দুই শহরেই শ্রাদ্ধানুষ্ঠান হবে মান্না দে-র |
একই দিনে দুই শহরে হবে মান্না দে-র শ্রাদ্ধানুষ্ঠান। শিল্পীর ছোট মেয়ে সুমিতা দেব ও জামাই জ্ঞানরঞ্জন দেবের তরফে জানানো হয়েছে, বেঙ্গালুরুতে ভারত সেবাশ্রম সঙ্ঘে বেলা ১০টা নাগাদ অনুষ্ঠানটি হবে। দেড় বছর আগে সেখানেই শিল্পীর স্ত্রীর শ্রাদ্ধানুষ্ঠান হয়েছিল। গত ২৪ অক্টোবর শিল্পীর প্রয়াণের পরে তাঁকে দেখতে পাননি কলকাতার আত্মীয়রা। তড়িঘড়ি শেষকৃত্য সারা হয়ে যায় বেঙ্গালুরুতেই। মান্নার ভাইপো সুদেব দে জানিয়েছেন, উত্তর কলকাতার সিমলেপাড়ায় তাঁদের পারিবারিক বাসভবনেও অন্ত্যেষ্টির আয়োজন করা হয়েছে। ন’নম্বর মদন ঘোষ লেনের ওই বাড়িতেই মান্নার জন্ম। কাকা কৃষ্ণচন্দ্র দে-র কাছে তালিমও সেখানেই। মান্না দে-র বকেয়া চিকিৎসার খরচ মেটাবে কর্নাটক সরকার। ওই খরচের পরিমাণ ২৬ লক্ষ টাকা। মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া জানান, মান্নার স্মরণে একটি সঙ্গীতসন্ধ্যারও আয়োজন করবেন তাঁরা।
|
শনিবার পিটিআইয়ের তোলা ছবি। |
শনিবারই ৪৯-এ পা দিলেন বলিউডের বাদশা শাহরুখ খান। সকাল থেকেই বান্দ্রায় তাঁর বাংলো মন্নতের সামনে ছিল অগণিত ভক্তদের ভিড়। অনেকের হাতেই ছিল ফুলের তোড়া, উপহার আর বাজির বাক্স। ফারহা, বোমান ইরানি, অভিষেক বচ্চন থেকে শুরু করে ফিল্ম জগতের বিভিন্ন ব্যক্তিত্ব ফেসবুক আর টুইটারে তাঁকে জন্মদিনের অভিনন্দন জানান। অভিনন্দন জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। ফেসবুকে একটি পোস্টে মমতা লেখেন, “বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডার শাহরুখ। সবাই তাঁকে ভালবাসেন।” তিনি সকালে ফোনে শাহরুখকে জন্মদিনের অভিনন্দন জানান। পরে শাহরুখ টুইটারে সবাইকে ধন্যবাদ জানান। লেখেন, “অনেকে ভাবে আমি বিপণন দুনিয়ার এক প্রতিভা। কিন্তু এটা আমার ভক্তদের ভালবাসা যা আমাকে আজ এই স্থানে এনেছে।”
|
ভারতে একটি আধ্যাত্মিক সভায় অংশগ্রহণ করতে দেখা গেল হলিউড অভিনেত্রী ডেমি মুরকে। সোমবার হিমাচল প্রদেশের কাংড়া জেলার ম্যাকলিওডগঞ্জে অনুষ্ঠিত একটি আধ্যাত্মিক অনুষ্ঠানের ভিড়ের ছবিতে দেখা গিয়েছে বছর পঞ্চাশের এই অভিনেত্রীকে। |
শনিবার উত্তর ২৪ পরগনার বসিরহাটের হাসনাবাদে ‘ভেবিয়া ইয়ুথ সেন্টারে’র
কালী পুজোর উদ্বোধনে এলেন অভিনেত্রী জিনাত আমন। ছবি: নির্মল বসু। |
পূর্ব মেদিনীপুরের তমলুক হাসপাতাল মোড়ে পুজো উদ্বোধনে শ্রাবন্তী। ছবি:পার্থপ্রতিম দাস। |
আলো আমার...
বাজি নিয়ে ঋতুপর্ণা। কালীপুজোর রাতে বিশ্বনাথ বণিকের তোলা ছবি। |