টাটকা খবর |
স্বপ্ন অধরা ইস্টবেঙ্গলের |
ইস্টবেঙ্গল: ০
কুয়েত এসসি: ৩ (রোজারিও, খামিস ও ফাহাদ) |
শেষ হয়ে গেল স্বপ্ন ছোঁয়ার আশা।
যুবভারতীতে মঙ্গলবার ৩-০ গোলে ইস্টবেঙ্গলকে হারিয়ে কার্যত দেশজোড়া উন্মাদনাকে ধুলোয় মিশিয়ে দিল কুয়েত এসসি। এএফসি কাপের সেমিফাইনাল ম্যাচে বিরতিতেই ২-০ গোলে কুয়েত এগিয়ে ছিল। বিরতির আগে লাল কার্ড দেখে মাঠের বাইরে চলে গিয়েছিলেন কুয়েতের খামিস। ফলে দ্বিতীয়ার্ধে ১০ জন নিয়ে খেলা শুরু করে তারা। ৬৫ মিনিটের মাথায় ইস্টবেঙ্গলের অর্ণবও লাল কার্ড দেখে মাঠের বাইরে চলে যাওয়ায় সমানে সমান হয়। এর পর ৮৭ মিনিটে কুয়েতের হয়ে তৃতীয় গোলটি করে ফাহাদ। |
|
কুয়েতের রোজারিওকে আটকানোর চেষ্টায় ওপারা। ছবি: পিটিআই। |
প্রথমার্ধ: • খেলা শুরুর সাড়ে ৯ মিনিটের মাথায় হলুদ কার্ড দেখলেন ইস্টবেঙ্গলের গোলরক্ষক অভিজিত্ মণ্ডল। • প্রথমার্ধের সাড়ে ১৫ মিনিটে কুয়েত এসসি একটি কর্নার কিক পায়। কিন্তু ইস্টবেঙ্গলের রক্ষণ ভাগ সেটিকে সামলে নেয়। • ১৯ মিনিটে ইস্টবেঙ্গল কুয়েতের বক্সে ঢুকে পড়লেও শেষমেশ গোল দিতে পারেনি। • কর্নার পেল ইস্টবেঙ্গল ১৯ মিনিটে। সম্ভাবনা তৈরি হলেও এ ক্ষেত্রে গোল হয়নি। • ২৩ মিনিটে মোগা এবং কেভিনের জোড়া আক্রমণে কুয়েতের রক্ষণভাগ বেসামাল হয়ে পড়লেও গোলরক্ষকের চেষ্টায় তা ব্যর্থ হয়। • কর্নার পেল কুয়েত, ২৫ ও ৩০ মিনিটের মাথায়। কিন্তু গোল হওয়ার কোনও সম্ভাবনা তৈরি হয়নি সেই শটগুলি থেকে। • ইস্টবেঙ্গলের রক্ষণভাগ পেরিয়ে কুয়েত ৩৬ মিনিটে বক্সের ভিতর ঢুকে পড়লেও গোল করতে পারেনি। • ৪২ মিনিটে ইস্টবেঙ্গলের জালে বল জড়িয়ে দিল কুয়েত। গোল দিলেন রোজারিও। • ৪৩ মিনিটের মাথায় ফের গোল খেল ইস্টবেঙ্গল। গোলদাতা খামিস। • ৪৪ মিনিটের মাথায় ইস্টবেঙ্গলের ওপারাকে মারাত্মক ভাবে আটকানোয় লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হল কুয়েতের খামিসকে।
দ্বিতীয়ার্ধ: • ৫৩ মিনিটে কর্নার কিক থেকে কোনও গোল করতে পারল না কুয়েত। • ৫৬ মিনিটে ইস্টবেঙ্গলের জোরালো শট আটকে দিলেন কুয়েতের গোলরক্ষক। • কুয়েত ৫৭ মিনিটে ইস্টবেঙ্গলের রক্ষণ ভাগ পেরিয়ে গেলেও গোল দিতে পারেনি। • ৫৯ মিনিটে মেহতাবের কর্নার কিক কোনও কাজে লাগাতে পারল না ইস্টবেঙ্গল। • চিডির হেড থেকে উপরের বার ঘেঁষে বল মাঠের বাইরে বেরিয়ে যায়। ৬৫ মিনিটে। • আর তার পর পরই লাল কার্ড দেখে মাঠের বাইরে চলে গেলেন ইস্টবেঙ্গলের অর্ণব। • ৬৮ মিনিটে ইস্টবেঙ্গল কুয়েতের রক্ষণ ভাগ পেরিয়ে গোলের সম্ভাবনা তৈরি করলেও গোল হয়নি। • ৭১ মিনিটের মাথায় ফের গোলের সম্ভাবনা, ফ্রি কিক পেয়ে বারপোস্টে বল মারলেন ইস্টবেঙ্গলের ডিকা। • পরের মিনিটেই ডিকা হলুদ কার্ড দেখলেন। • ৭৪ মিনিটে প্রায় ফাঁকা পেয়ে গোল করেই দিয়েছিলেন কুয়েতের রোজারিও। কিন্তু বল বারপোস্টে লেগে ফিরে আসে মাঠে। • ৮৭ মিনিটের মাথায় কুয়েতের হয়ে তৃতীয় গোল করলেন ফাহাদ।
