বিনোদন বন্দি-জীবনে মুক্তির রং ফোটানোর
পাঠ নিতে আর্ট কলেজে রশিদ খান
ন্দিজীবনের ক্যানভাস নিকষ কালো থাকতে দেননি তিনি। তাতে রঙের আলো ফুটিয়েছেন নিজেই। আর এখন ছবি আঁকা শুধু তাঁর নেশা নয়, তাঁর দিনযাপনের অঙ্গ। মুক্তির দিশা। জেলে বসে একের পর এক ছবি এঁকে চলেছেন এক সময়ের কুখ্যাত সাট্টা ডন রশিদ খান। এ বার সেই নতুন প্রচেষ্টায় শিক্ষার ছোঁয়া দেওয়ার সুযোগ পাচ্ছেন তিনি। সরকারি আর্ট কলেজে গিয়ে সেখানকার পড়ুয়াদের কাছে ছবি আঁকার প্রথাগত পাঠ নেবেন রশিদ। সরেজমিনে দেখবেন শিল্পী গড়ার আঁতুড়ঘরের কাজকর্ম।
নিজের আঁকা ছবি নিয়ে রশিদ খান। ছবি: শুভাশিস ভট্টাচার্য।
১৯৯৩ সালের ১৫ মার্চ বৌবাজারে বোমা বিস্ফোরণের ঘটনায় মূল অভিযুক্ত রশিদ। ওই মামলায় যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে তাঁর। তার পর থেকেই তিনি আলিপুর সেন্ট্রাল জেলের বাসিন্দা। লৌহকপাটের মধ্যে রশিদের জীবন অনেকটা বদলে দিয়েছে রং আর তুলি। গারদের গণ্ডি ছাড়িয়ে বাইরে খোলা আকাশের নীচেও একাধিক বার ছবি এঁকেছেন। রাজ্যের অন্য জেলে কর্মশালায় যোগ দিয়ে সেখানকার বন্দিদেরও উৎসাহ দিয়ে এসেছেন আঁকাআঁকিতে।
শুধু রশিদ নন, জেলের মধ্যে রং-তুলি হাতে পেয়ে জীবন পাল্টে গিয়েছে দিলীপ লেট, শ্রীকান্ত হালদার, বাপি বাউড়ি, পল্টু বিশ্বাস, দেবদাস ঘোষের মতো যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দিদেরও। সরকারি আর্ট কলেজে গিয়ে রশিদের সঙ্গে তাঁরাও দেখবেন সেখানকার কর্মকাণ্ড। কাল, মঙ্গলবার গভর্নমেন্ট আর্ট কলেজে নিয়ে যাওয়া হচ্ছে জনা বিশেক বন্দি-শিল্পীকে। বেলা ১২টা থেকে চার ঘণ্টা আর্ট কলেজে থাকবেন রশিদেরা। তার মধ্যে প্রথম দু’ঘণ্টা আর্ট কলেজের পঠনপাঠন এবং আঁকাআঁকির প্রক্রিয়া নিজের চোখে দেখবেন তাঁরা। বাকি দু’ঘণ্টা বন্দি-শিল্পীরা ছবি আঁকা নিয়ে মুখোমুখি আলোচনা করবেন ওই কলেজের পড়ুয়াদের সঙ্গে।
প্রথমে অবশ্য তুলি ধরতেই জানতেন না ওই বন্দিদের অনেকে। জেলের এক কর্তার কথায়, “শিল্পীরা প্রথমে এসে বন্দিদের বলতেন, ‘যেমন খুশি আঁকো।’ পেন্সিল দিয়ে আঁকার পরে তাতে রং করতে বলা হত। রং আর আঁকা দেখে যাচাই করা হত তাঁদের মানসিক অবস্থা। এ ভাবেই ধীরে ধীরে তাঁদের জীবনে রং আনা হয়েছে। এখন তাঁরা নিজেরাই উৎসাহী হয়েছেন ছবি আঁকায়।” শিল্পী হয়ে ওঠা ওই সব বন্দি এ বার যাচ্ছেন মুক্ত সমাজের শিল্পী গড়ার অঙ্গনে। জেলে আঁকার শিক্ষক চিত্ত দে বলেন, “অবশ্যই অভিনব উদ্যোগ। জেলের ইতিহাসে আগে কখনও এটা হয়নি।”
চিত্তবাবুর দাবি, এই উদ্যোগে বাইরের শিক্ষা-পদ্ধতি যাচাই করতে এবং তা থেকে শিক্ষা নিতে পারবেন বন্দি-শিল্পীরা। মূল স্রোতের হবু শিল্পীরা কী ভাবে ছবি আঁকা শিখছেন, কী ভাবে তাঁদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, বন্দিরা তা দেখার সুযোগ পাবেন। ওই শিক্ষক বলেন, “নিজেদের শিল্পকর্মে কাজে কী ভাবে অভিনবত্ব আনা যায়, সেই পথও খুঁজে পেতে পারেন বন্দি-শিল্পীরা।”
এই ধরনের আদানপ্রদান খুবই জরুরি বলে মনে করেন সরকারি আর্ট কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রেবন্ত গোস্বামী। তিনি বলেন, “আমাদের কলেজের দেড়শো বছর এটা। এই পরিপ্রেক্ষিতে সমাজের সব অংশের মানুষকে কলেজে আনতে চাইছি আমরা। এটা সেই ভাবনারই অংশ।”
জেলে সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্যেই এক বন্দিনী গর্ভবতী হয়ে পড়ায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রশ্নের মুখে পড়েছে কারাগারের নিরাপত্তাও। তার জের এসে পড়েছে জেলে সংস্কৃতিচর্চার উপরেও। লৌহকপাটের অন্দরে বিভিন্ন সাংস্কৃতিক কাজকর্মের উপরে নিয়ন্ত্রণ জারি করেছে কারা দফতর। এই অবস্থায় বন্দি-শিল্পীদের দলটিকে মঙ্গলবার বিকেল ৫টার মধ্যে জেলে ফেরার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান আইজি (কারা) রণবীর কুমার। এ ভাবে শিল্পের অনুশীলন সম্ভব কি না, সেই প্রশ্ন উঠছে। চিত্তবাবু অবশ্য বলেন, “ওই ঘটনার সঙ্গে বন্দি-শিল্পীদের আর্ট কলেজে নিয়ে যাওয়ার সম্পর্ক নেই। জেলের নিয়ম, নিরাপত্তার কড়াকড়ি মেনেই বন্দি-শিল্পীদের আর্ট কলেজে নিয়ে যাওয়া হবে।”

অ্যাঞ্জেলিনার প্রাপ্তি
বেশ কয়েক সপ্তাহ দেখা হয়নি দু’জনের। তাই দেখা হওয়া মাত্র প্রেমিকা অ্যাঞ্জেলিনাকে কিনে দিলেন মহার্ঘ হার। হিরে খচিত এই নেকলেসের দাম ভারতীয় মুদ্রায় এক কোটি সাতাশি লক্ষেরও বেশি। ব্র্যাড পিটের অবশ্য মন ভরেনি এতেই। তিন-তিনটে ঘড়িও কিনে দিয়েছেন প্রেমিকাকে।

শহরে: সাংবাদিক বৈঠকে আল্লা রাখা রহমান। ছবি: সুদীপ্ত ভৌমিক।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.