ভট্টাচার্যবাড়ির দুর্গোত্সব
(শিবপুর, হাওড়া)
হাওড়া জেলার প্রাচীনতম পুজোগুলির মধ্যে অন্যতম হল শিবপুরের রূপরাম ভট্টাচার্যের বাড়ির পুজো। বাংলার ১১১৫ ও ইংরেজির ১৭০৮ খ্রিস্টাব্দে এই পুজো শুরু করেন রঘুনন্দন শিরোমণি। ভট্টাচার্যবাড়ির তিন শরিক হরিসাধন ভট্টাচার্য, দাশরথি ভট্টাচার্য ও কমলাকান্ত ভট্টাচার্য পালা করে এই পারিবারিক পুজোর ভার বহন করেন। পরবর্তীকালে দাশরথি ভট্টাচার্য তাঁর পুজোর পালা (অধিকার) বিক্রি করে দেন হরিসাধন ভট্টাচার্যকে। ফলে প্রতি তিন বছরে প্রথম দু’বছর হরিসাধন এবং তৃতীয় বছর কমলাকান্ত পুজোর দায়িত্ব নেন।

• মূর্তির বৈশিষ্ট্য— ঠাকুর দালানে মায়ের একচালা মূর্তি শোভা পায়। মায়ের বাহন সিংহটি এখানে তার পরিচিত চেহারায় নয় বরং ভিন্ন আদলে তৈরি হয়। সিংহের মুখের আদল অনেকটা ঘোড়ার মতো। ভট্টাচার্য বাড়িতে মায়ের বাহনটি নরসিংহ রূপে পূজিত হয়। এ পুজোর বিশেষত্ব হল কলাবউ গণেশের পরিবর্তে কার্তিকের পাশে স্থান পান।

• পুজোর রীতি— এ বাড়ির পুজোয় বহুকাল আগে পশুবলি হলেও বর্তমানে তার পরিবর্তে ফল বলির প্রথা চালু আছে।

• ভোগের তালিকা— নানান পাঁচমিশেলি সব্জি সহযোগে নবরত্ন ভোগ রান্না করা হয় নবমীর দিনে। এ বছর পুজোর দায়িত্বে থাকা ভবানী ভট্টাচার্য জানান ১৯৪২-এর মন্বন্তরের সময় দেশ জুড়ে যখন দু’বেলা খাবারের জন্য হাহাকার চলছে, সে বছর আড়ম্বরের পঞ্চব্যঞ্জন ভোগ সম্ভব হয়নি। পরিবারের বিশ্বাস, চরম অর্থসঙ্কটে মায়ের স্বপ্নাদেশানুযায়ী থোড় ও নটেশাক সহযোগে ভোগের আয়োজন করা হয়। সেই সময় থেকে আজ পর্যন্ত ভট্টাচার্য বাড়ির পুজোর ভোগে থোড় এবং নটেশাক একটি অপরিহার্য অঙ্গ হয়ে উঠেছে যা এই পুজোর একটি বিশেষত্বও বটে। ভোগে মিষ্টান্ন হিসাবে বাড়ির তৈরি নারকেল নাড়ু দেওয়া হয়।

বর্তমানে পুজোর পৌরোহিত্য করেন নীলকান্ত ভট্টাচার্য। আগের মতো আড়ম্বর না থাকলেও এখনও যথেষ্ট নিষ্ঠার সঙ্গে বছর বছর এ পুজো চালিয়ে যাচ্ছেন শিবপুরের তেঁতুলতলার ভট্টাচার্য পরিবার।

• দিকনির্দেশ— শিবপুর মন্দিরতলার সিটিসি বাস স্ট্যান্ড থেকে শিবপুর বাজারের দিকে যেতে ঢিলছোড়া দূরত্বে অবস্থিত এই ভট্টাচার্যবাড়ি।

প্রতিবেদন: সুদীপ দে
ছবি: ভিক্টর বন্দ্যোপাধ্যায়



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.