|
|
|
|
আজকের শিরোনাম |
পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় দোষী সাব্যস্ত লালু-সহ ৪৫ |
প্রায় ১৭ বছর পর বিহারের পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় অভিযুক্ত লালুপ্রসাদ যাদব-সহ ৪৫ জনকে আজ দোষী সাব্যস্ত করল সিবিআইয়ের বিশেষ আদালত। রাঁচির ওই বিশেষ আদালতে এই রায় ঘোষণা করলেন বিচারক প্রভাসকুমার সিংহ। তবে এই মামলার সাজা আজ ঘোষণা করা হয়নি। আগামী ৩ অক্টোবর, বৃহস্পতিবার সাজা ঘোষণা করবে আদালত। আগামিকাল এই সাজা নিয়ে সওয়াল-জবাব চলবে আদালতে। |
|
রাঁচিতে সিবিআইয়ের বিশেষ আদালতে ঢুকছেন লালুপ্রসাদ যাদব। |
কোটি কোটি টাকার পশুখাদ্য কেলেঙ্কারির এই ‘চাইবাসা ট্রেজারি’ মামলার রায় শুনতে গতকাল দুপুরেই পটনা থেকে রাঁচি পৌঁছেছিলেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদব। ঠিক ছিল আজ সকাল সাড়ে ১০টায় আদালত এই রায় ঘোষণা করবে। সেই মতো লালু-সহ অন্য অভিযুক্তদের অনেকেই আদালতে পৌঁছে গিয়েছিলেন। নির্ধারিত সময়ের প্রায় আধ ঘণ্টা পর বেলা ১১টায় রায় ঘোষণা করে বিচারক প্রভাসকুমার সিংহের এজলাস। তবে বৃহস্পতিবারের ঘোষিত সাজার উপরেই নির্ভর করছে আরজেডি প্রধান লালুপ্রসাদের সাংসদ-ভাগ্য। এই মামলায় বিহারের আর এক প্রাক্তন মুখ্যমন্ত্রী জগন্নাথ মিশ্রও দোষী সাব্যস্ত হয়েছেন।
রায় ঘোষণার পর এই মামলায় সিবিআইয়ের আইনজীবী অরবিন্দকুমার সিংহ জানিয়েছেন, আদালত ৪৫ জনকেই দোষী সাব্যস্ত করেছে। এঁদের মধ্যে ৭ জনের ৩ বছর পর্যন্ত সাজা হতে পারে। এবং তারা জামিনও পেতে পারেন এই আদালত থেকে। সে ক্ষেত্রে আগামী এক মাসের মধ্যে তাদের উচ্চতর আদালতে এই রায়ের প্রেক্ষিতে আপিল
এক নজরে... |
• মোট অভিযুক্ত ৫৬ জন |
• বিচার চলাকালীন মৃত ৭ |
• রাজসাক্ষী ২ জন |
• সাজাপ্রাপ্ত ১ |
• বিচারে মুক্ত ১ |
• অভিযুক্ত ছিল ৪৫ জন |
সাক্ষী |
• সরকারপক্ষের ৩৫০ জন |
• আসামীপক্ষের ৩২ জন |
করতে হবে। বাকি ৩৮ জনের ৩ থেকে ৭ বছরের সাজা হওয়ার সম্ভাবনা। রায় ঘোষণার পর লালুপ্রসাদ যাদব-সহ ওই ৩৮ জনকে পুলিশ আজই বিরসা মুন্ডা সেন্ট্রাল জেলে নিয়ে যাবে বলে জানিয়েছেন ওই আইনজীবী। বৃহস্পতিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে সাজা শোনানো হবে দোষীদের।
বিজেপি এই রায়কে স্বাগত জানিয়েছে। তবে রাজনৈতিক পর্যবেক্ষকদের চিন্তা অবশ্য অন্যত্র। আরজেডি প্রধান লালুপ্রসাদের সাজা যদি ২ বছরের বেশি হয়, সে ক্ষেত্রে সুপ্রিম কোর্টের সাম্প্রতিক নির্দেশ অনুযায়ী তাঁর সাংসদ পদ তো খোয়া যাবেই, উপরন্তু আগামী লোকসভা নির্বাচনে তিনি প্রার্থী হতেও পারবেন না। সে ক্ষেত্রে রাষ্ট্রীয় জনতা দলের ভবিষ্যত্ কী?
