আজকের শিরোনাম
শ্রীনিকে আটকাতে ‘কৌশলী’ বিহার ক্রিকেট বোর্ড
চেন্নাইয়ে বিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভার বাকি আর মাত্র কয়েকটা দিন। শ্রীনিবাসনের এই সভায় হাজির থাকা নিয়েও শুরু হয়েছে নানা জল্পনা। ক্রিকেট বিশেষজ্ঞদের একাংশের ধারণা, এই সভায় হাজির থাকতে চেষ্টার কসুর করবেন না শ্রীনি। এ মাসেই তাঁর প্রেসিডেন্ট পদের মেয়াদ শেষ হওয়ার কথা। কিন্তু তার আগেই ২৯ সেপ্টেম্বরের বৈঠকে হাজির থেকে এই মেয়াদ আরও এক বছর বাড়ানোর ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। এ দিকে, বিসিসিআইয়ের তদন্ত কমিটি শ্রীনিবাসন, তাঁর জামাই ও চেন্নাই সুপার কিংসের কর্ণধার মইয়াপ্পনকে ক্লিন চিট দেওয়ার পরই গত অগস্টে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল বিহার ক্রিকেট বোর্ড। আইপিএলে স্পট ফিক্সিংয়ের জন্য নতুন তদন্ত কমিটি গঠনের আর্জিও জানানো হয় বোর্ডের পক্ষ থেকে। বিসিসিআইয়ের আসন্ন বৈঠকে শ্রীনির উপস্থিতি আটকাতে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশের জন্য আজ বিহার ক্রিকেট বোর্ড সুপ্রিম কোর্টে আবেদন করে। আগামী দু’দিনের মধ্যে রায় জানাতে পারে সুপ্রিম কোর্ট।

বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ ভারতের
বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে ফের জয়ধ্বজা উঠল ভারতের। গ্রেকো-রোমান বিভাগে এই প্রথম ব্রোঞ্জের পদক জিতে ইতিহাস তৈরি করল ভারতীয় কুস্তিগীর সন্দীপ তুলসি যাদব। সাধারণত ভারতীয় কুস্তিগীররা ফ্রিস্টাইলের জন্য বিশ্বখ্যাত। কিন্তু সন্দীপ সেই প্রথার ব্যতিক্রমী, তিনি এটা প্রমাণ করলেন বলে ভারতীয় ক্রীড়ামহলের ধারণা। তিনি এই বিভাগে সার্বিয়ার মাকিসমোভিচ আলেকজান্দারকে ৪-০ ফলাফলে হারিয়ে ব্রোঞ্জ পদক নিশ্চিত করেন।

কেনিয়ায় শপিং মলে নিহতের সংখ্যা বেড়ে ৬৮
ছবি: এএফপি।
ঘটনার তৃতীয় দিনে পড়লেও এখনও সম্পূর্ণ জঙ্গি মুক্ত হয়নি কেনিয়ার ওয়েস্ট গেট শপিং মল। এখনও পর্যন্ত ১০-১৫ জন জঙ্গি মলের ভিতরে রয়েছে বলে প্রশাসনের তরফে মনে করা হচ্ছে। গত দু’দিনে নিহতের সংখ্যা ছিল ৫৯। তার মধ্যে ছিলেন দুই ভারতীয়ও। পুলিশ সূত্রে খবর, এখনও পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৮। আহতের সংখ্যা প্রায় ১৭৫। এ দিকে, আজ সকালে সেনাবাহিনী মলে ঢুকতে গেলে তাঁদের লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। প্রায় ১৫ মিনিট ধরে গুলি চালায় তারা। সঙ্গে ৩টি বিস্ফোরণও ঘটানো হয় বলে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে। তারা আরও জানিয়েছে, অধিকাংশ পণবন্দিদের মুক্তি করা সম্ভব হয়েছে, এখনও পর্যন্ত ১০ জন মলের ভিতরে রয়েছে। অন্য দিকে, এক সেনা আধিকারিকের কথায়, বাকি পণবন্দিদের জীবিত উদ্ধার করে দিনভর এই ‘নাটকের’ অবসান ঘটানোই এখন মূল লক্ষ্য।

প্রসঙ্গ স্পট ফিক্সিং: বিসিসিআই-এর তলব চান্ডিলাকে
শ্রীসন্ত ও অঙ্কিত চহ্বাণের পর এ বার অজিত চান্ডিলাকে ডেকে পাঠাল বিসিসিআই। আইপিএল স্পট ফিক্সিং-এ জড়িত থাকার অভিযোগে ইতিমধ্যেই শ্রীসন্ত ও অঙ্কিতের খেলোয়াড় জীবনে বিসিসিআই দাঁড়ি টেনেছে। এ বার চান্ডিলার খেলোয়াড় জীবনের ‘ভবিষ্যত্’ নিয়ে সিদ্ধান্ত নিতেই এই তলব বলে মনে করছে ক্রিকেট বিশেষজ্ঞরা। প্রসঙ্গত, গত ১৬ মে ১১ জন বুকি-সহ মুম্বই থেকে গ্রেফতার হন শ্রীসন্ত, অঙ্কিত ও চান্ডিলা। শ্রীসন্ত ও অঙ্কিতের খেলোয়াড় জীবনে ইতি টানলেও উপযুক্ত তথ্যের অভাবে চান্ডিলার সাজা ঘোষণা করা যায়নি। আগামী ২৯ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অ্যান্টি করাপশন অ্যান্ড সিকিউরিটি ইউনিট-এর প্রধান রবি সাওয়ানির সঙ্গে দেখা করার কথা তাঁর। ওই দিন চান্ডিলার সঙ্গে কথা বলে বিসিসিআইকে রিপোর্ট জমা দেওয়ার কথা সাওয়ানির। তাঁর দেওয়া রিপোর্টের ভিত্তিতেই চান্ডিলার বিষয়ে শৃঙ্খলা রক্ষা কমিটি সিদ্ধান্ত নেবে বলে বিসিসিআই সূত্রে খবর। ক্রিকেটকে স্পট ফিক্সিংয়ের কলঙ্কমুক্ত করতে ইতিমধ্যেই খেলোয়াড় ও আইপিএল-এর কর্ণধারদের জন্য নতুন গাইডলাইন তৈরি করেছে বিসিসিআই। আইপিএল-এ দুর্নীতি ঠেকাতে ‘অপারেশন ক্লিন আপ’ নামে একটি পরিকল্পনাও গৃহীত হয়েছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.