|
প্রসূতির মৃত্যু, মারধরে মাথা ফাটল ডাক্তারের
নিজস্ব সংবাদদাতা • ডোমকল |
প্রসূতির মৃত্যুতে গাফিলতির অভিযোগ তুলে মাথা ফাটিয়ে দেওয়া হল এক চিকিৎসকের। মঙ্গলবার মুর্শিদাবাদের ইসলামপুর গ্রামীণ হাসপাতালে ঘটনাটি ঘটে। তবে এই ঘটনায় রাত পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।
পুলিশ ও হাসপাতাল সূত্রে খবর, সোমবার দুপুরে প্রসব যন্ত্রণা নিয়ে ভর্তি হয়েছিলেন রানিনগরের পুরাতন ডিগ্রির বাসিন্দা, বছর আঠারোর শাবানা আজমি। মৃতার পরিজনদের অভিযোগ, হাসপাতালে শাবানাকে পরীক্ষা করে চিকিৎসক জানিয়েছিলেন, তেমন কোনও সমস্যা নেই। স্বাভাবিক প্রসব হবে। রাত ২টো নাগাদ হঠাৎই কর্তব্যরত নার্স তাঁকে ছটফট করতে দেখেন। খবর পেয়ে চিকিৎসক সালাউদ্দিন আসেন। তাঁর বক্তব্য, “প্রসূতির সামান্য জ্বর থাকলেও তেমন সমস্যা ছিল না। রাতে আচমকা অসুস্থতার খবর পাই। চিকিৎসা শুরু করার আগেই তাঁর মৃত্যু হয়। মৃত্যুর কারণ বুঝতে পারছি না।”
এ দিন মৃতার পরিজনেরা কর্তব্যরত চিকিৎসক মহম্মদ সালাউদ্দিনের উপরে চড়াও হন। রানিনগর-১ ব্লক স্বাস্থ্য আধিকারিক জয়দীপ চৌধুরী জানান, লাঠির ঘায়ে চিকিৎসকের মাথা ফেটেছে। মাথায় একটি সেলাই হয়েছে। মৃতার দাদু আশাদুল ইসলাম সরকার আবার জয়দীপবাবুর কাছেই চিকিৎসার গাফিলতিতে নাতনির মৃত্যুর অভিযোগ দায়ের করেছেন। সালাউদ্দিনও রোগীর বাড়ির পাঁচ জনের বিরুদ্ধে মারধরের অভিযোগ এনেছেন। এসডিপিও (ডোমকল) অরিজিৎ সিংহ বলেন, “অভিযোগ দায়ের হয়েছে। তবে এখনও অবধি কাউকে গ্রেফতার করা যায়নি। তদন্ত চলছে।”
|
ঘর সামলাতে প্লেনাম ডাকল কেরল সিপিএম |
বিবাদ মেটাতে নজিরবিহীন ভাবে গড়তে হয়েছে পলিটব্যুরোর ৬ সদস্যের কমিশন। সেই কমিশনের কাজেও এসে পড়েছে পুরনো তিক্ততারই ছায়া! এ বার লোকসভা ভোটের আগে ঘরের কোন্দল নিয়ে আলোচনা করতে প্লেনাম ডাকতে হল কেরল সিপিএমকে। পালাক্কাডে আগামী ২৭-২৯ নভেম্বর তিন দিনের ওই বিশেষ অধিবেশনে দলের সাধারণ সম্পাদক প্রকাশ কারাট-সহ প্রায় অর্ধেক পলিটব্যুরোরই উপস্থিত থাকার কথা। প্লেনাম থেকে কেরলের সাংগঠনিক বিষয়ে যা সিদ্ধান্ত হবে, তার রিপোর্ট পেশ হবে ডিসেম্বরে আগরতলায় দলের কেন্দ্রীয় কমিটির বৈঠকে।
|
শিক্ষাঙ্গনে নৈরাজ্য ঠেকাতে সুপারিশ মানবাধিকার কমিশনের |
