গুপ্তধনের খোঁজে শুরু খননকার্য |
সাধু শোভন ওরফে শোভন সরকারের ‘সোনার স্বপ্নাদেশ’কে সত্যি করতে আজ সকাল থেকেই উত্তরপ্রদেশের ডান্ডিয়া খেরা গ্রামে খননকার্য শুরু করলেন ভারতীয় প্রত্নতত্ত্ব বিভাগের কর্মীরা। ভারতের স্বাধীনতা সংগ্রামী রাজা রাও রাম বক্স ফোর্টে গচ্ছিত আছে প্রায় হাজার টন সোনা, এমনই স্বপ্নাদেশ পান বলে দাবি করেন সাধু শোভন। এই স্বপ্নাদেশের কথা জানিয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী চরণদাস মোহান্তের সাহায্যপ্রার্থী হন তিনি। চরণদাসের হস্তক্ষেপে এলাকা পরিদর্শন করে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া ও ভারতীয় প্রত্নতত্ত্ব বিভাগ (এএসআই)। |
উত্তরপ্রদেশে রাজা রাও রাম বক্স ফোর্ট। ছবি: এপি |
আজ সকাল থেকেই শুরু হয় খননকার্য। লৌকিক বিশ্বাসের জেরে মজে রয়েছে উত্তরপ্রদেশের উন্নাও জেলার ছোট্ট গ্রাম ডান্ডিয়া খেরা। গুপ্তধনের খবর ছড়িয়ে পড়তেই অগণিত মানুষ ভিড় জমান দূর্গের বাইরে। দূর্গ ঘিরে বসে যায় মেলা। পরিত্যক্ত মন্দির ঘিরে রীতিমত পুজা-অর্চনা শুরু করে দেন গ্রামবাসীরা। পুলিশ সূত্রে খবর, এই খননকার্য যাতে আদালতের তত্ত্বাবধানে হয় তার জন্য সুপ্রিম কোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে।
|
তুতিকোরিনে আটক মার্কিন জাহাজের ৩৩ কর্মী ধৃত |
তামিলনাড়ু উপকূলে আটক মার্কিন অস্ত্রবোঝাই জাহাজের ৩৩ জন কর্মীকে আজ জিজ্ঞাসাবাদ শুরু করল তামিলনাড়ু পুলিশ। এদের মধ্যে ৮ জন ভারতীয়। পুলিশ সূত্রে খবর, গত শনিবার কোনও রকম অনুমতি ছাড়াই ভারতের জলসীমায় ঢুকে পড়েছিল এমভি সিম্যান গার্ড ওহায়ো নামক এই মার্কিন জাহাজটি। জাহাজটির কর্মী ও সশস্ত্র প্রহরীদের জেরা করে ৩১টি অ্যাসল্ট রাইফেল ও পাঁচ হাজার রাউন্ডেরও বেশি গুলির সন্ধান পেয়েছিল পুলিশ। তামিলনাড়ু পুলিশ সূত্রে খবর, বেআইনি অস্ত্র ও বিস্ফোরক রাখার অভিযোগে জাহাজের ১০ জন কর্মী ও ২৫ জন রক্ষীর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছিল। এ ছাড়াও স্থানীয় ব্যবসায়ীদের কাছ থেকে অবৈধভাবে দেড় হাজার লিটার ডিজেল কেনার অভিযোগেও মামলা দায়ের হয়েছিল তাদের বিরুদ্ধে। ধৃতদের মুথিয়াপুরম পুলিশ স্টেশনে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়েছে।
|