কেন্দ্রীয় সরকারে বিজ্ঞান ও প্রযুক্তি দফতেরর আয়োজনে ২০১৩ সালের ‘ইন্সপায়ার্ড অ্যাওয়ার্ড’-এ সাফল্য পেল নবদ্বীপ। রাজ্যের বিভিন্ন স্কুলের বিজ্ঞান বিভাগের ছাত্রদের তৈরি মডেল প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান দখল করল আর সি বি সারস্বত মন্দির স্কুলের রাজীব দণ্ডপাঠ। গত ১১ থেকে ১৩ সেপ্টেম্বর কলকাতায় ওই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আগামী ২৯-৩০ সেপ্টেম্বর দিল্লির প্রগতি ময়দানে অনুষ্ঠিত হবে জাতীয় স্তরের প্রতিযোগিতায় রাজ্যের প্রতিনিধিত্ব করবে রাজীবের মডেল।
|
রামেন্দ্রসুন্দর ত্রিবেদীর জন্মের সার্ধশতবর্ষ উদযাপন উপলক্ষে গত রবিবার বহরমপুর শহরে পথ পরিক্রমা করেন স্কুল কলেজের শিক্ষক, চিকিৎসক-সহ বিদ্বজনেরা। কৃষ্ণনাথ কলেজ ও কৃষ্ণনাথ কলেজ স্কুলের দু’টি প্রাক্তনী সম্মিলিত ভাবে ওই প্রভাতফেরির আয়োজন করেছিল। রামেন্দ্রসুন্দরের জন্মের সার্ধশতবর্ষ উদযাপন উপলক্ষে আগামী রবিবার কৃষ্ণনাথ কলেজ স্কুলে আবৃত্তি, আঁকা, প্রবন্ধ, কুইজ ও তাৎক্ষণিক বক্তৃতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
|
বহরমপুর শহরের নবারুণ সমিতির রবীন্দ্র-নজরুল মুক্তমঞ্চে সম্প্রতি অনুষ্ঠিত হল ঈদ সম্মিলনী অনুষ্ঠান। সেখানে ঈদের তাৎপর্য নিয়ে ব্যাখা করেন জিয়াগঞ্জ শ্রীপৎ সিংহ কলেজের অধ্যক্ষ সামসুজ্জান আহমেদ, লোকসংস্কৃতি গবেষক শক্তিনাথ ঝা, দুই চিকিৎসক আমানুল্লা ও ওবাইদুর রহমান, কবি অশোক দাস ও স্থানীয় কউন্সিলর ডালিয়া বেগম।
|
গত রবিবার জিয়াগঞ্জের রানি ধন্যা কুমারী কলেজে ইগনু স্টাডি সেন্টরের লাইব্রেরি ও ল্যাবরেটরি উদ্বোধন করেন ইগনুর আঞ্চলিক অধিকর্তা এস শ্রীনিবাসন। ওই স্টাডি সেন্টারের কো-অর্ডিনেটার গিরিধারী সাহা বলেন, “এর ফলে কম্পিউটার অ্যাপ্নিকেশন, লাইব্রেরি সাইন্স ও বিজ্ঞান বিভাগের স্নাতক শ্রেণির ছাত্রছাত্রীরা উপকৃত হবে।”
|
টিফিনের টাকা জমিয়ে উত্তরাখণ্ডের বিপর্যস্তদের জন্য ১০ হাজার টাকা দান করল নিমতিতার গৌরসুন্দর দ্বারকানাথ বিদ্যায়তনের পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীরা। |