ফের হাইকোর্টে ভাম। ফলে কিছুক্ষণ স্থগিত থাকল বিচার। বুধবার বিচারপতি তপেন সেন ও বিচারপতি মৃণালকান্তি সিংহের এজলাসে তখন বিচার চলছিল। ফলস্ সিলিংয়ের কিছুটা অংশ ভেঙে পড়ে একটি ভাম। তার দৌড়ঝাঁপে হুলুস্থুল বাধে। খবর যায় আদালতের পূর্ত বিভাগে। ব্যর্থ হন বিভাগীয় কর্মীরাও। ভামটি ফের ঢুকে পড়ে ফলস্ সিলিংয়ে।
|
নিষিদ্ধ শব্দবাজি বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে গ্রেফতার করল পুলিশ। মঙ্গলবার রাতে বাঁকুড়া শহরের দোলতলার বাসিন্দা পাপ্পু দত্ত নামের ওই ব্যবসায়ীকে পুলিশ গ্রেফতার করে। সোমবার বাঁকুড়ার চকবাজারে ওই ব্যক্তির দোকান থেকে কয়েক বস্তা শব্দবাজি উদ্ধার করা হয় বলে পুলিশের দাবি।
|
অর্ন্তজালে জোর লড়াই এ বার জাপান আর চিনের। রাজায় রাজায় নয়, কেন্দ্রীয় চরিত্র দুই বেড়াল। ইন্টারনেটে প্রিয়দের কাছে এত দিন সব চেয়ে মিষ্টি বেড়াল ছিল জাপানের মারু। কিন্তু তাদের নজর ঘুরিয়ে দিয়েছে স্নুপি। দু’বছরের স্নুপির নিজের জন্য রয়েছে একটা ফেসবুক পেজ। প্রতিদিনই ভক্ত সংখ্যা বেড়ে চলেছে তার। চিনের জনপ্রিয় সাইট ওয়েবোতে তার ফলোয়ার আড়াই লক্ষ ছাপিয়েছে। ইন্সটাগ্রামেও প্রায় দু’লক্ষ ছুঁইছুঁই। ছোট্ট ছোট্ট লোম, চ্যাপ্টা মুখ আর গাঢ় বাদামি চোখই তাঁর স্নুপির মূল আকর্ষণ, জানান মালকিন নিঙ্গ।
|
ফের গন্ডারের চোরাশিকার পবিতরার জঙ্গলে। বন বিভাগ সূত্রে খবর, মঙ্গলবার সন্ধ্যায় অভয়ারণ্যের তামুলিডুবা শিবিরের কাছে গুলির শব্দ শোনেন রক্ষীরা। দ্রুত তাঁরা ঘটনাস্থলে পৌঁছে যাওয়ায় নিহত গন্ডারের খড়্গ না-নিয়েই চোরাশিকারিরা পালায়। |