পুরএলাকার দুঃস্থদের বসবাসের জায়গা লিজ দেওয়া হচ্ছে বীরভূমে। জেলা ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক শ্যামাশিস রায় জানান, ছ’টি পুরসভার ২৬৯টি পরিবারকে বাড়ি লিজ দেওয়ার জন্য চিহ্নিত করা হয়েছে। তার মধ্যে বোলপুর পুরসভার ১৫৬টি পরিবারের নাম রাজ্য সরকারের কাছে পাঠানো হয়েছে। ইতিমধ্যে দুবরাজপুর পুরসভার ৩৫টি পরিবারকে লিজ দেওয়া হয়েছে। তিনি জানান, ‘নিজ গৃহ নিজ ভূমি’ প্রকল্পে আজ শনিবার মুরারই ১ ব্লকের ৪৯০টি ও নলহাটি ১ ব্লকের ১৭০টি পরিবারকে জমির পাট্টা ও বাড়ি তৈরির অর্ধেক টাকা দেওয়া হবে।
প্রশাসন সূত্রের খবর, কেন্দ্রীয় সরকারের প্রকল্পে পুরএলাকায় মাসিক ৬০০০ টাকার কম আয়ের পরিবার সরকারি জায়গায় অন্তত ২০ বছর বাড়ি করে বাস করলে তাঁদের দু’টাকার বিনিময়ে ৯৯ বছরের জন্য ওই জায়গা লিজ দেওয়া হচ্ছে। ওই প্রকল্পে দুবরাজপুর পুরসভার ২৬টি পরিবারকে লিজ দেওয়া হয়েছে। শ্যামাশিসবাবু বলেন, “উপযুক্ত প্রমাণ-সহ যোগ্য ব্যক্তিরা আবেদন করলে তাঁদের বসত বাড়ি লিজ দেওয়া হবে।” পরিবারগুলিকে আর্থিক ভাবে স্বনির্ভরতার জন্য পশুপালনেও উৎসাহ দেওয়া হচ্ছে।
ভূমি দফতর সূত্রে জানা গিয়েছে, ‘নিজ গৃহ নিজ ভূমি’ প্রকল্পে গত এক বছরে ৫২০৬টি পরিবারকে জায়গা দেওয়া হয়েছে। ২৮৯ জনকে জমির পাট্টা দেওয়ার সময় ইন্দিরা আবাস যোজনায় সাড়ে ২২ হাজার টাকা করে দেওয়া হয়েছে। শ্যামাশিসবাবু জানান, চলতি বছরে ৭০০০ জনকে ওই প্রকল্পে জমি ও টাকা দেওয়া হবে। |