সাংসদ রশিদ মাসুদের চার বছর জেল, খোয়াবেন পদ |
রাষ্ট্রীয় জনতা দলের লালুপ্রসাদ যাদবের পরে এ বার কংগ্রেসের রশিদ মাসুদ। ত্রিপুরার জন্য বরাদ্দ মেডিক্যাল কলেজের আসনে প্রতারণা করে অযোগ্য প্রার্থীদের সুযোগ দেওয়ার মামলায় প্রাক্তন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী রশিদ মাসুদকে চার বছর কারাদণ্ডের আদেশ দিল বিশেষ সিবিআই আদালত। গত ১৯ সেপ্টেম্বর ওই আদালতে দোষী সাব্যস্ত হয়েছেন তিনি। মাসুদ বর্তমানে রাজ্যসভার সাংসদ।
কোনও মামলায় দোষী সাব্যস্ত হলে জনপ্রতিনিধিরা তাঁদের পদ হারাবেন বলে জুলাই মাসে রায় দিয়েছিল সুপ্রিম কোর্ট। তাঁরা উচ্চ আদালতে আপিল করলেও সদস্য পদ রাখতে পারবেন না বলে জানিয়েছিল শীর্ষ আদালত। এই রায়ের পর গতকাল বিশেষ সিবিআই আদালতে পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন লালুপ্রসাদ যাদব। তাঁর সাজা ঘোষণা হবে আগামী ৩ অক্টোবর। সেই সাজা যদি দু’বছরের বেশি হয়, তবে সাংসদ পদ খোয়াবেন লালু। কিন্তু ওই রায়ের প্রেক্ষিতে লালু প্রথম ‘পদচ্যুত’ সাংসদ হবেন না। কেন না, আজই বিশেষ সিবিআই আদালত রশিদ মাসুদকে চার বছর কারদণ্ডের নির্দেশ দিল। সুপ্রিম কোর্টের রায়ের পর এই প্রথম কোনও জনপ্রতিনিধি সাজা পেলেন। ফলে, আদালতের নির্দেশ অনুযায়ী মাসুদই প্রথম সাংসদ যিনি পদ খোয়াতে চলেছেন।
|
৩ অক্টোবর পাহাড়ে পরিবহণ ধর্মঘট |
৩ অক্টোবর পরিবহণ ধর্মঘটের ডাক দিল গোর্খা জনমুক্তি মোর্চা নিয়ন্ত্রিত বেসরকারি গাড়িচালক ও মালিক সংগঠনের কোঅর্ডিনেশন কমিটি। কমিটির সম্পাদক মনোজ ছেত্রীর অভিযোগ, অল ট্রান্সপোর্ট জয়েন্ট অ্যাকশন কমিটির সভাপতি নরবু লামা ও সম্পাদক প্রমোদ শ্রীমলকে মিথ্যা মামলায় গ্রেফতার করা হয়েছে। তার প্রতিবাদে এই পরিবহণ ধর্মঘট ডাকা হয়েছে। গোর্খা জনমুক্তি মোর্চা ২০ অক্টোবর পর্যন্ত বনধ না ডাকার সিদ্ধান্ত নিলেও মোর্চা প্রভাবিত সংগঠনগুলির ডাকা বনধে যথেষ্ট বিপাকে পড়ছেন পাহাড়ে ঘুরতে আসা পর্যটক-সহ সাধারণ মানুষ। গত রবিবার ১২ ঘণ্টার বনধ ডেকেছিল বিদ্যার্থী মোর্চা। উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী গৌতম দেব বলেন, “পাহাড়ে শান্তি বজায় রাখার দায়িত্ব মোর্চা নেতাদের নিতে হবে। কথায় কথায় বনধ ডাকার রাস্তা থেকে সরতে হবে। না হলে অতীতে যেমন বনধ রুখতে রাজ্য সরকার কড়া পদক্ষেপ করেছে, আগামী দিনেও তা করতে বাধ্য হবে।”
|
হেস্টিংসে ডাকাতির ঘটনায় গ্রেফতার ৪ |
গতকাল রাত দেড়টা নাগাদ হেস্টিংস মোড়ের কাছে চার সশস্ত্র দুষ্কৃতী একটি লরি আটকে ব্যাপক লুঠপাট চালায়। লরিটি নদিয়া চাপড়া থেকে বজবজের একটি জুটমিলে যাচ্ছিল। আজ সেই ডাকাতির ঘটনায় ৪ জনকে খিদিরপুরের বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করেছে হেস্টিংস থানার পুলিশ। ধৃতদের কাছ থেকে নগদ ২৮০০ টাকা, ১টি রিভলভার, ১টি চপার ও যে গাড়ি করে কাল রাতে লরিটিকে ধাওয়া করা হয়েছিল সেটি উদ্ধার করা হয়েছে। ৪ জনের মধ্যে ওই ধাওয়া করা গাড়িটির চালকও রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