|
তেজস্বী যাদব |
গত কাল রাঁচি পৌঁছে আরজেডি প্রধান জানিয়েছিলেন, রায় ঘোষণার পর তিনি কোনও কথা বলবেন না। যা বলার তাঁর আইনজীবী বলবেন। সেই মতো লালু সংবাদমাধ্যমের কাছে মুখ খোলেননি। তাঁর আইনজীবী চিত্তরঞ্জন সিংহ বৃহস্পতিবারের পর হাইকোর্টে যাবেন বলেই জানিয়েছেন। রায় ঘোষণার পর লালু-পুত্র তেজস্বী যাদব সংবাদমাধ্যমের প্রতিনিধিদের বলেছেন, তাঁরা এই রায়ের পরিপ্রেক্ষিতে হাইকোর্টে আপিল করবেন। পাশাপাশি তাঁর মন্তব্য: “আমার বাবাকে ফাঁসানো হয়েছে। আমরা মানুষের আদালতে যাব।” মামলার রায় ঘোষণার পর লালুপ্রসাদের স্ত্রী, বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ীদেবীর প্রথম প্রতিক্রিয়া, “ছেলের সঙ্গে মিলে আমরাই দল চালাব।”
দুপুর পৌনে ১ টা নাগাদ আদালত চত্বর থেকে লালু-সহ বাকিদের কড়া নিরাপত্তায় রাঁচির বিরসা মুন্ডা সেন্ট্রাল জেলে নিয়ে যাওয়া হয়।
|
মামলার সাতকাহন
চাইবাসা ট্রেজারি কেলেঙ্কারি
মামলা নম্বর (আর সি ২০ এ/১৯৯৬)
পশুখাদ্য কেলেঙ্কারির ৪১টি মামলার অন্যতম |
• চাইবাসা ট্রেজারি থেকে বেআইনি ভাবে ৩৭ কোটি ৭০ লক্ষ টাকা তুলে নেওয়ার অভিযোগ। |
২৭ জানুয়ারি, ১৯৯৬: পুলিশে এফআইআর দায়ের। |
১১ মার্চ, ১৯৯৬: পটনা হাইকোর্টের নির্দেশে তদন্তভার রাজ্য পুলিশের থেকে সিবিআইয়ের হাতে। |
২৭ মার্চ, ১৯৯৬: সিবিআইয়ের এফআইআর। |
২৭ এপ্রিল, ১৯৯৬: অন্তর্বর্তী চার্জশিট। |
জুলাই, ১৯৯৭: চূড়ান্ত চার্জশিট দাখিল সিবিআইয়ের। |
অগস্ট, ১৯৯৭: গ্রেফতার লালুপ্রসাদ। |
ডিসেম্বর, ১৯৯৭: ১৩৫ দিন পর লালুর জামিন। |
২০০০: পৃথক ঝাড়খণ্ড রাজ্য গঠন। |
২০০১: সুপ্রিম কোর্টের নির্দেশে রাঁচিতে বিশেষ সিবিআই আদালতে মামলা স্থানান্তরিত। |
২০০২: রাঁচির সিবিআই আদালতে বিচার শুরু। |
১৪ ফেব্রুয়ারি, ২০১২: সিবিআই আদালতে জেরা লালুর ও সাক্ষ্যগ্রহণ শেষ। |
জুলাই, ২০১৩: ১৫ জুলাইয়ের মধ্যে রায় ঘোষণার জন্য নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের। |
• সিবিআই আদালতে প্রভাসকুমার সিংহের এজলাস থেকে মামলা স্থানান্তরিত করার আর্জি নিয়ে সুপ্রিম কোর্টে লালু। |
১৩ অগস্ট, ২০১৩: সুপ্রিম কোর্টে সেই আর্জি খারিজ। |
১৬ সেপ্টেম্বর, ২০১৩: ৩০ সেপ্টেম্বর রায় জানানোর ঘোষণা সিবিআই আদালতের। |
৩০ সেপ্টেম্বর, ২০১৩: লালুপ্রসাদ, জগন্নাথ মিশ্র-সহ ৪৫ জন দোষী সাব্যস্ত। সাত জনের সাজা ঘোষণা। তাদের জামিনও দিল আদালত। তবে লালু-সহ বাকি ৩৮ জনকে আদালত ৩ অক্টোবর সাজা শোনাবে। |
|
ছবি: এএফপি এবং পিটিআই।
|
যুবরাজের প্রত্যাবর্তন |
জল্পনাকে সত্যি করে যুবরাজের সাম্প্রতিক ফর্মকে স্বীকৃতি দিলেন জাতীয় নির্বাচকরা। আজ চেন্নাইতে নির্বাচকদের বৈঠকে আসন্ন ভারত-অস্ট্রেলিয়া সিরিজের ১৫ জনের তালিকায় ঢুকে পড়ল যুবরাজ সিংহের নাম। একটি টি-২০ ও প্রথম ৩টি এক দিনের ম্যাচের জন্য মনোনীত হয়েছেন যুবি। জিম্বাবোয়ে সিরিজে ‘বিশ্রাম’ পাওয়া ধোনি, অশ্বিন, ভুবনেশ্বর কুমার এবং ইশান্ত শর্মাও দলে ডাক পেয়েছেন প্রত্যাশিত ভাবে। তবে সহবাগ-সহ গৌতম গম্ভীর, চেতেশ্বর পূজারা, অজিঙ্ক রাহানে ও পারভেজ রসুলের নাম অস্ট্রেলিয়া সিরিজে ১৫ জনের দলে নেই। দলে রয়েছেন মহেন্দ্র সিংহ ধোনি, শিখর ধবন, রোহিত শর্মা, বিরাট কোহলি, যুবরাজ সিংহ, সুরেশ রায়না, রবীন্দ্র জাডেজা, রবিচন্দ্রন অশ্বীন, ভুবনেশ্বর কুমার, ইশান্ত শর্মা, বিনয় কুমার, অমিত মিশ্র, অম্বাতি রায়ডু, মহম্মদ শামি ও জয়দেব উনাদকট।
|
কাশীপুরে বাড়ি ভেঙে আহত ৩ |
উত্তর কলকাতার কাশীপুরের রাধামোহন দে লেনে ভেঙে পড়ল একটি ভগ্নপ্রায় বাড়ি। বেশ কয়েক বছর ধরে বাড়িটি বিপজ্জনক অবস্থায় ছিল। বৃষ্টির মধ্যেই বাড়িটি ভেঙে পড়ায় এক দম্পতি ও তাঁদের শিশুকন্যা আহত হয়েছেন। গুরুতর অবস্থায় সবাইকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিত্সার পর মা ও মেয়েকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন ওই মহিলার স্বামী। ঘটনাস্থলে বিপর্যয় মোকাবিলা বাহিনীর পাশাপাশি পুলিশের উচ্চ পদস্থ কর্মী ও পুরসভার কর্তা ব্যক্তিরা গিয়েছিলেন। |
|
|
|
|
|