আনন্দplus এক্সক্লুসিভ |
মেকিং অব ‘পঞ্চমীর বোধন’ |
ক্যামেরার পিছনে কী চলছিল? ক্রিয়েটিভ প্রোডিউসর থেকে পরিচালক থেকে
নায়ক থেকে
খাওয়া-দাওয়া থেকে স্রেফ আড্ডা...যাকে বলে ‘ফুলটুস মস্তি’ |
|
|
শ্যুটিং-এর তদারকি। আর তার মাঝেই—‘‘জিলিপিটা ঠিক বাঙালি বাঙালি ছিল না কৌশিক...”,
“ঠিক বলেছ মুনদি”, শিঙাড়াটাও তাই”, পিছনের ভ্যানিটি ভ্যান থেকে নেমে গল্প করতে করতে
শ্যুটিং স্পটের দিকে এগিয়ে গেলেন মুনমুন-কৌশিক |
জ্যাকেট মাস্ট!
ক্যাজুয়াল লুকে
দুই নায়ক, দুই বেশে
|
‘শব্দ’-এর পরিচালককে দেব বলছিলেন,
“সাউথ আফ্রিকাতেই শুনলাম,
‘অপুর পাঁচালি’র দারুণ রিপোর্ট, ছবিটা কবে দেখাবে?” |
|
‘আওয়ারা’পন বনজারাপন।
সাদা ওয়েস্ট, সাদা টপ-এ ‘ম্যাডক্স স্কোয়্যার লুক’!
|
ফটোশ্যুটে ক্যামেরার পিছনে পরিচালক স্বয়ং!
|
ইয়ে দোস্তি... |
|
দেব |
জিৎ |
খোকা ৪২০
• রিলিজ-১৪ জুন
• বক্স অফিস: সুপারহিট
• হিট গান: গভীর জলের ফিশ |
বস
• রিলিজ- ৯ অগস্ট
• বক্স অফিস: সুপারহিট
• হিট গান: মন মাঝি রে |
|
• এ বার পুজোয় মেয়ে নভন্ন্যার সঙ্গে এই প্রথম বিদেশে ছুটি কাটাবেন জিৎ।
থাকবেন স্পেনে।
সেখান থেকে যাবেন নেদারল্যান্ডস |
• দেব থাকছেন কলকাতায়। সঙ্গে অবশ্য ‘রংবাজ’য়ের প্রোমোশনের কাজ থাকবে।
তার সঙ্গে চলবে
সাউথ সিটি-র ফ্ল্যাটে বন্ধুদের সঙ্গে আড্ডা |
• ‘শোলে’ রিমেক হলে, আপনি কোন চরিত্রটা করতে চাইতেন?
দেব বলেন, “আমি গব্বর সিংহ।”
আর জিৎ? “পরিচালকই ঠিক করুন” |
|
|
প্যাক আপ |
প্যাক আপ বলে দিয়েছেন মুনমুন আর কৌশিক।
|
এখন কারও তাড়াতাড়ি খেয়ে বেরিয়ে যাওয়ার তাড়া |
কারও ফ্যানের সামনে ঠান্ডা হওয়ার সময়। |
|
|
পঞ্চমীর বোধন
|
|
মা দুর্গা মাঝে! দু’পাশে লক্ষ্মী-সরস্বতী, কার্তিক-গণেশ। কৌশিকের পরিকল্পনা।
মুশকিল হল, গণেশ চরিত্রে কে রাজি হবেন? কৌশিক বললেন, “টস্ করলেই হল।”
আপনি থাকবেন না? “হ্যাঁ, প্যান্ডেলে শিবের ছবি হয়ে থাকতে পারি।” |
পরিচালনা: মুনমুন সেন
ক্রিয়েটিভ প্রোডিউসর: কৌশিক গঙ্গোপাধ্যায়; ফোটোগ্রাফার: দেবাশিস মিত্র;
সহকারী ফোটোগ্রাফার: সুদীপ্ত ভৌমিক; জিতের কস্টিউম ও স্টাইলিং: প্রণয় বৈদ্য;
দেবের কস্টিউম ও স্টাইলিং: অভিষেক দত্ত; রাইমার ইন্ডিয়ান কস্টিউম: প্রণয় বৈদ্য; সায়ন্তিকার কস্টিউম: অভিষেক দত্ত; রাইমার মেক আপ ও স্টাইলিং:
অনিরুদ্ধ চাকলাদার;
দেবের মেক আপ: সোমনাথ কুণ্ডু; জিতের মেক আপ: মনজিৎ তিওয়ারি;
সায়ন্তিকার মেক আপ: জিতু;
জিৎ, রাইমা ও সায়ন্তিকার হেয়ার স্টাইলিং: প্রিসিলা কর্নার; প্রোডাকশন কন্ট্রোলার: বীরেশ্বর দেবশর্মা; লোকেশন: এফডি ব্লক, সল্টলেক;
বিশেষ কৃতজ্ঞতা: প্রদীপ সেনগুপ্ত;
হসপিটালিটি পার্টনার: ওহ্! ক্যালকাটা; পরিকল্পনা: গৌতম ভট্টাচার্য; রূপায়ণ ও বিন্যাস: ইন্দ্রনীল রায় |
|
|