প্রত্যাশা পূরণ করে নোবেল জয় করল হিগস বোসন ওরফে ঈশ্বরকণা। গত বছর জেনিভার কাছে সার্ন গবেষণাগারে লার্জ হ্যাড্রন কোলাইডার যন্ত্রে শনাক্ত হয়েছিল সেই কণার অস্তিত্ব, যার সঙ্গে যুক্ত বাঙালি বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসুর নাম। যে কণা না থাকলে, বিশ্ব ব্রহ্মাণ্ডে বস্তু হতো ভরহীন, থাকত না গ্রহ-নক্ষত্র, পাহাড়-পর্বত, এমনকী মানুষ। সেই কণার অস্তিত্ব দাবি করেছিলেন পিটার হিগস এবং ফ্রাঁসোয়া এঙ্গলার্ট শুধুমাত্র গণিত নির্ভর করে। মঙ্গলবার দুই বিজ্ঞানীকে নোবেল পুরস্কার দেওয়া হল। পরীক্ষামূলক প্রমাণ হাতে আসার সঙ্গে সঙ্গে এত দ্রুত নোবেল শিরোপা দেওয়ার নিদর্শন বিরল। সাফল্যের গুরুত্ব বিবেচনা করে সুইডিশ নোবেল কমিটি পুরস্কার ঘোষণা করল বছর ঘুরতে না ঘুরতেই। বিশ্বজুড়ে পদার্থবিজ্ঞানীরা নোবেল কমিটির এই ঘোষণায় উল্লসিত। তবে আনন্দের মাঝে রইল প্রশ্নও। হিগস এবং এঙ্গলার্ট ছাড়াও আরও কয়েক জন গবেষক কাজ করেছেন বস্তুকণার ভর বিষয়ে। তাঁরা রইলেন উপেক্ষিত। |
শর্তসাপেক্ষে নিয়োগ করা যাবে প্রাথমিক শিক্ষক |
পুজোর পর শর্তসাপেক্ষে প্রাথমিক শিক্ষক নিয়োগ করা যাবে বলে মঙ্গলবার কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে। গত ৩১ মার্চ পশ্চিমবঙ্গের প্রায় সাড়ে ৬ হাজার পরীক্ষাকেন্দ্রে ৪৫ লক্ষ পরীক্ষার্থী ওই পদের জন্য পরীক্ষা দিয়েছিলেন। এর পর একদল ছাত্রছাত্রী প্রশ্নপত্র সিলেবাস বহির্ভূত হয়েছে বলে হাইকোর্টে অভিযোগ জানান। প্রশ্নপত্র সত্যিই সিলেবাস বহির্ভূত হয়েছে কি না তা আদালত ‘ন্যাশনাল কাউন্সিল অফ টিচার্স এডুকেশন অ্যাক্ট’ (এনসিটিই)-এর কাছে জানতে চায়। এনসিটিই-র পক্ষ থেকে জানানো হয়, পরিবেশবিদ্যা, অঙ্ক এবং ইংরেজির প্রশ্ন মোটেই মাধ্যমিক স্তরের শিক্ষক নিয়োগের মতো নয়, বরং আরও উচ্চস্তরের।
এ দিন মামলাটি বিচারপতি বিশ্বনাথ সমাদ্দারের এজলাসে শুনানির জন্য উঠলে আদালত জানায়, রাজ্য সরকার পুজোর পর এই নিয়োগ প্রক্রিয়ায় কাজ শুরু করতে পারবে। তবে এ ক্ষেত্রে একটি শর্তও রাখা হয়েছে। যাঁদের নিয়োগপত্র দেওয়া হবে তাঁদের প্রত্যেককে জানিয়ে দিতে হবে বিষয়টি এখনও বিচারাধীন। যদি মামলায় তাঁরা হেরে যান়, তবে ওই নিয়োগপত্র বাতিল বলে বিবেচিত হবে।
|
কলেজ শিক্ষক নিয়োগে ধাক্কা |
তিন বছর বন্ধ থাকার পরে কলেজ সার্ভিস কমিশন মারফত কলেজের জন্য শিক্ষক বাছাইয়ের কাজ শুরু হয়েছিল। আগামী কাল থেকে নির্বাচিত প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করার কথা ছিল। কিন্তু মঙ্গলবার কলকাতা হাইকোর্টের দেওয়া একটি রায়ে স্থগিত হয়ে গিয়েছে সেই প্রক্রিয়া। হাইকোর্ট জানিয়েছে, ২০০৯-এ প্রকাশিত ইউজিসি-র নিয়ম অনুযায়ী যাঁরা পিএইচডি করেননি, তাঁদেরও সরাসরি কমিশনের ইন্টারভিউয়ে বসার সুযোগ দিতে হবে। ইন্টারভিউয়ে নির্বাচিত প্রার্থীদের নামের তালিকা সিল করা খামে জমা দিতে হবে হাইকোর্টের কাছে। রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন, এই রায়ের পরিপ্রেক্ষিতে পরবর্তী পদক্ষেপ আলোচনা করে করা হবে।
|
পাক সেনার মদতেই অনুপ্রবেশ, দাবি ভারতীয় সেনার |
