‘নবান্ন’র উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী |
প্রত্যাশামতোই শনিবার নতুন মহাকরণ ‘নবান্ন’র উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই একেবারে গৃহপ্রবেশের মেজাজে সেজে উঠেছে গঙ্গাপাড়ের ‘নবান্ন’। উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী অমিত মিত্র, পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম-সহ রাজ্যের অন্যান্য মন্ত্রী, সচিব, পুলিশ ও প্রশাসনের কর্তাব্যক্তিরা। সকাল থেকেই কোনা এক্সপ্রেসওয়ে ও দ্বিতীয় হুগলি সেতুতে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়। |
নবান্ন-র ক্যাবিনেট রুম ঘুরে দেখছেন মুখ্যমন্ত্রী। ছবি: অত্রি মিত্র। |
গোটা এলাকা জুড়ে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশবাহিনী। আগেই ঠিক হয়েছিল মহালয়ার পরের দিন রাজ্যের নতুন সচিবালয় হাওড়ার এইচআরবিসি ভবনে বসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার রাতভর যুদ্ধকালীন তত্পরতায় ‘নবান্ন’র শেষ মুহূর্তের প্রস্তুতি সারা হয়। সরকারি ভাবে ১১টি দফতরকে সরিয়ে আনা হয়েছে এই নতুন প্রশাসনিক ভবনে। লালদিঘি পাড়ের মহাকরণ থেকে গঙ্গাপাড়ের ‘নবান্ন’— শুরু হল নতুন করে পথ চলা।
|
পুলিশ-দুষ্কৃতী গুলির লড়াই অন্ধ্রে, পুলিশ-সহ জখম ২ |
অন্ধ্রপ্রদেশের চিত্তুর জেলায় দুষ্কৃতীদের সঙ্গে গুলি বিনিময়ে জখম হয়েছেন এক পুলিশকর্মী। গ্রেফতার করা হয়েছে তিন দুষ্কৃতীকে। গুলি বিনিময়ের সময় তাদের মধ্যে এক জন জখম হয়েছে বলে পুলিশের অনুমান। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, আততায়ীরা সম্ভবত তামিলনাড়ুর সেলমের শীর্ষ বিজেপি নেতা ভি রমেশ হত্যাকাণ্ডে জড়িত। নিষিদ্ধ জঙ্গি সংগঠন অল-উমাহ-র সঙ্গেও আততায়ীদের যোগসূত্র আছে বলে অনুমান পুলিশের। তামিলনাড়ু ও অন্ধ্র পুলিশের এই যৌথ অভিযানে তিরুপতি থেকে পুলিশের একটি বিশেষ দল ঘটনাস্থলে যায়। পুলিশের আরও সন্দেহ, ২০১১-য় আডবাণীর রথযাত্রার পথে তারা বোমা রেখেছিল। সেই সময় মাদুরাই থেকে ৩০ কিলোমিটার দূরে আলামপট্টির একটি কালভার্টের নীচে ৫০ মিটার লম্বা তারের সঙ্গে জোড়া ওই শক্তিশালী বোমা উদ্ধার করে পুলিশ।
|