শহরের তিন শিল্পীর কাজ লন্ডনে |
গোড়াতেই একটা মিল আছে ওঁদের। তিন জনেরই শিল্পের পাঠ শুরু কলা ভবনে। মিল আরও একটা। শিল্পী-জীবন শুরু ইস্তক ‘সেন্টার অফ ইন্টারন্যাশনাল মডার্ন আর্ট’ (সিমা) ওই তিন জনের কাজকে কলকাতা-সহ দেশের নানা জায়গায় প্রদর্শনের ব্যবস্থা করেছে। সিমা-র এক প্রদর্শনীতেই তিন চিত্রশিল্পী সুমিত্র বসাক, শ্রেয়সী চট্টোপাধ্যায় এবং কিংশুক সরকারের কাজ নজর কাড়ে কিউরেটর গ্রিসেলডা বিয়ারের। তিনি দেখেছিলেন, ওই শিল্পীদের কাজে এক দিকে যেমন আছে দেশজ ছোঁয়া, আবার তা ভীষণ ভাবে বিশ্বজনীনও। স্বপ্নের উড়ান শুরু হয়েছিল সে দিনই। আর তা সফল রূপ পাচ্ছে কাল, ১০ অক্টোবর। লন্ডনের কিংস রোডে ডিউক অফ ইয়র্ক’স হেড কোয়ার্টার্সের সাচি গ্যালারিতে ওই তিন শিল্পীর কাজের প্রর্দশনী হবে আগামী তিন দিন। স্ট্রারটা আর্ট ফেয়ারের সেই প্রদর্শনীর নাম ‘কলকাতা ক্রস-কারেন্টস্’। এই প্রথম কলকাতার শিল্পীদের কাজ প্রদর্শিত হবে সেখানে।
|
মহিলা সাংবাদিককে হেনস্থা এবং ক্যামেরা ভেঙে দেওয়ার অভিযোগ উঠল আদিত্য পাঞ্চোলির বিরুদ্ধে। বিতর্ক পিছু ছাড়ছে না পাঞ্চোলি পরিবারের। জিয়া খান আত্মহত্যা মামলায় প্রথমে ছেলে সূরজ পাঞ্চোলির জড়িয়ে পড়া। আর এ বার অভিযুক্ত স্বয়ং আদিত্য। পুলিশ জানিয়েছে, আদিত্য পাঞ্চোলির কাছে একটি সাক্ষাৎকার নিতে গিয়েছিলেন এক মহিলা সাংবাদিক। ভাল ভাবে কথা বলা তো দূরের কথা, মহিলার হাতের ক্যামেরাটিও ভেঙে দেন তিনি।
|
ভার্সোভার একটি মাল্টিপ্লেক্সে ‘মিশর রহস্য’ ছবির প্রিমিয়ারে শ্রীদেবী ও বনি কপূরের সঙ্গে ‘কাকাবাবু’ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। সেলিব্রিটি ক্রিকেট লিগে ‘বেঙ্গল টাইগার্স’ টিমের মালিক বনি গত দু’বছর ধরেই প্রসেনজিৎকে তাঁর টিমে খেলানোর চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। অবশেষে বনিকে আশ্বস্ত করেছেন প্রসেনজিৎ। বলেছেন, টালিগঞ্জের শিল্পীদের হয়ে নামবেন বাইশ গজে।
|