হঠাৎ দেখে মনে হতে পারে বুঝি কেউ মাটির ঘর তৈরি করছেন বসবাসের জন্য। তবে
তা নয়, বনগাঁর পূর্বপাড়ার প্রগতি সঙ্ঘ এ বার পুজোর থিম করেছে বাউল গ্রাম।
তৈরি
হচ্ছে তারই মডেল। মণ্ডপে দেখা মিলবে ফকিরেরও। সোমবার ছবি তুলেছেন নির্মাল্য প্রামাণিক।
|
মোবাইল-বন্দি দেবী। আরামবাগের পারুলে মোহন দাসের তোলা ছবি।
|
ফুটবল দিয়ে সাজানো হচ্ছে আন্দুলের একটি
পুজো মণ্ডপ। ছবি: রমাপ্রসাদ গঙ্গোপাধ্যায়।
|
মণিরামপুরের সিদ্ধেশ্বরীতলা বারোয়ারি দুর্গোৎসব কমিটির প্রতিমা। ছবি: সজল চট্টোপাধ্যায়।
|
সালকিয়ার ক্ষীরোদচন্দ্র ঘোষ রোডে ‘ঘোষবাড়ি’র নাটমন্দিরে শেষ মুহূর্তের প্রস্তুতি।
ক্ষীরোদবাবুই এই পুজোর সূচনা করেছিলেন। বংশপরম্পরায় বীরভূমের শিল্পীরা
প্রতিমাকে ডাকের সাজে সাজান। পুজোটি প্রায় ২১৫ বছরের পুরনো। ছবি: দীপঙ্কর মজুমদার। |