বুদবুদের বাসিন্দা ষষ্ঠ শ্রেণির পড়ুয়া সায়ক কর্মকারকে অপহরণের অভিযোগে অভিযুক্ত চারজনকে শনিবার দুর্গাপুর এসিজেএম আদালতে তোলা হয়। মূল অভিযুক্ত সায়কের খুড়তুতো দাদা রুদ্রনাথ কর্মকারকে ১০ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। অন্য তিন অভিযুক্ত পাপ্পু বিশ্বাস, সোনু চৌধুরী ও চন্দ্রা চৌধুরীর পাঁচ দিনের জেল হেফাজত হয়েছে। এ দিন আদালতে উপস্থিত সায়কের গোপন জবানবন্দী নেওয়া হয়। পুলিশ জানিয়েছে, রুদ্রনাথকে জিজ্ঞাসাবাদ করে এই ঘটনায় আর কে জড়িত জানার চেষ্টা করা হবে। সোনু ও চন্দ্রাকে ‘টিআই প্যারেড’ করা হবে।
|
কুলটি পুরসভার উপপ্রধানকে তাঁর দলীয় কার্যালয়ে এসে গালিগালাজ ও রিভলভার দেখিয়ে খুনের হুমকি দেওয়ার অভিযোগে শনিবার সকালে শ্যামল দাস নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ। তাঁর বাড়ি স্থানীয় লছিপুর সংলগ্ন মাঝিপাড়ায়। কুলটি পুরসভার উপপ্রধান তৃণমূলের বাচ্চু রায় নিয়ামতপুর ফাঁড়িতে লিখিত অভিযোগে জানিয়েছেন, এ দিন সকালে শ্যামলবাবু বাচ্চুবাবুর লছিপুর সংলগ্ন দলীয় কার্যালয়ে এসে তাঁর উদ্দেশ্যে গালিগালাজ করেন। অভিযোগ, দলীয় সমর্থকেরা তাঁকে থামাতে গেলে, শ্যামলবাবু রিভলভার বের করে বাচ্চুবাবুকে খুন করে দেবেন বলেন। |