রাতের বিমান থেকে নেমে আসার পর পর্যটন সংস্থার তরফে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী গৌতম দেবকে সংবর্ধনা। |
এই বিমানবন্দরে প্রথম রাতে বিমান ওঠানামা শুরু
হলে বলে জানতে পেরেছি। এ ধরনের
পরিষেবা তো আগেই চালু হওয়া দরকার ছিল।
আমাদের মত পর্যটকদেরও যাতায়াতের
ক্ষেত্রে অনেক সুবিধে হবে।
নেইল ওয়াল, স্কটল্যান্ডের পর্যটক |
ছেলে কিসানগঞ্জে পড়াশোনা করে। ডেঙ্গিতে অসুস্থ হয়েছে। খবর পেয়েই এ দিন স্ত্রীকে নিয়ে এসেছি। রাতের এই উড়ান না থাকলে দেরি হত। আমার মতো অনেকেই এই পরিষেবায় সুবিধা নিতে পারবেন।
অমিতাভ দাস, চিকিৎসক |
|
আলোয় সেজেছে বাগডোগরা বিমানবন্দর। |
রাতে বাগডোগরা থেকে বিমান চালু হল।
বাসিন্দারা সকলেই তা নিয়ে উৎসাহী।
শিক্ষকরা আমাদেরকেও দেখতে নিয়ে
এসেছেন। খুব ভাল লেগেছে।
মাসিলা বেগম, স্কুল ছাত্রী |
বাগডোগরা থেকে রাতে উড়ান নেই কেন, সেই প্রশ্নের জবাব দিতে দেশ-বিদেশের পর্যটকদের কাছে জেরবার হতাম। অবশেষে পরিস্থিতির পরিবর্তন হল। আমরা ভীষণ খুশি।
সম্রাট সান্যাল, ভ্রমণ সংস্থার কর্ণধার |
|
এই পরিষেবা চালু হওয়ায় ব্যবসায়ী বাসিন্দারা উপকৃত হবেন। রাতের এই
বিমান পরিষেবার প্রথম যাত্রী হিসেবে আসতে পেরে ভাল লাগল।
শুক্লা দেব, উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী গৌতম দেবের স্ত্রী |
|
ছুটি কাটাতে গ্যাংটক যাব। রাতের বিমান পরিষেবা চালু হওয়ায় আমাদের মতো পর্যটকদের
খুবই সুবিধে হল।
অখিল জৈন, মুম্বইয়ের বাসিন্দা |
পর্যটক, ব্যবসায়ী বাসিন্দাদের সুবিধে হবে। ভবিষ্যতে অন্য বিমান সংস্থাগুলিও এ
ধরনের পরিষেবা চালু
করতে উৎসাহী
হবে। কর্মসংস্থান বাড়বে।
লাইলি পাত্র, প্রাক্তন বিমান সেবিকা |
রাতে প্রথম বিমান ওঠানামার সাক্ষী থাকতে
পেরে দারুণ লাগছে। এধরনের পরিষেবায়
এলাকার উন্নয়নের সহায়ক হবে বলে আশা করি। আমাদের মতো যারা রয়েছে তাঁদেরও সুযোগ তৈরি হবে।
প্রতীক্ষা ছেত্রী, হবু বিমান সেবিকা |
|
গ্যাংটক যাব। রাতে বিমান পরিষেবা চালু হওয়ায় যাতায়াতের অনেক সুবিধে হল। মাঝেমধ্যেই
আমাদের ব্যবসা-সহ নানা কারণে আসতে হয়।
নীতেশ গুপ্ত, কলকাতার বাসিন্দা |
রাতের বিমান পরিষেবা চালু হওয়ায় আয়ের সুযোগ বাড়ল। উন্নয়নেও এই পরিষেবা সাহায্য
করবে মনে করি।
সন্তু দত্ত, কফিশপের কর্মী |
|
রাতে বিমান পরিষেবা চালু হওয়ায় আমাদের সুবিধা হল। অন্তত ৩০০ জন চালক রয়েছেন। এই
পরিষেবা চালু থাকলে সকলেই তার উপকার পাবেন।
কৃষ্ণ বারিক, ট্যাক্সি-চালক |
কলকাতা থেকে বুধবার সকালে আন্দামানে যাওয়ার বিমানের টিকিট কাটা রয়েছে। বাগডোগরা থেকে
যে বিমানে যাওয়ার কথা ছিল তা বাতিল হয়েছে। রাতের উড়ান চালু হওয়ায় আমাদের একটা বড় সমস্যা মিটল।
শিপ্রা গঙ্গোপাধ্যায়, শিলিগুড়ির বাসিন্দা |
|