দর্জির দোকানে বচসার সময়ে গলায় কাঁচির খোঁচায় মৃত্যু হল এক যুবকের। শনিবার দুপুরে বর্ধমানে মন্তেশ্বরের কুসুমগ্রাম ঘটনাটি ঘটে। মৃতের নাম পটাই শেখ (৩২)। বাড়ি পূর্বস্থলীতে। হায়দর আলি মণ্ডল নামে এক জনের দর্জির দোকানে কাজ করত পটাই। দুপুরে মালিকের সঙ্গে তাঁর বচসা হলে দোকানে এসে বচসায় জড়িয়ে পড়েন মালিকের ভগ্নিপতি নজু শেখও। সে-ই দোকানে থাকা কাঁচি তুলে পটাইয়ের গলায় বসিয়ে দেয় বলে অভিযোগ। ঘটনাস্থলেই মারা যায় পটাই। নজু পালিয়ে গেলেও হায়দরকে পুলিশ আটক করেছে।
|
দু’দিন পরে কুলটির সাঁকতোড়িয়ার ঘরছাড়া মানুষদের ত্রাণের কাজ শুরু হল। শনিবার ইসিএল ও দমকলের উদ্ধারকারী দল ঘটনাস্থলে যায়। কিন্তু বৃহস্পতিবার বাড়ির উঠোন ফেটে হেনা পারভিন নামে যে তরুণী জ্বলন্ত ভূগর্ভে ঢুকে গিয়েছিলেন, তাঁকে বা তাঁর দেহ উদ্ধার করা যায়নি। ওই রাতে আশপাশে কিছু বাড়িতে ফাটল ধরায় বাসিন্দারা বেরিয়ে আসতে বাধ্য হন। কাছেই ক্লাবঘরে যে অস্থায়ী ত্রাণ শিবির হয়েছে, সেখানে কিছু মানুষ রয়েছেন। এ দিন আসানসোল মহকুমা প্রশাসন ও কুলটি পুরসভার তরফে কিছু ত্রাণ পৌঁছয়। আজ, রবিবার রাজ্য সরকারের পক্ষ থেকে এলাকায় ত্রাণ পৌঁছানোর কথা।
|
পরিচারিকার ঝুলন্ত দেহ মিলল দুর্গাপুরের বিধাননগর ফাঁড়ির স্টিলপার্ক এলাকার এক আবাসনে। শিল্পা লোহার (১৬) নামে ওই কিশোরীর বাড়ি মানকরে। প্রায় দু’বছর ধরে সে একটি বাড়িতে পরিচারিকার কাজ করছিল। শুক্রবার রাতে সেখানেই শিল্পার দেহ ঝুলতে দেখা যায়। তার বাবা অষ্টম লোহার পুলিশের কাছে বাড়ির মালিক ও তাঁর স্ত্রীর নামে খুনের অভিযোগ দায়ের করেছেন। |