উপরে বাঁ দিকে ডেট ফান্ডের লেখচিত্র (গ্রাফ) দেখুন। যেহেতু তহবিলের পুরোটাই ঋণপত্রে লগ্নি করা হয়েছে, তাই ওঠা-পড়া এখানে কম।
বরং একটা নির্দিষ্ট ছন্দে ফান্ড ক্রমশ বেড়েছে। কিন্তু ইক্যুইটি ফান্ডের (ডান দিকে) ক্ষেত্রে সেই ওঠা-পড়া অনেক বেশি। তাতে চড়া লাভ যেমন
হয়েছে, তেমনই অনেক সময় সইতে হয়েছে বড়সড় ক্ষতিও। কিন্তু সব মিলিয়ে ক্ষতিকে ছাপিয়ে গিয়েছে লাভ। ভাল রিটার্ন মিলেছে দীর্ঘ মেয়াদে।