আজকের শিরোনাম
তেলঙ্গানা নিয়ে বিক্ষোভ, অনশন অব্যাহত
তেলঙ্গানার উত্তাপ ছড়াচ্ছে রাজধানী দিল্লিতেও। তেলঙ্গানা রাজ্য গঠনের প্রতিবাদে আজ নয়াদিল্লিতে অনির্দিষ্ট কালের জন্য অনশনে বসেছেন তেলুগু দেশম পার্টির (টিডিপি) নেতা চন্দ্রবাবু নাইডু। আন্দোলন যে ভাবে গতি পাচ্ছে তা সামাল দিতে রীতিমতো হিমশিম রাজ্য প্রশাসন। গত কালই বিজয়নগরমে দেখামাত্রই গুলির নির্দেশ দিয়েছিল রাজ্য প্রশাসন। কিন্তু তা উপেক্ষা করে বহু মানুষ বিক্ষোভে সামিল হন। কোথাও কোথাও পুলিশ-জনতা খণ্ডযুদ্ধ বাধে। আজ সকালেও নতুন করে পুলিশ-বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ২০ জন পুলিশকর্মী আহত হন। এই ঘটনায় এ পর্যন্ত ৩৪ জনকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।
এর সঙ্গে যুক্ত হয়েছে রাজ্য বিদ্যুত্কর্মীদের অনির্দিষ্টকালের ধর্মঘট। রাজ্য ভাগের কেন্দ্রীয় সিদ্ধান্তের বিরোধিতা করে কার্যত ‘ব্ল্যাক আউট’-এর পথে নামায় গত কাল থেকেই অন্ধকারে ডুবে গিয়েছে বিস্তীর্ণ সীমান্ধ্র। থমকে গিয়েছে ট্রেন চলাচল, বাতিলও হয়েছে বেশ কয়েকটি ট্রেন।
তেলঙ্গানা নিয়ে কেন্দ্রের ভূমিকাকে ‘ম্যাচ গড়াপেটা’র সঙ্গে তুলনা করেছেন চন্দ্রবাবু। তাঁর অভিযোগ, কোনও নিয়মনীতির তোয়াক্কা না করে শুধুমাত্র রাজনৈতিক স্বার্থেই কংগ্রেসের এই সিদ্ধান্ত। তিনি আরও বলেন, পৃথক তেলঙ্গানা আটকাতে তিনি যথাসাধ্য চেষ্টা করেছেন। সীমান্ধ্রের মানুষ কংগ্রেসের উপর আস্থা হারিয়েছে। অন্ধ্রপ্রদেশে এই ‘ডামাডোল’-এর জন্য কংগ্রেসকেই দায়ী করেছেন তিনি। পৃথক তেলঙ্গানায় কেন্দ্রের সবুজ সঙ্কেতের পর আজ মুখ খুললেন সমাজবাদী পার্টির নেতা মুলায়ম সিংহ যাদব। তিনি বলেন, বড় রাজ্যগুলিকে ভাঙার পক্ষে নয় তাঁর দল।
আবার তেলঙ্গানা প্রসঙ্গে জগন্মোহন ও চন্দ্রবাবুকে এক হাত নিয়ে কংগ্রেস নেতা দিগ্বিজয় সিংহের মন্তব্য, ‘‘ওঁরা আগেই তেলঙ্গানা গঠনে লিখিত ভাবে সমর্থন জানিয়েছিলেন। তাঁরাএখন ‘সুবিধাবাদী রাজনীতি’ করছে।’’

শেষ মুহূর্তের সাতসতেরো

গ্রামবাসীদের বিক্ষোভ, কাঁকসায় কাজ বন্ধ এসারের
গ্রামোন্নয়নের প্রতিশ্রুতি না রাখার অভিযোগে বর্ধমানের কাঁকসার আকন্দরায় এসারের কাজ বন্ধ করলেন গ্রামবাসীরা। সোমবার সকাল থেকে দু’জায়গায় মোরামের রাস্তা কেটে দিয়ে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। ফলে বন্ধ হয়ে গেছে এসারের গাড়ি যাতায়াত। গ্রামবাসীদের অভিযোগ, রাস্তা পাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দিলেও এসার তা করেনি। এ ছাড়া কিছু চাষের জমির উপর দিয়েও গাড়ি যাতায়াত করায় ক্ষতি হয়েছে। কিন্তু ক্ষতিপূরণ দেওয়া হয়নি ওই জমিরও।

পূর্ণবয়স্ক হাতির দেহ উদ্ধার ডুয়ার্সে
আজ সকালে একটি পূর্ণবয়স্ক স্ত্রী হাতির দেহ উদ্ধার হল ডুয়ার্সের কার্তিকা জঙ্গল লাগোয়া কুমারগ্রামের চুনিয়াঝোরায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গর্ভবতী ওই হাতিটি অন্য হাতিদের সঙ্গে গতকাল নুরপুর গ্রামে আসে। ধান খায় এবং কিছু বাড়িও ভাঙচুর করে ওই হাতির পাল। নদী পেরিয়ে জঙ্গলে ফেরার সময় মৃত্যু হয় ওই হাতির। ফসল খেতে গিয়ে বিষক্রিয়ায় মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ভাবে সন্দেহ করা হচ্ছে। ঘটনাস্থলে পৌঁছেছেন বক্সা ব্যাঘ্র প্রকল্পের শীর্ষ আধিকারিকরা।

আইপিএল স্পট ফিক্সিং: ৩ সদস্যের তদন্ত কমিটি গঠনের নির্দেশ
ফের অস্বস্তিতে শ্রীনিবাসন। আইপিএল স্পট ফিক্সিং নিয়ে সুপ্রিম কোর্টে শুনানি ছিল আজ। শুনানিতে বিসিসিআইকে তিন সদস্যের এক তদন্তকারী দল গঠনের নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। নতুন এই তদন্ত কমিটির প্রধান দায়িত্বে থাকবেন পঞ্জাব ও হরিয়ানার প্রাক্তন বিচারপতি মুকুল মুদগল, অ্যাডভোকেট নাগেশ্বর রাও ও নীলেশ দত্ত। আগামিকালের মধ্যে এই বিষয়ে বিসিসিআই ও বিহার ক্রিকেট বোর্ডকে সিদ্ধান্ত নিতে বলা হয়েছে। এ বিষয়ে ফের শুনানি হবে আগামিকাল। পাশাপাশি, আদালত এটাও জানিয়েছে, মামলা চলাকালীন বোর্ডের সভাপতির দায়িত্বে থাকতে পারবেন না শ্রীনি।

গড়ফায় বৃদ্ধার হার ছিনতাই
এক বৃদ্ধার গলা থেকে হার ছিনতাই করে পালাল দুষ্কৃতীরা। আজ সকাল আটটা নাগাদ ঘটনাটি ঘটেছে গড়ফার আদর্শনগরে। এ বিষয়ে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন ওই বৃদ্ধা। পুলিশ জানিয়েছে, পুজো দিয়ে বাড়ি ফেরার পথে দুই দুষ্কৃতী বাইকে চেপে এসে বৃদ্ধার গলা থেকে হার ছিনিয়ে নিয়ে পালায়। তাদের প্রত্যেকের মুখ ঢাকা ছিল। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.