মাটির মৈনাক |
ভূমিকম্পের ফলে ভূমি বা সমুদ্রের নীচে তৈরি হওয়া ফাটলের ভিতর দিয়ে মাটি-কাদা-বালি-পাথর বেরিয়ে আসে। ছোট ঢিবি থেকে শুরু করে টিলা বা পাহাড়ের আকারও নেয়। ২০০৬ সালের ২৯ মে ইন্দোনেশিয়ার পূর্ব জাভায় প্রায় সাড়ে চার বর্গকিমি কাদায়-মাটিতে ঢেকে যায়। মারা যান ১৪ জন। তবে সেটা ছিল স্থলে। এ বার কাদার পাহাড় সমুদ্রে। |