চিত্র সংবাদ |
|
মাটি আর কাঠের পুতুল দিয়ে সাজবে বর্ধমানের ঝাপানতলার এক পুজো মণ্ডপ।
জোরকদমে চলছে তারই প্রস্তুতি। ছবি তুলেছেন উদিত সিংহ। |
|
বাইরে বৃষ্টি, তবু একমনে কাজ করে চলেছেন শিল্পী। হাতে সময় যে আর বেশি নেই।
আসানসোলের মহিশীলা কুমোরপাড়ায় ছবিটি তুলেছেন শৈলেন সরকার। |
|
দুর্গাপুর বেনাচিতি বাজারে রোজ প্রায় এক কুইন্ট্যাল চিনির বাতাসা তৈরি করেন পীযূষ মণ্ডল।
তিনি জানান, এখন চাহিদা বেড়েছে। বাজারে এক কেজি বাতাসার দাম ৬০ টাকা হলেও
কারখানায় পাইকারি ৪০ থেকে ৪৫ টাকা কেজিতে বিক্রি হয়। ছবি: সব্যসাচী ইসলাম। |
|
বাইরে বৃষ্টি, তবু এক মনে প্রতিমার পা রাঙাচ্ছেন শিল্পী। কালনার বারুইপাড়ায় ছবি তুলেছেন মধুমিতা মজুমদার। |
|