চিত্র সংবাদ |
মাটির গয়না শাড়িতে সাজছে মেদিনীপুরের এক মণ্ডপ।—নিজস্ব চিত্র।
|
জল কাদায় মাখামাখি হয়ে রয়েছে চত্বর। তবে বৃষ্টি একটু কমতেই শুরু হয়েছে মণ্ডপ তৈরির কাজ।
খড়্গপুরের সুভাষপল্লিতে জয়পুরের প্রাসাদের আদলে সাজছে মণ্ডপ। ছবি: কিংশুক আইচ।
|
রাঙামাটি সর্বজনীনের মণ্ডপে চলছে শেষ মুহূর্তের কাজ।—নিজস্ব চিত্র।
|
মেদিনীপুরের কর্ণেলগোলার মণ্ডপে চলছে প্রতিমার চক্ষুদানের কাজ।—নিজস্ব চিত্র।
|
বসে আঁকো
সাংস্কৃতিক সংস্থা কলাকেন্দ্র আয়োজিত ১৭তম বার্ষিক অনুষ্ঠান হল রবিবার।
মেদিনীপুর শহরের দুর্গাদেবী লোধা ভবনে এই উপলক্ষে আয়োজিত অঙ্কন
প্রতিযোগিতায় চারশোরও বেশি প্রতিযোগী যোগ দেয়। বাৎসরিক প্রতিযোগিতার পুরস্কার
বিতরণ ও দুঃস্থ ছাত্র-ছাত্রীদের অর্থ সাহায্য করা হয়। ছবি: কিংশুক আইচ।
|
অন্য পুজো
পুজোর আগে শেষ রবিবার ঝাড়গ্রাম মহকুমা আদালত চত্বরে দরিদ্র নারায়ণ সেবার
ব্যবস্থা করেছিলেন আদালতের আইনজাবী ও মুহুরিরা। ছিল বস্ত্র বিতরণও।
পুজোর আগে নতুন জামাকাপড় পেয়ে খুশি ঝরে পড়ছিল বিকাশ শবর, পানমনি শবরের
মতো কচি মুখগুলোয়। খুশি অশীতিপর বিমলা ভুক্তাও। ছবি: দেবরাজ ঘোষ। |
|