টাটকা খবর
লালুর জামিনের আর্জির রায় বৃহস্পতিবার
পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় সাজাপ্রাপ্ত লালুপ্রসাদ যাদবের জামিনের আবেদনের প্রেক্ষিতে বৃহস্পতিবার রায় দেবে ঝাড়খণ্ড হাইকোর্ট।
আজ হাইকোর্টের বিচারপতি রাকেশরঞ্জন প্রসাদের এজলাসে নিজেদের বক্তব্য পেশ করেন লালুর আইনজীবী সুরেন্দ্রকুমার সিংহ এবং সিবিআই-এর মোক্তার খান। সওয়াল-জবাব শেষে বিচারপতি জানান, বৃহস্পতিবার তিনি এ বিষয়ে রায় জানাবেন। লালুপ্রসাদের আইনজীবী আদালতে জানান, তাঁর মক্কেল পশুখাদ্য কেলেঙ্কারি নিয়ে প্রথমে কিছুই জানতেন না। খবর পেয়েই এ নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছিলেন। সিবিআই আইনজীবীর পাল্টা যুক্তি ছিল, মুখ্যমন্ত্রী হিসেবে কোনও কিছুই অজানা ছিল না লালুপ্রসাদের। তার প্রমাণও রয়েছে তদন্তকারী সংস্থার কাছে। সকাল সাড়ে ১০টা থেকে আধঘন্টা শুনানি চলে। ‘চাইবাসা ট্রেজারি’ মামলায় সিবিআই আদালতে দোষী সাব্যস্ত বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী জগন্নাথ মিশ্রকে অসুস্থতার কারণে গত সপ্তাহে দু’মাসের অন্তবর্তী জামিনে মুক্তি দিয়েছে আদালত। এখন লালুপ্রসাদ যাদবের জামিনের আবেদনের প্রেক্ষিতে আদালত কী রায় দেয় তা জানতে অপেক্ষায় দেশের সব রাজনৈতিক দল।

‘একা কুম্ভ’ রক্ষা করলেন মুম্বইকে
ছবি: পিটিআই।
ক্রিকেট জীবনের শেষ রঞ্জি ম্যাচে মুম্বইকে জেতালেন সচিন তেন্ডুলকর। লাহলিতে হরিয়ানার বিরুদ্ধে চতুর্থ দিনে ৭৯ রানে অপরাজিত থেকে কার্যত একার হাতে দলকে ৪ উইকেটে জিতিয়ে গুরুত্বপূর্ণ ৬ পয়েন্ট এনে দিলেন তিনি। প্রথম দিন থেকে ম্যাচে বোলারদেরই আধিপত্য ছিল। প্রথমে টসে জিতে হরিয়ানাকে মাত্র ১৩৪ রানে বেঁধে রাখলেও মুম্বই তার সুবিধা তুলতে পারেনি। মূলত জোগিন্দর শর্মার দাপটে মুম্বইয়ের ইনিংস ১৩৬ রানেই শেষ হয়। দ্বিতীয় ইনিংসে হরিয়ানার ২৪১ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ওয়াসিম জাফরের উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় মুম্বই। পরে পওয়ার ও রাহানের ব্যাটে ভর করে কিছুটা ভদ্রস্থ জায়গায় পৌঁছয় তারা। দলের ৮৭ রানে রাহানে আউট হতে মাঠে নামেন মাস্টার ব্লাস্টার। উইকেটের অপর প্রান্তে একে একে উইকেটের পতন হলেও সচিনকে নড়ানো যায়নি। ১৭৫ বলে মাত্র ৬টি চারের সাহায্যে ৭৯ রান করে অপরাজিত থাকেন তিনি। অপর প্রান্তে সচিনের সঙ্গে ধবল কুলকর্নি ৭২ বলে ১৬ রানের ধৈর্যশীল ইনিংস খেলেন।

ফের পিছিয়ে তৃণমূলের ব্রিগেড এ বার জানুয়ারিতে
তৃণমূলের ব্রিগেড সমাবেশ আবার পিছিয়ে গেল। পুর্ব ঘোষিত ২৫ নভেম্বরের বদলে এ বার বিগ্রেডের সমাবেশের দিন আগামী বছরের ৩০ জানুয়ারিতে নিয়ে গেলেন তৃণমূল নেতৃত্ব। দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বুধবার ফের পরিবর্তিত সূচি ঘোষণা করে বলেন, “রাজ্যের পাঁচ পুরসভার ভোট এবং ২৯টি ওয়ার্ডের উপনির্বাচনের ভোট গণনার দিন ধার্য হয়েছে ২৫ নভেম্বর। ফলে আমাদের ব্রিগেড সমাবেশের দিন পরিবর্তন করে আগামী ৩০ জানুয়ারি করতে হল।” এ বার পঞ্চায়েত ভোটের কারণে দলের শহিদ দিবস ২১ জুলাই পরিবর্তন করে ২১ অগস্ট ব্রিগেডে সমাবেশ করার নির্দেশ দিয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু অগস্টে ভরা বর্ষায় ব্রিগেডে সমাবেশে যোগ দিতে এসে মানুষের নাজেহাল হওয়ার আশঙ্কা করে দিন বদল করে ২৫ নভেম্বর করা হয়েছিল।

