বীরভূমের সাইথিয়ায় তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ |
একশো দিনের কাজের টাকা দেওয়া নিয়ে সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল বীরভূমের সাঁইথিয়া। ঘটনাটি ঘটেছে সাঁইথিয়ার বনগ্রামে। পুলিশ সূত্রে খবর, আজ সকালে একশো দিনের কাজের টাকা দেওয়া নিয়ে বেনিয়মের অভিযোগে সংঘর্ষ বাধে স্থানীয় তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে। সংঘর্ষে যখম দু’পক্ষের মোট ১২ জন। গুরুতর জখম অবস্থায় তাঁদের সাঁইথিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়।
|
ভারতীয় বিজ্ঞানীর আন্তর্জাতিক সম্মান |
বীরভদ্রন রমানাথন, আমেরিকায় গবেষণারত ভারতীয় পরিবেশ বিজ্ঞানী। তাঁর দীর্ঘদিনের গবেষণা এবার সর্বোচ্চ সম্মানের শিরোপা পেতে চলেছে। বিশ্ব পরিবেশ ও তার ধারাবাহিক পরিবর্তন নিয়ে তাঁর গবেষণার কাজে অভূতপূর্ব অবদানের জন্য রমানাথন মনোনিত হয়েছেন রাষ্ট্রপুঞ্জের দেওয়া সর্বোচ্চ সম্মান ‘চ্যাম্পিয়নস অব দ্যা আর্থ’ পুরষ্কারের জন্য। দীর্ঘ ৩০ বছর ধরে তিনি বিশ্ব পরিবেশ ও তার ধারাবাহিক পরিবর্তন নিয়ে তাঁর গবেষণার কাজ করে চলেছেন। ১৯৬৫ সালে স্নাতক স্তরের পাঠ পেরিয়ে স্নাতকোত্তর পর্বের পড়াশোনার জন্য তিনি ভর্তি হন ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্স-এ। ১৯৭০-এ স্নাতকোত্তর পর্বের পাঠ শেষ করে পরিবেশ বিজ্ঞান নিয়ে পিএইচডি করতে পাড়ি দেন মার্কিন মুলুকে। ১৯৭৪-এ সেখানকার স্টেট ইউনিভার্সিটি অব নিউ ইয়র্ক থেকে পিএইচডি করে যোগ দেন অধ্যাপনার কাজে, পাশাপাশি চলতে থাকে গবেষণার কাজও। বর্তমানে তিনি ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ায় সমুদ্র বিজ্ঞান ও পরিবেশ বিজ্ঞানে অধ্যাপনার দায়িত্ব সামলাচ্ছেন। তাঁর এই মনোনয়নে ভারতের বিজ্ঞানীমহল যথেষ্ট গর্বিত। তবে পুরষ্কার বা সম্মান নয়, বিশ্ব উষ্ণায়নের প্রভাবে দ্রুত পাল্টে যাওয়া পরিবেশের সঙ্গে মানিয়ে চলা এবং পরিবর্তনের ধাক্কা সামলে প্রাণীকূলকে টিকিয়ে রাখার উপযুক্ত সমাধান সূত্র খোঁজাই তাঁর বর্তমান গবেষণার অন্যতম লক্ষ্য। |