|
|
|
|
চিত্র সংবাদ |
ব্যস্ত শিল্পী
|
বাঁকুড়ার মালাকার পরিবার প্রায় ৩০ বছর আগে আসানসোলে এসেছিলেন।
তখন থেকেই বিভিন্ন
ঠাকুরের মালা,
গয়নার সাজ তৈরি করেন তাঁরা।
দুর্গাপুজোর মরসুমে কাজের চাপ বেশি হয় বলে
জানালেন শিল্পী দেবব্রত মালাকার।
কলকাতা থেকে পুঁতি, চুমকি, শোলা, রঙিন কাপড়
নিয়ে এসে
কাজ করেন তাঁরা।
আসানসোল বাজারে ছবিটি তুলেছেন শৈলেন সরকার। |
|
প্রতিমা তৈরিতে ব্যস্ত বাড়ির বড়রা। তাই খুদে হাতেই প্রতিমার মুখ শুকোনোর ভার।
জামুড়িয়ার নিউ কেন্দা মোড়ে ওমপ্রকাশ সিংহের তোলা ছবি। |
নিত্য-যাত্রা
|
মেমারির চকদিঘি মোড়ে জিটি রোডে এভাবেই রোজ চলে যাতায়াত।
অতিরিক্ত যাত্রী তোলায়
বিপদের
সম্ভাবনা থাকে, দুর্ঘটনাও হয়।
তবু আশপাশের বা স্থানীয় বাসিন্দাদের ভরসা এই ট্রেকারই।
মাঝেমধ্যে
প্রশাসনের তরফে নজরদারিও চালানো হয়।
তবু ঝুঁকির এই ছবি বদলায় না। ছবি: উদিত সিংহ। |
|
|
|
|
|