|
|
|
|
|
আবার এসো মা
প্রশান্ত সাহা
(ভাতিন্দা, পঞ্জাব) |
বাঙালির ঐতিহ্য এবং সংস্কৃতিকে বহন করে গুটি কয়েক বাঙ্গালি পরিবারের প্রবল উত্সাহ ও উদ্দীপনায় একটি ফোরাম গড়ে উঠেছে বাংলা থেকে সুদূর ভাতিন্দা শহরে। তুলো ও গমের জন্য বিখ্যাত ভাতিন্দা জেলা পঞ্জাবের প্রধান শিল্পকেন্দ্রও বটে। আইএইচপিসিআই মিত্তাল এনার্জি লিমিটেডের শুরু গোবিন্দ সিংহ তৈল শোধনাগার এই শিল্পগুলির মধ্যে সর্ববৃহত্ এবং সর্বাধুনিক, তারই কর্মচারীদের আবাসন এইচএমইএল উপনগরীতে ২০১২ সালে এই ফোরাম প্রতিষ্ঠিত হয়।
ফোরামের প্রথম পদক্ষেপ ২০১২ সালের দুর্গাপুজো প্রভূত সাফল্যের সঙ্গে সংঘটিত হয়েছে। গত বছরের মতো এ বছরও উত্সবের আবহে মেতে দুর্গাপুজোর আয়োজন করা হয়েছে ১০-১৪ অক্টোবর এইচএমইএল উপনগরীতে। শরতের আকাশে বাতাসে যখন ধ্বনিত হবে মহামায়ার আগমন বার্তা, শুভ্র সুন্দর কাশ ফুলে ভরে যাবে ধরিত্রী তখনি দেবীর আরাধনায় মেতে উঠবে উপনগরীর সকল অধিবাসী বৃন্দ।
বাংলার শিল্পীর বানানো ডাকের সাজের প্রতিমা, পেশাদার নৃত্যগীত শিল্পীদের সঙ্গে স্থানীয় আবাসিকদের বিভিন্ন অনুষ্ঠান মিলিয়ে হয়ে উঠবে একটি পূর্ণাঙ্গ বিনোদনের প্যাকেজ। উত্সবের মেজাজ তুঙ্গে পৌঁছয় যখন পুজোর চারদিন প্রতি সন্ধ্যায় ঢাকের তালে তালে ধুনুচি নাচে মেতে ওঠে সকল সম্প্রদায়ের মানুষ। মায়ের মহাভোগ বিতরণ করা হয় চারদিন ধরেই। সকল সম্প্রদায়ের মহামিলনের মাধ্যমে মৃন্ময়ী মা চিন্ময়ী রূপে ধরা দেন সকলের সামনে।
নবমী নিশি শেষ হলে ভারাক্রান্ত হৃদয়ে মাকে বিদায় দেওয়া হবে ‘আসছে বছর আবার এসো মা’ এই মিনতি করে। সিঁদুর খেলা, প্রতিমা বিসর্জন এবং মিষ্টি বিতরণের মাধ্যমে সমাপ্তি ঘোষণা হবে এই মহা মিলনের উত্সবের। |
|
|
|
|
|
|