জলপথে কাঠ পাচার, খড়্গপুরে ধৃত যুবক
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর |
জলপথে কাঠ পাচারের সময় সোমবার হাতেনাতে গ্রেফতার হয়েছে একজন। আটক করা হয়েছে একটি নৌকো। উদ্ধার হয়েছে লক্ষাধিক টাকার শাল কাঠ। খড়্গপুরের ডিএফও অঞ্জন গুহ বলেন, “পুলিশ এবং বন দফতর তল্লাশি চালিয়ে কিছু শাল কাঠ উদ্ধার করেছে। একজনকে গ্রেফতার করা হয়েছে।” ডিএফও জানান, এ বার জলপথেও নজরদারি চালানো হবে।” সোমবার ভোর থেকে সুবর্ণরেখার তীরে তল্লাশি চালায় পুলিশ এবং বন দফতর। ছিলেন হিজলির রেঞ্জ অফিসার অনিন্দ্য গুহঠাকুরতা। বন দফতর সূত্রে জানা গিয়েছে, নয়াগ্রামের কলমা পুকুরিয়ার দিক থেকে কেশিয়াড়ির কুলবনির দিকে আসছিল কাঠ বোঝাই নৌকোটি। ধৃত যুবক গৌতম ঘোষের বাড়ি নয়াগ্রামের শুকদেবপুরে। এই যুবক কোনও অসাধু ব্যবসায়ী চক্রের সঙ্গে জড়িত বলেই প্রাথমিক ভাবে মনে করছে বন দফতর।
|
অন্তঃসত্ত্বা হাতির দেহ
নিজস্ব সংবাদদাতা • শামুকতলা |
একটি বুনো হাতির মৃতদেহ উদ্ধার হল। বন দফতর সূত্রের খবর, হাতিটি পূর্ণবয়স্ক গর্ভবতী স্ত্রী হাতি। সোমবার সকালে বক্সা ব্যাঘ্র প্রকল্পের পূর্ব বিভাগের তুরতুরি নদীর ধারে চুনিয়া চা বাগান এলাকায় হাতিটির মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা। তাঁরাই বন দফতরে খবর দেন। মৃত হাতিটির বয়স আনুমানিক ৪০ বছর। রবিবার রাতে একদল বুনো হাতি কার্তিকা জঙ্গল থেকে বার হয়ে তুরতুরি নদী পার হয়ে নুরপুর গ্রামে হানা দেয়। মৃত গর্ভবতী হাতিটি ওই দলে ছিল। গ্রামবাসীদের তাড়া খেয়ে হাতির দলটি নদীর ধারে এসে কয়েক জন ধানের খেত নষ্ট করে। সেখান থেকে তাড়া খেয়ে নদী পার হয়ে জঙ্গলে ফেরার পথেই সম্ভবত হাতিটি মারা গিয়েছে বলে বন কর্তাদের অনুমান। বক্সা ব্যাঘ্র প্রকল্পের (পূর্ব) উপ ক্ষেত্র অধিকর্তা ভাস্কর জেভি বলেন, “অসুস্থতার কারণে হাতিটির মৃত্যু হতে পারে। তবে জমির ফসল খেয়ে হাতিটির শরীরে কোনও বিষক্রিয়া হয়েছে কী না সেটা খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট এসে সব পরিস্কার হবে।”
|
স্কুলের দেওয়ালে কঙ্কাল, পাখির বলেই সন্দেহ |
কলকাতার একটি স্কুলের দেওয়াল থেকে ৫০টিরও বেশি কঙ্কাল পাওয়া গিয়েছে। লা মার্টিনিয়ার স্কুল ফর বয়েজের ১৭৮ বছরের পুরনো ভবনের দেওয়ালের ভিতরে পাওয়া কঙ্কালগুলি পাখির বলেই মনে করা হচ্ছে। স্কুলের সেক্রেটারি রঞ্জন চক্রবর্তী জানান, তাঁদের সেন্ট্রাল অ্যাকাউন্ট অফিসে মেজেনাইন ফ্লোরের কাজ চলছে। ওই ভবনের দেওয়াল ৩০ ইঞ্চি পুরু চুন-সুরকির তৈরি। লোহার বিম ঢোকানোর জন্য কর্মীরা সেই দেওয়ালে ৭-৮টি বড় ফুটো করেন। তখনই ফুটোর ভিতরে কঙ্কালগুলি পাওয়া যায়। কোনও কোনও কঙ্কাল অবিকল পাখির মতো। কঙ্কালগুলি পাখির হলে সেটা কী পাখি, সব কঙ্কাল একই পাখির কি না, স্কুলের দেওয়ালের ভিতরে এত কঙ্কাল এলই বা কী ভাবে, তা জানতে ভারতীয় জাদুঘরের কর্তৃপক্ষকে খবর দেওয়া হয়েছে।
|
ফের দক্ষিণ ২৪ পরগনার আমতলা এলাকা থেকে বেজির লোম-সহ দুই ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। সোমবার মুখ্য বনপাল (বন্যপ্রাণ) কল্যাণ দাস জানান, ওই দু’জনকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। তাদের কাছে থেকে কয়েক কেজি বেজির লোম মিলেছে। বেজির লোম দিয়ে তুলি তৈরি হয়। উৎসবের মরসুমে তার চাহিদাও প্রচুর। |