শিক্ষাঙ্গনে নৈরাজ্য ঠেকাতে আজ রাজ্য সরকারের কাছে কয়েকটি সুপারিশ করল রাজ্য মানবাধিকার কমিশন। গত ১০ এপ্রিল প্রেসিডেন্সিতে ভাঙচুরের ঘটনার পরিপ্রেক্ষিতেই মানবাধিকার কমিশনের এই সুপারিশ। ওই দিনের ঘটনার পর ১১ এপ্রিল কমিশন প্রথমে কলকাতার পুলিশ কমিশনারের কাছে রিপোর্ট চেয়ে পাঠায়। তার পর প্রেসিডেন্সির প্রাক্তন অধ্যক্ষ অমল মুখোপাধ্যায়ের নেতৃত্বে একটি তদন্ত কমিটিও গঠন করে কমিশন। আর এই দুই রিপোর্টের ভিত্তিতে মঙ্গলবার কমিশনের পক্ষ থেকে রাজ্য সরকারের কাছে এই সুপারিশ করা হয়েছে। ওই দিনের ঘটনায় পুলিশি গাফিলতির অভিযোগ তুলে কমিশন শিক্ষাঙ্গনে নৈরাজ্য রুখতে রাজ্যকে উদ্যোগী হওয়ার আবেদন জানিয়েছে। একটি যথাযথ নির্দেশাবলি তৈরি করে রাজ্যকে কার্যকরী ভূমিকা নেওয়ার কথাও বলেছে কমিশন। ২ মাসের মধ্যে এই নির্দেশিকা তৈরি করে রাজ্যকে জানাতে হবে কমিশনের কাছে।
|
লোকসভার সদস্যপদ হারালেন লালুপ্রসাদ ও জগদীশ শর্মা |
|
সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই লোকসভার সদস্যপদ হারালেন রাষ্ট্রীয় জনতা দলের প্রধান লালুপ্রসাদ যাদব ও জনতা দলের নেতা জগদীশ শর্মা। এর আগে গত কাল মেডিক্যাল-আসন দুর্নীতি মামলায় সাজা পাওয়া কংগ্রেস নেতা মাসুদ রশিদ রাজ্যসভার সদস্যপদ হারিয়েছিলেন। তার পর আজ মঙ্গলবার পশুখাদ্য কেলেঙ্কারিতে সাজাপ্রাপ্ত এই দু’ জনের সাংসদপদ খোয়া গেল। গত ৩ অক্টোবর রাঁচিতে সিবিআইয়ের বিশেষ আদালত লালুপ্রসাদদের সাজা ঘোষণা করে। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী আইনসভার সদস্যদের দু’ বছরের বেশি সাজা হলে জনপ্রতিনিধিত্বমূলক পদ হারাতে হবে। নির্দেশ অনুযায়ী রশিদ ছিলেন পদ হারানো প্রথম সাংসদ। আজ সেই তালিকায় এলেন বিহারের সারণ ও জেহানাবাদের সাংসদ লালুপ্রসাদ যাদব ও জগদীশ শর্মা।
|
পাক-সীমান্তের সাম্বায় স্বরাষ্ট্রমন্ত্রী সুশীলকুমার শিন্দে |
|
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সুশীলকুমার শিন্দে বিএসএফ জওয়ানদের সঙ্গে সাম্বা সেক্টরে। পিটিআইয়ের তোলা ছবি। |
নিয়ন্ত্রণরেখায় ক্রমাগত পাক হামলার মাঝেই আজ মঙ্গলবার সকালে জম্মু-কাশ্মীরের সীমান্তঘেঁষা সাম্বা সেক্টরে গেলেন স্বরাষ্ট্রমন্ত্রী সুশীলকুমার শিন্দে। সেখানকার সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) জওয়ানদের সঙ্গে বৈঠকও করেন তিনি। গতকালই জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা পাকিস্তানের সংঘর্ষবিরতি ভাঙা প্রসঙ্গে কড়া বার্তা দিয়েছিলেন কেন্দ্রকে। আজ ওমরকে পাশে বসিয়ে বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনে জওয়ানদের উদ্দেশে শিন্দে বলেন, “দেশের জন্য আপনারা লড়াই করেন। প্রত্যেককে আমি অভিনন্দন জানাই। সমগ্র দেশবাসী আপনাদের পাশে আছে।” আজ সকালেই শিন্দে কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অনিল গোস্বামী-সহ অন্য নিরাপত্তা আধিকারিকদের সঙ্গে জম্মু বিমানবন্দরে নামেন। সেখান থেকে ওমর আবদুল্লাকে নিয়ে হেলিকপ্টারে সাম্বায় পৌঁছন। সাম্বা থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জম্মুর হিরানগর থানাতেও যেতে পারেন বলে জানিয়েছে সংবাদ সংস্থা। গত ২৬ সেপ্টেম্বর এই হিরানগর থানাতেই জঙ্গি হানায় ৫ পুলিশ কর্মীর মৃত্যু হয়েছিল।
