১৫ বর্গমিটার ঘেরা জায়গা। চারপাশে ক্যামেরা বসিয়ে একটি অসুস্থ বাঘিনীর উপর নজরদারি চালাচ্ছেন সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প কর্তৃপক্ষ। সে স্বাভাবিক ভাবে শিকার ধরতে পারছে কিনা, ঘেরা জায়গার ভিতরে ছাগল, শুয়োর ছেড়ে তাই দেখার চেষ্টা করা হচ্ছে । ৪ মার্চ সুন্দরবনের পিরখালি-১ জঙ্গল থেকে অসুস্থ বাঘিনীটিকে ধরা হয়। তার পিছনের পায়ে সমস্যা ছিল। টানা চিকিত্সার পরে জাতীয় ব্যাঘ্র সংরক্ষণ কর্তৃপক্ষের পরামর্শে সজনেখালি জঙ্গলের ধারে জালে ঘেরা ওই এলাকায় ছাড়া হয় তাকে। সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের ক্ষেত্র অধিকর্তা সৌমিত্র দাশগুপ্ত বলেন, “বাঘিনীটি আগের চেয়ে অনেক ভাল আছে। সব ঠিক থাকলে শীঘ্র তাকে জঙ্গলে ছাড়া হবে।”
|
যাও পাখি। জাল পেতে পাখি ধরেছিল গ্রামের বাসিন্দারা। পুলিশের সাহায্য নিয়ে বেলডাঙার একটি
পরিবেশ প্রেমী সংস্থা বারবার তল্লাশি চালিয়ে বড়ুয়া মোড় থেকে উদ্ধার করে প্রায় হাজার খানেক
বক, কাদাখোচা, ইসনাই, শালিক, লিটিং রিং, হোটিটি, জল ময়ূরের মতো পাখি। পরে
তাদের ছেড়েও দেওয়া হয়। ছবি ও তথ্য: সেবাব্রত মুখোপাধ্যায়।
|
‘গো গ্রিন’ থিম নিয়ে প্রদর্শনী চলছে সিউড়িতে বীরভূম
ইঞ্জিনিয়ারিং কলেজে। আজ শেষ দিন। —নিজস্ব চিত্র।
|
নিয়মিত সাফাইয়ের অভাবে আবর্জনার স্তূপ জমেছে আসানসোল
রেলপাড়ের ওকে রোডের একাংশে। ছবিটি তুলেছেন শৈলেন সরকার।
|
দেখতে হুবহু শুকনো কাঠি। গাছের সরু ডালে যখন বসে থাকে আলাদা করে
চেনা মুশকিল। বিজ্ঞানীরা বলেন, আত্মরক্ষার জন্যই পতঙ্গটির এই
অভিযোজন। বর্ধমানে কাঁকসার গোপালপুরে। ছবি: বিকাশ মশান। |
শিলিগুড়ির বিভিন্ন এলাকায় এ ভাবে পথেই পড়ে থাকে জঞ্জাল। ছবি: বিশ্বরূপ বসাক। |