‘ডাইন’ অপবাদে রাহাতপুর গ্রামের এক আদিবাসী দম্পতিকে মারধর করে কয়েক দিন ধরে এলাকাছাড়া করানোর অভিযোগ উঠল কালনা-২ ব্লকে। শনিবার বাবুলাল টুডু ও তাঁর স্ত্রী ফুলমণি টুডু কালনা থানায় লিখিত অভিযোগ জানান। প্রশাসন ও স্থানীয় সূত্রে খবর, কয়েক মাস আগে বাবুলালের দাদা পুকুরে পাট পচাতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হন। পরে মারা যান। অভিযোগ, আদিবাসীদের মোড়ল ওই দম্পতিকে ‘ডাইন’ বলে ঘোষণা করে। দম্পতির বাড়িতে চড়াও হন বাকি আদিবাসীরা। খুনের হুমকি দেওয়া হয়।
|
তখন সকাল ৯টা। পূর্ণিমা হাজরা নামে এক মহিলা গুসকরা কলেজে ভোট দিতে গিয়েছিলেন। অভিযোগ, তাঁকে প্রিসাইডিং অফিসার ভোটার কার্ড থাকা সত্ত্বেও ভোট দিতে দেননি। তিনি বুথ থেকে ফিরে আসেন। খবর পেয়েই ৮ নম্বর ওয়ার্ডের প্রার্থী মল্লিকা চোঙদার ওই মহিলাকে নিয়ে বুথে যান। সেখানে গিয়ে তিনি হম্বিতম্বি করার পরেই ওই প্রতিবন্ধী মহিলা ভোট দিতে পারেন। অন্য ভোটারদের সহাস্য মন্তব্য, ‘‘মল্লিকার গলার কাছে আমরা তো কোন ছাড়। প্রিসাইডিং অফিসারও উড়ে গেলেন!”
|
আসানসোলের কাছে দিহিকাতে কয়লার স্তর থেকে মিথেন গ্যাস তোলার কাজ সোমবার থেকে ফের শুরু করছে গ্রেট ইস্টার্ন এনার্জি কর্পোরেশন। সম্প্রতি ওই প্রকল্পে যে ঠিকাদার সংস্থা কাজ করছে তারা ২৯ জন শ্রমিককে বসিয়ে দিলে তাঁরা আন্দোলন শুরু করেন। আর তার জেরে প্রকল্পের একাংশে কাজ বন্ধ হয়ে যায়। মুখ্যমন্ত্রীর নির্দেশে শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় শনিবার সংস্থা কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসেন। তিনি মলয় ঘটক-সহ শ্রমিক ইউনয়নগুলির সঙ্গে প্রথমে কথা বলেন। শিল্পমন্ত্রী এ দিন বলেন, “শ্রমিকদের অভিযোগ একেবারে উড়িয়ে দেওয়ার নয়। শ্রম আইন সব সংস্থাকেই মেনে চলতে হয়।” |