চোরাশিকার রুখতে উদ্যোগ কেনিয়ার |
গণ্ডার বনে সুন্দর, কিন্তু সেই গণ্ডারের খড়্গ থাকলেই তা চোরাশিকারিদের নেক নজরে পড়ছে। বিশ্ব জুড়ে চোরাবাজারে গণ্ডারের খড়্গের চাহিদা রয়েছে বহুকাল থেকেই। বর্তমানে তা ভীষণ আকার নিয়েছে। বেড়েছে শিকারের চৌহদ্দি। ব্যবহৃত হচ্ছে অত্যাধুনিক অস্ত্র। এই চোরাশিকারিদের হাত থেকে নিরীহ পশুদের, বিশেষত গণ্ডারদের বাঁচাতে বিশেষ উদ্যোগ নিল কেনিয়ার বন দফতর। কেরাটিন দিয়ে তৈরি (মানুষের নখ যা দিয়ে তৈরি) এক ধরনের বিশেষ মাইক্রোচিপ দেশের এক হাজারের বেশি গণ্ডারের খড়্গের মধ্যে বসিয়ে চোরাশিকারিদের রোখার পরিকল্পনা করেছেন তাঁরা। ১৫ হাজার মার্কিন ডলার মূল্যের এই চিপগুলি দিয়ে তাঁদের সহযোগিতা করেছে ওয়ার্ল্ড ওয়াইল্ডলাউফ ফান্ড। এই চিপের সাহায্যে চোরাশিকারিদের আস্তানা ও তাদের গতিবিধি সম্পর্কে তথ্য জানা যাবে বলে দাবি করেছে কেনিয়ার পুলিশ। তাঁদের আশা, প্রযুক্তি ব্যবহার করে চোরাপাচার অনেকাংশে বন্ধ করা যাবে।
|
গত চারদিনে মোট আট বার সংঘর্ষবিরতি লঙ্ঘন করল পাকিস্তান। আজ জম্মুর খারকোলা সীমান্তের কাছে গুলিবর্ষণ করে পাক সেনারা। বিএসএফ সূত্রে খবর, সকাল সাড়ে ন’টা নাগাদ খারকোলা সীমান্তের কাছে সন্দেহভাজন কিছু ব্যক্তিকে দেখা যায়। তার পরে আচমকাই গুলিবর্ষণ করতে থাকে পাক সেনারা। প্রতিরক্ষামন্ত্রক সূত্রে খবর, গত দু’মাসে এই নিয়ে মোট ১৫০ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে পাক সেনারা। গত মঙ্গলবার পুঞ্চ সীমান্তের বালাকোট সাবসেক্টরে পাক সেনাদের সঙ্গে গুলির লড়াইয়ে প্রাণ হারিয়েছিলেন এক ভারতীয় জওয়ান।
|
নিউ আলিপুরে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার |
বৃহস্পতিবার নিউ আলিপুরের দুর্গাপুর কলোনিতে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হল। পুলিশ জানিয়েছে, মৃত অলোক পাল (৩৫) পুজো মণ্ডপের জোগাড়ের কাজ করত। নিয়মিত মদ্যপানও করত সে। এর আগেও সে আত্মহত্যার চেষ্টা করেছিল। মানসিক অবসাদের জেরেই আত্মহত্যা বলে অনুমান পুলিশের। প্রাথমিক ভাবে অনুমান, গত কাল রাতে দুর্গাপুর ব্রিজ সংলগ্ন দুর্গাপুর কলোনির টালির ঘরে সে মণ্ডপ বাঁধার দড়িতে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। তার দেহ ময়নাতদন্তের জন্য এসএসকেএম হাসপাতালে পাঠানো হয়েছে।
|
মহারাষ্ট্রে মাওবাদী হামলায় হত তিন জওয়ান |
মহারাষ্ট্রের গড়চিরোলিতে মাওবাদী হামলায় তিন কমান্ডোর মৃত্যু হয়েছে। আজ সকালে মহারাষ্ট্র-ছত্তীসগঢ় সীমান্তে ধানোরা তালুকায় চিরুনি তল্লাশি চালানোর সময় একটি ল্যান্ডমাইন বিস্ফোরণ ঘটায় মাওবাদীরা। মাইনের কাছে থাকা মহারাষ্ট্রের সি-৬০ কমান্ডো বাহিনীর ওই তিন জওয়ানই ঘটনাস্থলে মারা যান। তাঁদের দেহ ময়নাতদন্তের জন্য গড়চিরোলির একটি সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে। |