আজকের শিরোনাম
কাটোয়ায় সিপিএম নেতা খুন
কাটোয়ায় সিপিএমের জোনাল কমিটির নেতাকে কুপিয়ে খুন করল কয়েকজন দুষ্কৃতী। ঘটনাটি ঘটেছে রবিবার সন্ধ্যায়। পুলিশ সূত্রে খবর, নিহতের নাম কার্তিক মণ্ডল। বাড়ি কাটোয়ার দেয়াসিন গ্রামে। বর্ধমানে দলীয় সভা থেকে ফেরার সময় তাঁর উপর হামলা চালায় দুষ্কৃতীরা। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

নয়া ধর্ষণের অভিযোগ, অস্বস্তি বাড়ল আশারামের
নতুন করে আবার ধর্ষণের ঘটনায় নাম জড়াল আশারাম বাপুর। একই অভিযোগ উঠেছে তাঁর ছেলে নারায়ণ সাইয়ের বিরুদ্ধেও। পুলিশ সূত্রে খবর, ২০০২ থেকে ২০০৪ সালের মধ্যে সুরতে দুই বোন আশারাম বাপুর বিরুদ্ধে থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করে। তাঁর বিরুদ্ধে ৩৭৬, ৩৪২ এবং ৫০৯ ধারায় মামলা রুজু করেছে পুলিশ। আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে আশারাম আরও দুই সাগরেদকে। গত ২ অক্টোবর রাজস্থান হাইকোর্ট আশারাম বাপুর জামিনের আবেদন খারিজ করে দেয়। এই পরিস্থিতিতে নতুন করে এই অভিযোগ সামনে আসায় অস্বস্তি আরও বাড়ল আশারাম এবং তাঁর ছেলের। জোধপুরের আশ্রমে এক নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে বর্তমানে জেলেই রয়েছেন আশারাম। তাঁর ছেলে নারায়ণ সাইয়ের গ্রেফতারের বিষয়ে পুলিশ এখনই কিছু বলতে না চাইলেও ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানা গিয়েছে।

তেলঙ্গনা নিয়ে উত্তাপ বাড়ছে, অনশনে এ বার চন্দ্রবাবু
পৃথক তেলঙ্গনা রাজ্য গঠনকে কেন্দ্র করে রাজনৈতিক পরিস্থিতি আরও ঘোরালো হচ্ছে। অন্ধ্রপ্রদেশ ভাঙ্গার প্রতিবাদে আগামিকাল থেকে নয়াদিল্লিতে অনশনে বসতে চলেছেন তেলেগু দেশমের সুপ্রিমো চন্দ্রবাবু নাইডু। আজ সন্ধ্যায় সাংবাদিক বৈঠকে এই কথা জানিয়েছেন তিনি। এ দিকে, তেলঙ্গনা-বিরোধী আন্দোলনের তীব্রতা আরও বাড়াতে ওয়াইএসআর কংগ্রেস সভাপতি জগন্মোহন রেড্ডির অনির্দিষ্টকালের জন্য অনশন আজ দ্বিতীয় দিনে পড়ল। বিক্ষোভের জেরে রাজ্যের উপকূলবর্তী শহর বিজয়নগরমে কার্ফু জারি করা হয়। পুলিশ সূত্রে খবর, তেলঙ্গনা বিরোধী ইস্যুতে বিক্ষোভ, ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনায় ক্ষতিগ্রস্থ হয়েছে বহু সম্পত্তি। চেন্নাই থেকে অন্ধ্রগামী বেশ কিছু ট্রেনও বাতিল করে দক্ষিণ রেল। পরবর্তী ক্ষেত্রে এই রকম পরিস্থিতিতে কড়া পদক্ষেপ করা হবে বলে জানিয়েছে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রয়োজনে গুলি চালানোর নির্দেশও দেওয়া হয়েছে।

দিল্লির পার্কে নামল বিমান
আজ সকাল ১১টা নাগাদ দিল্লির শাস্ত্রী পার্কে বায়ু সেনার একটি বিমান জরুরি অবতরণ করে। পুলিশ জানিয়েছে, পূর্ব দিল্লির উসমানপুর থানার কাছে শাস্ত্রীনগরের এলাকার ওই পার্কে কিছু যান্ত্রিক ত্রুটির জন্য জরুরি অবতরণ করে বিমানটি। দুই আসন বিশিষ্ট ওই বিমানের চালক ছিলেন কমান্ডার বিদ্যুত্ ঘোষ। এই ঘটনায় কেউ হতাহত হননি। সকালে পার্কের মধ্যে বায়ু সেনার বিমানের এই জরুরি অবতরণে ঘটনায় বিস্তীর্ণ এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। দলে দলে লোক ওই পার্কে ভিড় করেন। ছুটে আসে পুলিশও। দুপুর পর্যন্ত ওই পার্কেই বিমানটির যান্ত্রিক ত্রুটির মেরামতির কাজ চলছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.