জঙ্গিদের কাছ থেকে উদ্ধার হওয়া রসদ। ছবি: পিটিআই। |
জম্মু-কাশ্মীরের কুপওয়াড়া জেলায় কেরন সেক্টরে সেনা অভিযান শেষ হয়েছে বলে জানাল ভারতীয় সেনা। গত ২৪ সেপ্টেম্বর থেকে লাগাতার ১৫ দিন ধরে চলেছে এই সেনা অভিযান। ভারতীয় সেনাপ্রধান বিক্রম সিংহ আজ এক বিবৃতিতে জানিয়েছেন, ৩০-৪০ জন জঙ্গির যে দলটি আন্তর্জাতিক সীমা অতিক্রম করে ভারতে ঢুকেছিল, তাদের মধ্যে অন্তত ৭ জন সেনা অভিযানে নিহত হয়েছে। তাদের কাছে থেকে শুকনো খাবার-সহ আনাজপাতি, ওষুধ, পাকিস্তানের জঙ্গি সংগঠনের লেটারহেডে লেখা চিঠি, পাকিস্তানে তৈরি অস্ত্রশস্ত্র, পরিচয়পত্র, পাক-সেনার পোশাক ইত্যাদি উদ্ধার হয়েছে। তাঁর দাবি, পাকিস্তানি সেনার প্রত্যক্ষ মদত না থাকলে জঙ্গিরা এ ভাবে অনুপ্রবেশ করতে পারত না।
আজ জিওসি নর্দান কম্যান্ড লেফটেন্যান্ট জেনারেল সঞ্জীব চাচরা হাসপাতালে গিয়ে অভিযানে আহত জওয়ানদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, “এই অনুপ্রবেশ সম্পর্কে পাকিস্তানি সেনার কাছে কোনও তথ্য নেই, এটা অসম্ভব। এই অনুপ্রবেশ যথেষ্ট সুপরিকল্পিত। সেনা গোয়েন্দা দফতর সূত্রে জানানো হয়েছে, আবারও নতুন করে জঙ্গি অনুপ্রবেশের ঘটনা ঘটতে পারে। তার জন্য আমরা তৈরি।”
|
সিপিএম নেতা অনুজ পাণ্ডের বাড়ি ভাঙার মামলায় বেকসুর খালাস পেলেন জনগণের কমিটির জেলবন্দি নেতা ছত্রধর মাহাতো। ২০০৯ সালের ১৫ জুন দুপুরে লালগড়ের ধরমপুর গ্রামে সিপিএমের বিনপুর জোনাল সম্পাদক অনুজবাবুর বাড়িতে ভাঙচুর ও লুঠপাট চালানোর অভিযোগ ওঠে মাওবাদী-জনগণের কমিটির লোকজনের বিরুদ্ধে। ছত্রধর-সহ মোট ২৭ জন এতে অভিযুক্ত ছিলেন। মঙ্গলবার ঝাড়গ্রাম আদালত উপযুক্ত সাক্ষ্যপ্রমাণের অভাবে সকলকে বেকসুর খালাস দেন। ২০০৯ সালের ২৬ সেপ্টেম্বর লালগড়ের বীরকাঁড় থেকে গ্রেফতার হন ছত্রধর। মোট ১৮টি মামলার মধ্যে ১৭টিতে তিনি জামিন পেয়েছেন। তবে ইউএপিএ মামলায় জামিন না পাওয়ায় এই মুহূর্তে ছত্রধরের মুক্তি পাওয়ার সম্ভাবনা নেই। |
বিজয়নগরমে এক ঘণ্টার জন্য কার্ফু শিথিল |
হায়দরাবাদ সেক্রেটারিয়েটে ধর্মঘটে বসেছেন সরকারি কর্মীরা। ছবি: এএফপি। |
তেলঙ্গানা বিরোধী আন্দোলনের জন্য অন্ধ্রপ্রদেশের বিজয়নগরমে যে কার্ফু জারি করা হয়েছিল, তা আজ সকাল সাতটা থেকে আটটা পর্যন্ত এক ঘণ্টার জন্য শিথিল করা হয়। বিশাখাপত্তনমের ডেপুটি আইজি পি উমাপতি সংবাদমাধ্যমকে জানান, জরুরি জিনিসপত্র কেনার জন্য কার্ফু শিথিল করা হয়েছে। গত কাল থেকে নতুন করে কোনও হিংসার ঘটনা ঘটেনি। পরিস্থিতি স্বাভাবিক থাকলেও শহর জুড়ে কড়া নজরদারির ব্যবস্থা করা হয়। পুলিশ সূত্রে খবর, হিংসাত্মক ঘটনায় জড়িত সন্দেহে ১১০ জনকে গ্রেফতার করা হয়েছে। নতুন করে যাতে হিংসা না ছড়ায় তা দেখার জন্য পুলিশের একটি বিশেষ দল গঠন করা হয়েছে।
অন্য দিকে, কর্মীরা ধর্মঘটে যোগ দেওয়ায় বিদ্যুত্ উত্পাদনে ব্যাপক ঘাটতি হয়েছে। ফলে রাজ্যের পাঁচটি জেলা কার্যত অন্ধকারে ডুবেছে। প্রায় ৪ হাজার কিলোওয়াটের ঘাটতি থাকায় হাসপাতাল থেকে বিমানবন্দর, সব জায়গায় জরুরি ভিত্তিতে জেনারেটরের সাহায্যে কাজ চালাতে হচ্ছে। |