আজকের শিরোনাম
মুজফফরনগরে প্রধানমন্ত্রী-সনিয়া
মুজফফরনগরের হিংসা-বিধ্বস্ত এলাকায় আজ পরিদর্শনে গেলেন প্রধানমন্ত্রী ও সনিয়া গাঁধী। সঙ্গে ছিলেন রাহুলও। তাঁদের সফর ঘিরে নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছিল গোটা এলাকা। স্থানীয় প্রশাসন সূত্রে খবর, প্রথমেই তাঁরা যান ত্রাণ শিবিরগুলিতে। সেখানে আশ্রয় নেওয়া মানুষদের সঙ্গে কথা বলেন। প্রধানমন্ত্রী জানিয়েছেন, হিংসায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে যথাযোগ্য নিরাপত্তা দেওয়া হবে। তিনি আরও জানান, হিংসার পরিবেশ সৃষ্টি করার জন্য দোষীদের কোনওভাবেই রেয়াত করা হবে না। রাজ্য সরকারকে সবরকম সহযোগীতা করতেও প্রস্তুত কেন্দ্র। পাশাপাশি, ত্রাণ শিবিরে আশ্রয় নেওয়া মানুষদের যত শীঘ্র ঘরে ফেরানো যায় তার ব্যবস্থা করা হবে। এ দিকে, গতকালই মুজফফরনগরে কাওয়াল গ্রামে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব। তাঁকে কালো পতাকা দেখান বিক্ষোভকারীরা। গতকালই তিনি আশ্বাস দিয়ে এসেছিলেন হিংসায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলিতে সব রকম সাহায্য করবে রাজ্য। কিন্তু প্রধানমন্ত্রী ও সনিয়ার আজকের এই ‘রাজনৈতিক সফর’ সপা-কংগ্রেস সম্পর্কে কী প্রভাব ফেলবে সেই সমীকরণের দিকে তাকিয়ে জাতীয় রাজনীতি।

তপসিয়ায় শিশু ধর্ষণ, অভিযুক্তের শাস্তির দাবিতে মিছিল
এ শহরে নিরাপদ নয় মেয়েরা। শহরে ধর্ষণের ঘটনা একের পর এক ঘটেই চলেছে। এ বার তপসিয়ায় ধর্ষণের শিকার এক চার বছরের শিশু। রাত ৯টা নাগাদ মহম্মদ ইমতিয়াজ নামে এক যুবক টিভি দেখানোর নাম করে ছাদে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করে বলে অভিযোগ। পুলিশের কাছে অভিযোগ দায়ের করে শিশুটির পরিবারের লোকজন জানান, মেয়ের চিৎকার শুনে তাঁরা এবং বহুতলের অন্য বাসিন্দারা দৌড়ে ছাদে যান। দেখেন, গুরুতর জখম অবস্থায় মেয়েটি পড়ে আছে। বাসিন্দাদের দেখে পালাতে গিয়ে ধরা পড়ে যায় অভিযুক্ত যুবক। মারধরের পর অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দেন বাসিন্দারা। ন্যাশনাল মেডিক্যাল কলেজে শিশুটির চিকিত্সা চলছে। হাসপাতাল সুপার জানান, তার অবস্থা সঙ্কটজনক। এই ঘটনার জেরে অভিযুক্ত ইমতিয়াজের উপযুক্ত শাস্তির দাবিতে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে থেকে আলিপুর আদালত পর্যন্ত মিছিলে হাঁটবেন স্থানীয় বাসিন্দারা। এই ঘটনায় মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছেন তাঁরা।

জামিনে মুক্ত ক্রাইস্ট চার্চ স্কুলের অধ্যক্ষা
জামিনে মুক্তি পেলেন দমদমের ক্রাইস্ট চার্চ স্কুলের অধ্যক্ষা হেলেন সরকার। পুলিশের তরফের জেল হেফাজতের আবেদন খারিজ করে পাঁচ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে তাঁর জামিন মঞ্জুর করে ব্যারাকপুর আদালত। তবে ৩০ সেপ্টেম্বর তাঁকে আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দেন বিচারপতি। বৃহস্পতিবার রাতে চাপের মুখে ইস্তফা দেন হেলেন সরকার। এর পরই পুলিশ তাঁকে গ্রেফতার করে।
এ দিকে স্কুলে ভাঙচুর এবং শিক্ষিকাদের হেনস্থার ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ করেছেন ক্ষুব্ধ আর্চ বিশপ। তিনি আরও জানান, ১৯ সেপ্টেম্বর শিক্ষার কালো দিবস পালন করবেন তাঁরা। ঘটনার প্রতিবাদে পশ্চিমবঙ্গের আইসিএসই বোর্ডের স্কুলগুলির সঙ্গে বন্ধ থাকবে সব খ্রিষ্টান স্কুল, সব মিলিয়ে প্রায় হাজারেরও বেশি স্কুল বন্ধ থাকবে ওই দিন। তবে ক্রাইস্ট চার্চ স্কুলের অধ্যক্ষা হেলেন সরকারের মুক্তিতে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে শিক্ষক মহলে। খুশি ক্রাইস্ট চার্চ স্কুলের অভিভাবক এবং ছাত্রদের একাংশ।

২৩ বছরে ১৭ শিশুর মা
আপনি কি বাচ্চা ভালবাসেন? এঁরাও বাচ্চা খুব ভালবাসেন। তাইতো তাঁদের ‘ছোট্ট’ সংসারে আসতে চলেছে ১৭ নম্বর শিশু। দত্তক নেওয়া নয়— সব কটিই নিজেদের। ব্রিটেনের সবচেয়ে বড় পরিবার, কিন্তু সুখি পরিবার। নোয়েল এবং স্যু র‌্যাডফোর্ডের দাম্পত্য জীবন মাত্র ২৩ বছরের। এর মধ্যে গড়ে ১৭ মাসের ব্যবধানে দুই থেকে ১৮ হয়েছে ব্রিটেনের র‌্যাডফোর্ড পরিবার। ৪১ বছরের নোয়েল এবং তাঁর স্ত্রী স্যু তাঁদের দাম্পত্য জীবনের এতগুলো বছর পেরিয়ে এসেও একই রকম রোম্যান্টিক। সংসার বা বাচ্চা সামলানোর চাপে এতটুকু কমেনি তাঁদের ভালবাসা। ‘আমরা দুই, আমাদের ষোলো!!...আরে আরেকটি কোই?’ র‌্যাডফোর্ড দম্পতি তাঁদের ফেসবুক পেজ-এ জানিয়েছেন, ‘আসছে...সে আসছে।’



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.