ধৃত মধ্যমগ্রাম ধর্ষণ কাণ্ডের তৃতীয় অভিযুক্ত
মধ্যমগ্রাম গণধর্ষণ কাণ্ডে গ্রেফতার হল আরও এক অভিযুক্ত। নাম পাপাই রায়। পুলিশ জানিয়েছে মঙ্গলবার রাতে রাজারহাট এলাকা থেকে পাপাইকে গ্রেফতার করা হয়। আজ তাকে বারাসত আদালতে তোলা হবে। এই নিয়ে এই ঘটনায় মোট তিন অভিযুক্ত গ্রফতার হল।
পুলিশ জানিয়েছে, সোমবার গভীর রাতেই ঘটনার মূল অভিযুক্ত ছোট্টু ওরফে সঞ্জীব তালুকদার ও পলাশ দেবনাথ নামে আর এক যুবককে বিড়া ও এয়ারপোর্ট এলাকা থেকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার সকালে তাদের বারাসত আদালতে তোলা হয়েছে। তাদের ১২ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। এ ক্ষেত্রেও আদালতে পুলিশি হেফাজতের আবেদন জানানো হবে। এই ঘটনায় মঙ্গলবার স্বতঃপ্রণোদিত হয়ে তদন্তের নির্দেশ দিয়েছে রাজ্য মানবাধিকার কমিশন। নির্দেশে বলা হয়েছে, কোনও একজন উচ্চ পদস্থ পুলিশ অফিসারকে দিয়ে ওই ঘটনার তদন্ত করে দু’সপ্তাহের মধ্যে কমিশনে রিপোর্ট জমা দিতে হবে। এই ঘটনার প্রসঙ্গে পুলিশ সুপার জানান, ডাক্তারি পরীক্ষায় শরীরে আঘাত ও প্রাথমিক ভাবে ধর্ষণের প্রমাণ মিলেছে। মূল অপরাধী ও তার দুই সঙ্গী ধরা পড়েছে। অন্যদের খোঁজে তল্লাশি চলছে। দ্বিতীয়বার ধর্ষণ নিয়ে ধোঁয়াশা রয়েছে, তবে তদন্তের পরেই তা স্পষ্ট হয়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

গেস্ট হাউসে যুবক খুনে কিনারা
অবশেষে পঞ্চাননতলা লেনের গেস্ট হাউসে যুবক খুনের ঘটনার কিনারা মিলল। মঙ্গলবার রাতে হুগলির ধনেখালি থেকে দুই সন্দেহভাজন অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। নাম মহম্মদ শোহান এবং শাকিলা। পুলিশের দাবি , এই দু’জনই মৃত রাকেশকে সঙ্গে নিয়ে ১৩ অক্টোবর সকালে ওই গেস্ট হাউসে ওঠেন। বিকেল ৫টা নাগাদ তিন জনই বেরিয়ে যান, সন্ধ্যা সাড়ে ৭টার আগে ফিরে আসেন তাঁরা। পুলিশের দাবি, ১৩ তারিখ রাত সাড়ে ৯টা নাগাদ রাকেশের দুই সঙ্গী ওই ঘরে তালা লাগিয়ে বেরিয়ে যান। পরে ১৫ অক্টোবর সকালে গেস্ট হাউসের ওই ঘর থেকে রাকেশকুমার যাদবের (২৮) মৃতদেহ উদ্ধার হয়। রাকেশের বাড়ি বিহারের সমস্তিপুরে। প্রাথমিক তদন্তের পরে পুলিশের অনুমান, ওই যুবককে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। তাঁর দুই সঙ্গীর খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ। এতদিন পরে পুলিশ তাদের নাগাল পেল। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে, রাকেশকুমার যাদব কলকাতায় তাঁর একটি কিডনি বিক্রির জন্য কলকাতায় আসেন। পুলিশের অনুমান, কিডনি বিক্রির ওই টাকা হাতানোর জন্যেই এই খুন। তবে খুনের সঠিক কারণ জানতে ধৃতদের এখনও জেরা করছে পুলিশ। ধৃতদের আজ আদালতে তোলা হবে।

অন্ধ্রে বাসে আগুন, ৪০ জনের মৃত্যুর আশঙ্কা
অন্ধ্রপ্রদেশের মেহবুবনগরে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বাতানুকূল বাস প্রায় সম্পূর্ণ ভষ্মীভূত হয়ে যায়। পুলিশ সূত্রে খবর, বুধবার ভোর পাঁচটা নাগাদ মেহবুবনগরে নিয়ন্ত্রণ হারিয়ে ওই বাসটি একটি তেলের ট্যাঙ্কারে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গেই আগুন ধরে যায় বাসটিতে। বাসে মোট ৪৭ জন যাত্রী ছিলেন, তারা সকলেই হায়দরাবাদ থেকে আসছিলেন। এদের মধ্যে বাসের চালক-সহ পাঁচ জন জানলার কাঁচ ভেঙে বেরিয়ে আসতে পেরেছে। এই ঘটনায় অন্তত ৪০ জন যাত্রীর জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। আহতদের সকলকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.