ট্রেনের ছ’টি কামরার মধ্যে দু’টি কামরা আরপিএসএফের জওয়ানরা দখল করায় শনিবার ক্ষোভ ছড়াল আসানসোল-হলদিয়া এক্সপ্রেসের যাত্রীদের মধ্যে। বাঁকুড়া স্টেশনে নেমে তাঁরা বিক্ষোভ দেখানোয় ৪৫ মিনিট আটকে যায় ট্রেনটি। পরে কিছু যাত্রীকে জওয়ানদের কামরায় ওঠার ব্যবস্থা করার পরে ট্রেনটি রওনা দেয়। বাঁকুড়ার স্টেশন ম্যানেজার বিশ্বনাথ মুদি বলেন, “যাত্রী বিক্ষোভের জেরে ট্রেনটি স্টেশনে আটকে থাকে। ট্রেন চলাচল ব্যাহত হয়নি।” আরপিএফের ৮ নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা খড়্গপুর যাওয়ার জন্য আসানসোল থেকে ওই ট্রেনের দু’টি কামরায় উঠে দরজা বন্ধ করে দিয়ে অন্য যাত্রীদের ওই দু’টি কামরায় উঠতে নিষেধ করেন বলে অভিযোগ। ভিড়ে ঠাসা অন্য কামরাগুলিতে উঠতে বাধ্য হওয়ায় যাত্রীদের মধ্যে ক্ষোভ ছড়ায়। আদ্রা স্টেশনে তাঁরা কিছুক্ষণ বিক্ষোভ দেখান। জিআরপি-র বাঁকুড়ার ওসি সুভাষচন্দ্র জানা তাঁদের বোঝান, আগ্নেয়াস্ত্র থাকায় তাঁরা ওই ভাবে যাচ্ছিলেন। পরে কিছু যাত্রীকে ওঠার ব্যবস্থা করলে বিক্ষোভ কমে।
|
কারখানার একটি ঘরে কর্মীদের আটকে রেখে যন্ত্রপাতি লুঠ করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠল। শুক্রবার রাতে বাঁকুড়া সদর থানার কদমাঘাটি এলাকার ঘটনা। সিমেন্টের পাইপ তৈরির ওই কারখানার অন্যতম কর্ণধার আনন্দ শরাফের অভিযোগ, “দুষ্কৃতীরা ভিতরে ঢুকে রক্ষীকে মারধর করে। পরে তাঁকে কারখানার চার কর্মীর সঙ্গে একটি ঘরে আটকে রেখে লুঠপাট চালায় তাঁরা। ভোর চারটে থেকে পুলিশকে ফোনে ডাকা সত্ত্বেও তারা সকাল ৯টার আগে আসেননি।” বাঁকুড়ার ডিএসপি (আইন শৃঙ্খলা) কৃশানু রায় বলেন, “খবর পেয়েও পুলিশ যায়নি বলে অভিযোগ পাইনি। গাফিলতি থাকলে ব্যবস্থা নেওয়া হবে।”
|
শাসক দলের প্রার্থীর নামের বোতামে আঙুল ছোঁয়ালেই পাওয়া যাচ্ছিল আতরের খুশবু। এ নিয়ে হইচই হতেই দেখা গেল শাসক থেকে বিরোধীদের নামের বোতামেও সেই একই আতরের সুবাস। বীরভূমের দুবরাজপুরের ১২ নম্বর ওয়ার্ডের শিশু বিদ্যাপীঠের বুথে শনিবার এমনই কাণ্ড ঘটল। বিরোধীদের অভিযোগ, শাসক দল নিজের ভোটার চিনতেই এই গন্ধবিচারের আয়োজন করেছিল। শাসক দলের কর্মীরা অবশ্য মানেননি।
|
পুরভোট পার করল বীরভূমের দুবরাজপুর। ভোট পড়ল ৮৭.৭ শতাংশ। কিছু এলাকায় বিরোধী দলের সমর্থকদের ভয় দেখানোর অভিযোগ ওঠে তৃণমূলের কর্মীদের বিরুদ্ধে। তৃণমূল অভিযোগ মানেনি। এলাকা পুনর্বিন্যাসের পরে পুরনো ১৫ নম্বর ওয়ার্ড বদলে এখন ৯ নম্বর ওয়ার্ড হওয়ায় ভোটার তালিকা নিয়ে প্রাথমিক ভাবে কিছুটা বিভ্রান্তি দেখা দেয়। এর জেরে পাওয়ার হাউস মোড়ের বুথে এক ঘণ্টা ভোটগ্রহণ বন্ধ থাকে। মহকুমাশাসক (সিউড়ি সদর) চন্দ্রনাথ রায়চৌধুরী বলেন, “খুব ভাল ভোট হয়েছে।”
|