|
পুলিশের চোখে লঙ্কাগুঁড়ো দিয়ে পালাল আসামী |
আজ দুপুরে আলিপুর আদালত চত্বরে পুলিশের গাড়ি থেকে পালাল বিচারাধীন এক বন্দি। তার নাম গণেশ মল্লিক। পর্ণশ্রীর একটি ডাকাতির মামলায় তার বিচার চলছিল। আদালতে শুনানির পর গণেশ মল্লিককে পুলিশের গাড়িতে তোলা হয়। পুলিশের অভিযোগ, তার পরই পুলিশকর্মীদের চোখে লঙ্কার গুঁড়ো ছুঁড়ে পালিয়ে যায় ওই অভিযুক্ত।
|
‘শাট-ডাউন’-এর সঙ্কটে আমেরিকা |
আশঙ্কাকে সত্যি করে আইনসভার দুই কক্ষের দ্বন্দ্বে শেষমেশ ঘোরতর সঙ্কটেই পড়ল আমেরিকা। ১৯৯৬ সালের পর ফের সরকারি ‘শাটডাউন’। এর ফলে কার্যত বন্ধ হয়ে গেল বিভিন্ন প্রশাসনিক দফতরের কাজকর্ম। যত দিন না এই পরিস্থিতি কাটিয়ে ওঠা যাচ্ছে, প্রায় ৮ লক্ষ সরকারি কর্মচারীকে যেতে হবে বেতনহীন ছুটিতে। বন্ধ করে দেওয়া হবে জাতীয় উদ্যানগুলি। স্বাস্থ্য গবেষণা সংক্রান্ত প্রকল্পগুলির কাজও থমকে যাবে। বন্ধ থাকবে শেয়ার বাজার নিয়ন্ত্রক এসইসি-ও। তবে, জাতীয় নিরাপত্তা ও নাগরিক সুরক্ষার বিষয়ে কোনও আপস করা হবে না। পাশাপাশি বন্ধ হবে না মার্কিন সামরিক বিভাগের কর্মীদের বেতনও। এক কথায় প্রতিরক্ষা ও জরুরি পরিষেবা বাদে সব কিছুই ‘বন্ধ’। আইনসভার দুই কক্ষে রিপাবলিকান ও ডেমোক্রেটিক দলের বাকবিতণ্ডায় উদ্ভূত এই পরিস্থিতির দায় যদিও মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বিরোধীদের উপরেই চাপিয়েছেন। তবে, অর্থনীতি-বিশেষজ্ঞ মহলের ধারণা, আমেরিকার এই সঙ্কট সারা পৃথিবীর কাছেই এক ভয়াবহ বার্তা বয়ে আনতে পারে।
|
জেল পালাল ৬ সিমি সদস্য-সহ ৭ বন্দি |
ভোপাল থেকে প্রায় ৩০০ কিলোমিটার দূরে মধ্যপ্রদেশের খান্ডোয়া জেলার একটি জেল থেকে আজ ভোরে ৭ বন্দি পালিয়ে যায়। এদের মধ্যে ৬ জন নিষিদ্ধ সংগঠন সিমি (স্টুডেন্টস ইসলামিক মুভমেন্ট অফ ইণ্ডিয়া)-র সদস্য বলে মধ্যপ্রদেশ পুলিশ জানিয়েছে। ভোর তিনটে নাগাদ জেলের শৌচাগারের দেওয়াল ভেঙে ৭ বন্দি পালায়। পালানোর সময় বাধা দিলে তারা দুই কারারক্ষীকে ছুরি দিয়ে আঘাত করে। তাঁদের রাইফেলও কেড়ে নেয় পলাতকরা। ঘটনার প্রায় এক ঘণ্টা পর এদের ১ জনকে ধরে ফেলে পুলিশ। রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী উমাশঙ্কর গুপ্ত জানিয়েছেন, নিরাপত্তা ব্যবস্থায় যে ঘাটতি ছিল, তাতে কোনও সন্দেহ নেই। অন্য দিকে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক থেকে এই বিষয়ে মধ্যপ্রদেশ সরকারের কাছে সবিস্তার রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে। |