টুকরো খবর
শ্লীলতাহানির অভিযোগে ছেলের জেল, ছুরি মারায় অভিযুক্ত মা
দশ বছরের এক বালিকার শ্লীলতাহানির অভিযোগে জেলে গিয়েছে ছেলে। সেই রাগে অভিযোগকারিণীর মাকে ছুরি মারার অভিযোগ উঠল অভিযুক্তের বিধবা মায়ের বিরুদ্ধে। আহত মহিলা দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি। বর্ধমানের কাঁকসায় গোপালপুরে মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটলেও অভিযোগ দায়ের হয় বৃহস্পতিবার রাতে। শনিবার পর্যন্ত পুলিশ কাউকে ধরতে পারেনি। আহত মহিলা পুলিশে অভিযোগে জানিয়েছেন, বিশ্বকর্মা পুজোর দিন তাঁরা বাড়ির সকলে পাশে একটি পুজোয় গিয়েছিলেন। মেয়ে রাস্তায় একা হাঁটছিল। তখনই রাজা হালদার নামে এক যুবক তার হাত ধরে টানার চেষ্টা করে। মেয়েটি চিৎকার করলে এলাকার লোকজন এসে রাজাকে ধরে ফেলেন। জেলে কাটিয়ে শুক্রবারই সে বাড়ি ফিরেছে। আহত মহিলার অভিযোগ, রাজা জেলে যাওয়ার পর থেকে তার মা সুনন্দা হালদার রোজ তাঁকে গালিগালাজ করত। মঙ্গলবার রাতে তিনি একাই ছিলেন। এক জন পুরুষকে সঙ্গে নিয়ে সুনন্দা তাঁর বাড়িতে এসে ছুরি চালিয়ে দেয় সে। তাঁর নাকের পাশে চোট লাগে। এর পরে পেটে ছুরি বসিয়ে দিলে তিনি জ্ঞান হারান। প্রতিবেশীরাই তাঁকে হাসপাতালে নিয়ে যান। তাঁর স্বামী ওই দু’জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন।

কাঁচির কোপে মৃত্যু যুবকের
দর্জির দোকানে বচসার সময়ে গলায় কাঁচির খোঁচায় মৃত্যু হল এক যুবকের। শনিবার দুপুরে বর্ধমানে মন্তেশ্বরের কুসুমগ্রাম ঘটনাটি ঘটে। মৃতের নাম পটাই শেখ (৩২)। বাড়ি পূর্বস্থলীতে। হায়দর আলি মণ্ডল নামে এক জনের দর্জির দোকানে কাজ করত পটাই। দুপুরে মালিকের সঙ্গে তাঁর বচসা হলে দোকানে এসে বচসায় জড়িয়ে পড়েন মালিকের ভগ্নিপতি নজু শেখও। সে-ই দোকানে থাকা কাঁচি তুলে পটাইয়ের গলায় বসিয়ে দেয় বলে অভিযোগ। ঘটনাস্থলেই মারা যায় পটাই। নজু পালিয়ে গেলেও হায়দরকে পুলিশ আটক করেছে।

ত্রাণের দাবি ঘরছাড়াদের
দু’দিন পরে কুলটির সাঁকতোড়িয়ার ঘরছাড়া মানুষদের ত্রাণের কাজ শুরু হল। শনিবার ইসিএল ও দমকলের উদ্ধারকারী দল ঘটনাস্থলে যায়। কিন্তু বৃহস্পতিবার বাড়ির উঠোন ফেটে হেনা পারভিন নামে যে তরুণী জ্বলন্ত ভূগর্ভে ঢুকে গিয়েছিলেন, তাঁকে বা তাঁর দেহ উদ্ধার করা যায়নি। ওই রাতে আশপাশে কিছু বাড়িতে ফাটল ধরায় বাসিন্দারা বেরিয়ে আসতে বাধ্য হন। কাছেই ক্লাবঘরে যে অস্থায়ী ত্রাণ শিবির হয়েছে, সেখানে কিছু মানুষ রয়েছেন। এ দিন আসানসোল মহকুমা প্রশাসন ও কুলটি পুরসভার তরফে কিছু ত্রাণ পৌঁছয়। আজ, রবিবার রাজ্য সরকারের পক্ষ থেকে এলাকায় ত্রাণ পৌঁছানোর কথা।

পরিচারিকার দেহ
পরিচারিকার ঝুলন্ত দেহ মিলল দুর্গাপুরের বিধাননগর ফাঁড়ির স্টিলপার্ক এলাকার এক আবাসনে। শিল্পা লোহার (১৬) নামে ওই কিশোরীর বাড়ি মানকরে। প্রায় দু’বছর ধরে সে একটি বাড়িতে পরিচারিকার কাজ করছিল। শুক্রবার রাতে সেখানেই শিল্পার দেহ ঝুলতে দেখা যায়। তার বাবা অষ্টম লোহার পুলিশের কাছে বাড়ির মালিক ও তাঁর স্ত্রীর নামে খুনের অভিযোগ দায়ের করেছেন।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.