩-এ নির্মিত ছবি ‘ববি’র ‘আঁখো কো রহনে দো’-র স্মৃতি শ্রোতাদের মনে আজও অমলিন।
|