|
ধর্মতলায় গাড়ি-বাইক সংঘর্ষ, মৃত ১ |
গাড়ির ধাক্কায় প্রাণ হারালেন এক বাইক আরোহী। সোমবার গভীর রাতে ধর্মতলার নিউরোডে ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম রামেশ্বর পাণ্ডে(৪২)। বাড়ি এন্টালির মিডল রোডে। গুরুতর জখম অবস্থায় রামেশ্বরবাবুকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। গাড়িটির এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি।
|
দুই ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু |
ঠাকুরপুকুর এবং হরিদেবপুর এলাকায় দুই ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে ঝুলন্ত অবস্থায় ঠাকুরপুকুরের পঞ্চাননতলা এলাকা থেকে এক বৃদ্ধের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। মৃতের নাম দেবেন্দ্রনাথ গিরি (৭৪)। পুলিশের অনুমান, তিনি দীর্ঘ দিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন। পাশাপাশি হরিদেবপুরের চকঠাকুরানি এলাকা থেকে সোমবার রাতে গৌতম চট্টোপাধ্যায় নামে এক ব্যাক্তিকে বাড়ির বারান্দায় ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। তাঁকে এমআর বাঙুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।
|
ইএম বাইপাসে বাসে আগুন |
ইএম বাইপাস সংলগ্ন চিংড়িঘাটার কাছে সুকান্তনগরে যাদবপুর-নিউটাউন রুটের একটি যাত্রিবাহী বাসে আচমকা আগুন লাগলে যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। মঙ্গলবার দুপুর ১২টা নাগাদ ঘটনাটি ঘটে। খবর পেয়ে দমকলের দু’টি ইঞ্জিন ঘটনাস্থলে যায়। তবে এই ঘটনায় কোনও ক্ষয়ক্ষতি হয়নি। প্রাথমিক তদন্তে দমকল কর্তাদের অনুমান, বাসটির ইঞ্জিন গরম হয়ে গিয়ে এই বিপত্তি।
|
আজও ধোঁয়ায় বিপর্যস্ত চিন |
|
ধোঁয়ায় ঢাকা বহুতল। হারবিনে এএফপি-র তোলা ছবি। |
আজ দ্বিতীয় দিনেও ধোঁয়ার কবল থেকে মুক্ত হতে পারল না উত্তর-পূর্ব চিন। স্কুল, জাতীয় সড়ক থেকে শুরু করে হারবিন বিমানবন্দর— কালকের মতো আজও সব বন্ধ। আবহাওয়া দফতরের পক্ষ থেকে হারবিন শহরে চূড়ান্ত সতর্কবার্তা জারি করা হয়েছে। শহরের কোনও কোনও অংশে দৃশ্যমানতা কমে ২০ মিটারেরও নীচে নেমে এসেছে। কিন্ডারগার্টেন, প্রাথমিক ও জুনিয়র স্কুলগুলিতে আজও ক্লাস বন্ধ রাখা হয়েছে। গত কাল থেকে শহরের তাইপিং আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ। আজও সেখান থেকে যে সমস্ত বিমান ওড়ার কথা ছিল সবই বাতিল করা হয়েছে। |
|