আজকের শিরোনাম
পুর-যুদ্ধ
আজ রাজ্যের ৯টি জেলায় ১২টি পুরসভার ভোটগ্রহণ। পুরসভা সূত্রে খবর, ১২টি পুরসভায় মোট ভোটার সংখ্যা ৮ লক্ষ ৪৬ হাজার ৩৬৬ জন। যে ১২টি পুরসভায় ভোটগ্রহণ চলছে তা হল— গুসকরা (বর্ধমান), বর্ধমান টাউন (বর্ধমান), পানিহাটি (উত্তর ২৪ পরগনা), হাবরা (উত্তর ২৪ পরগনা),দুবরাজপুর (বীরভূম), চাকদহ (নদিয়া),ডালখোলা (মালদা), আলিপুরদুয়ার (জলপাইগুড়ি), মেখলিগঞ্জ (কোচবিহার), হলদিবাড়ি (কোচবিহার), বালুরঘাট (উত্তর দিনাজপুর),ডায়মন্ডহারবার (দক্ষিণ ২৪ পরগনা)। তবে ১২টি পুরসভার ভোটের শুরুটা মোটেই শান্তিপূর্ণ ছিল না।
ভোটের হার
  সকাল
(৭টা থেকে ১১টা পর্যন্ত)
দুপুর
৩টে পর্যন্ত
পানিহাটি ৪৩.৬৮ শতাংশ ৭৭.৪০ শতাংশ
হাবরা ৪৪.৬৯ শতাংশ
চাকদহ ৩৭.২১ শতাংশ  
ডায়মণ্ড হারবার ৫০.৫৩ শতাংশ ৮৭.৫৫ শতাংশ
বর্ধমান ৫০.৮৩ শতাংশ ৮১.৯৭ শতাংশ
গুসকরা ৫১.০৫ শতাংশ
দুবরাজপুর ৫০.১৩ শতাংশ ৯১ শতাংশ
ডালখোলা ৫৫.৭১ শতাংশ  
বালুরঘাট ৫৫.৭১ শতাংশ  
আলিপুরদুয়ার ৪০.৮৮ শতাংশ  
হলদিবাড়ি ৫৮.৫২ শতাংশ  
মেখলিগঞ্জ ৫৮.৪৫ শতাংশ  
পুরভোটকে কেন্দ্র করে সকাল থেকেই বিভিন্ন ওয়ার্ডে ছড়িয়েছে উত্তেজনা।
পানিহাটি পুরসভায় সকাল ৭টা থেকে শুরু হয়েছে নির্বাচন। পুলিশ সূত্রে খবর, পুরসভার ৩০ ওয়ার্ডে তৃণমূল প্রার্থী মাধব নন্দীর নেতৃত্বে হামলা চালানোর অভিযোগ করেছে সিপিএম। ২৫, ২৯ ও ৩৪ নম্বর ওয়ার্ডে ভোটদানে বাধার অভিযোগ সিপিএম প্রার্থীদের। একজন মহিলা প্রার্থীকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।
• পানিহাটির সারদা পল্লী প্রাথমিক স্কুলে ভোটগ্রহণকে কেন্দ্র করে সকাল থেকেই উত্তেজনা ছড়িয়েছে। ১৫৫ নম্বর বুথ দখলের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। পুলিশ সূত্রে খবর, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলের গিয়ে বিক্ষোভের মুখে পড়েন নির্বাচন কমিশনার মীরা পাণ্ডে। পানিহাটির সব বুথে পুননির্বাচনের দাবি জানিয়েছে বামেরা।
• পানিহাটিতে ৮-৯টি বুথে ভোটগ্রহণ বন্ধ হয়ে গিয়েছে বলে পুরসভা সূত্রে খবর।
• পানিহাটির ৩৩ নম্বর বুথে তৃণমূলের ক্যাম্পে হামলার অভিযোগ সিপিএমের বিরুদ্ধে।
হাবরা পুরসভায় তৃণমূল প্রার্থীদের উপর সিপিএমের হামলার অভিযোগ। পুলিশ সূত্রে খবর, সংঘর্ষে আহত ৫, গুরুতর জখম হয়েছেন একজন পুলিশকর্মী।
• হাবড়া পুরসভায় তৃণমূলের বিরুদ্ধে ছাপ্পা ভোটের অভিযোগ তুলল সিপিএম। পুলিশ সূত্রে খবর, পুরসভার ১১ নম্বর ওয়ার্ডে ভোট ঘিরে উত্তেজনা।
বর্ধমান পুরসভা ১৯৮০ সাল থেকেই ছিল বামেদের দখলে। গুসকরা গতবারই তৃণমূলের দখলে চলে যায়। আজ সকাল থেকেই বর্ধমানে দু’পক্ষের ক্ষমতা দখলের লড়াই শুরু হয়েছে।
জেলা বামফ্রন্ট সূত্রে খবর, সকাল থেকেই বিভিন্ন ওয়ার্ডে বামেদের পোস্টার , ব্যানার, ফেস্টুন ছেঁড়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। বুথ দখল ও সন্ত্রাসের অভিযোগ তুলে বর্ধমান পুরসভা জুড়ে ভোট বয়কটের সিদ্ধান্ত নিয়েছে সিপিএম। ৩৫টি প্রার্থীপদ প্রত্যাহার করা হবে বলে জেলা বামফ্রন্ট সূত্রে খবর। অন্যদিকে অভিযোগ অস্বীকার করে তৃণমূল জেলা সভাপতি স্বপন দেবনাথ জানিয়েছেন বর্ধমানে পুরভোটকে ঘিরে কোনও রকম অশান্তি হয়নি।
গুসকরায় ভোটগ্রহণকে কেন্দ্র করে অশান্তি ছড়িয়েছে। পুলিশ সূত্রে খবর, ৮০ ও ৮১ নম্বর বুথে সাময়িকভাবে ভোটগ্রহণ বন্ধ রাখা হয়েছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.