থিম ভিডিও
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
শহরের বিভিন্ন পুজোয় থিম সঙ্গীত ছিলই। এ বার পুজোর বিপণনে চালু হল থিম ভিডিও। কলকাতার একটি পুজো কমিটি প্রকাশ করেছে ভিডিওটি। এটি পরিচালনা করেছেন অনিল কুরিয়াকোশ। ওই পুজো, সুরুচি সঙ্ঘের কর্তা ও রাজ্যের আবাসনমন্ত্রী অরূপ বিশ্বাস জানান, থিম ভিডিওতে কৃষিভিত্তিক গ্রামের পাশাপাশি দেখা গিয়েছে ঝাঁ-চকচকে সেক্টর ফাইভও। ফুটে উঠেছে কৃষির সঙ্গে শিল্পের সহাবস্থানের ভাবনাও।
|
ট্রামে আগমনী
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
এ বার চলন্ত ট্রামে ‘আগমনী’ অনুষ্ঠান হবে। ৫ অক্টোবর একটি বেসরকারি সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে অনুষ্ঠান করবে কলকাতা ট্রাম কোম্পানি। সিটিসি সূত্রে খবর, ওই দিন বিকেল চারটে নাগাদ এসপ্ল্যানেড ট্রাম ডিপো থেকে ‘বলাকা’ ট্রামে শুরু হবে অনুষ্ঠান। সেখান থেকে ময়দান হয়ে খিদিরপুর যাবে ‘বলাকা’। শিল্পীরা ট্রামে আবৃত্তি, গান, শ্রুতি-নাটক করবেন। ফের সেখান থেকে ‘বলাকা’ এসপ্ল্যানেড ডিপোয় ফিরে আসবে সন্ধ্যা ৬টা নাগাদ।
|
বইখাতার চাপে হারিয়ে যাচ্ছে শৈশব। পড়াশোনার চাপে আর খেলার সময় পায় না ছোট্ট সোনারা। কিন্তু তাদের সেই যন্ত্রণার কথা শোনার কেউ নেই। নিজেদের সেই যন্ত্রণাই তারা এ বার গীতিনাট্যের মাধ্যমে তুলে ধরতে চলেছে। শান্তিপুরের ‘উপাসনা’র বার্ষিক অনুষ্ঠানে এ বার ছোট্ট শিশুদের সেই যন্ত্রণার প্রতিচ্ছবি ‘খাঁচার পাখি’। চতুর্থ শ্রেণির এক পড়ুয়া-অভিনেতার কথায়, “আমাদের অনুষ্ঠান দেখে বড়রা যদি খেলার সময় একটু বাড়িয়ে দেয় তাহলে খুব ভাল হয়।” ৫ অক্টোবর শান্তিপুর পাবলিক লাইব্রেরির মঞ্চে ওই অনুষ্ঠানের জন্য এখন চলছে জোর মহড়া। |