মান্না দে স্মরণে নানা অনুষ্ঠান
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
সদ্যপ্রয়াত প্রবীণ সঙ্গীতশিল্পী মান্না দে-র স্মরণে হাওড়ার বিভিন্ন জায়গায় পালিত হল নানা অনুষ্ঠান। রবিবার বাগনান এন ডি ব্লকে ‘লিখতে পড়তে শেখান’ ও ‘সাহিত্য সেবক’ পত্রিকার যৌথ উদ্যোগে অনুষ্ঠান হয়। উপস্থিত ছিলেন সাহিত্যিক প্রদীপ মুখোপাধ্যায়, নাট্যকার শ্যামল মিত্র, কবি প্রণবেন্দু বিশ্বাস ও গল্পকার অশোক ধাড়া। অন্য দিকে, রবিবার বাগনান নবাসন ফুটবল অ্যাকাডেমি ও তারাপদ স্মৃতিরক্ষা কমিটির যৌথ উদ্যোগে অ্যাকাডেমির নিজস্ব হলে স্মরণসভার আয়োজন হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন তারাপদ স্মৃতি রক্ষা কমিটির সভাপতি অভিজিৎ দেঁড়ে। বাগনানের পাশাপাশি ডোমজুড় মহিয়াড়িতে রবিচক্র সঙ্গীতায়নের উদ্যোগে নিজস্ব ভবনে স্মরণসভার অনুষ্ঠান হয়। উপস্থিত ছিলেন প্রাক্তন শিক্ষক জয়কার্তিক চৌধুরী, সমাজসেবী মানব দাস প্রমুখ। উদয়নারায়ণপুর গড়ভবানীপুরেও সংস্কৃতি পরিষদের উদ্যোগে ভবানীপুর দত্তকুটিরে মান্না দে-র স্মরণসভার আয়োজন হয়। উপস্থিত ছিলেন বহু বিশিষ্ট ব্যক্তি। অনুষ্ঠান পরিচালনা করেন মোহনলাল চন্দ। শিল্পীর গান পরিবেশন করেন অনেকে। |
গায়ক ক্রিস ব্রাউন এবং তাঁর এক দেহরক্ষীকে গ্রেফতার করল ওয়াশিংটন পুলিশ। তাঁদের বিরুদ্ধে এক ব্যক্তিকে মারধরের অভিযোগ রয়েছে। ২০০৯ সালে প্রাক্তন বান্ধবী রিহানাকে নির্যাতনের অপরাধে সাজা হয় ব্রাউনের। আপাতত জামিনে মুক্ত তিনি। ব্রাউন অনুগামীদের আশঙ্কা, এক ব্যক্তিকে মারধরের অভিযোগে কড়া শাস্তি হতে পারে তাঁর। |
আনন্দমার্গ প্রচারক সঙ্ঘের সাংস্কৃতিক শাখা রেনেসাঁ আর্টিস্টস্ অ্যান্ড রাইটার্স অ্যাসোসিয়েশন-এর উদ্যোগে রবিবার সায়েন্স সিটিতে এক অনুষ্ঠান হয়। সেখানে প্রভাতরঞ্জন সরকারের ‘প্রভাতসঙ্গীত’ অবলম্বনে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। |